ETV Bharat / state

কাটল সংশয়, বাজেট পেশের অনুমোদন রাজ্যপালের

জল্পনার অবসান ৷ সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করে বাজেট বক্তৃতা দেওয়ার পর এবার বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্য়পাল ৷

Jagdeep
রাজ্য়পাল
author img

By

Published : Feb 8, 2020, 2:14 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : কাটল সংশয় ৷ বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে বাজেট পেশের অনুমোদন দেন রাজ্যপাল ৷ এই অনুমোদনের ফলে 10 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ৷

গতকাল বাজেট অধিবেশন চলাকালীন রাজ‍্যের তিনজন প্রিন্সিপাল অ্যাকাউনটেন্টকে রাজভবনে তলব করেন রাজ‍্যপাল ৷ সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হন তাঁরা । তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ‍্যপাল । সূত্রের খবর, বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাজেট সংক্রান্ত আলোচনা করার জন‍্য ধনকড় রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবকেও রাজভবনে ডেকে পাঠান । সেইমতো তাঁরাও রাজভবনে যান । বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে ৷ বৈঠক শেষে সংবাদমাধ‍্যমের উদ্দেশে বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফে ৷ জানানো হয়, "মুখ‍্যসচিব, অর্থসচিবের কাছ থেকে বাজেটের যাবতীয় নথিপত্র দেখেছেন রাজ্যপাল । তা খতিয়ে দেখেই আগামী 10 ফেব্রুয়ারি বাজেটের জন‍্য অনুমোদন দিয়েছেন । তাঁর অনুমোদন দেওয়া বাজেটই পেশ করবেন রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র ।"

Jagdeep
বিধানসভায় মুখ্য়মন্ত্রী ও স্পিকারের সঙ্গে রাজ্য়পাল

প্রসঙ্গত, রাজ্যপালের বাজেট পেশ নিয়ে আশঙ্কা ছিল সরকার পক্ষের ৷ মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ভাষণই পাঠ করবেন তো রাজ্যপাল ? এই প্রশ্নের আবহে শুরু হয় বাজেট অধিবেশন ৷ কিন্তু সব আশঙ্কা দূরে ঠেলে সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করে বাজেট বক্তৃতা দেন রাজ্যপাল । রাজ্য সরকারের লিখিত ভাষণ হুবহু পাঠ করেন তিনি ৷

কলকাতা, 8 ফেব্রুয়ারি : কাটল সংশয় ৷ বাজেট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে বাজেট পেশের অনুমোদন দেন রাজ্যপাল ৷ এই অনুমোদনের ফলে 10 ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ৷

গতকাল বাজেট অধিবেশন চলাকালীন রাজ‍্যের তিনজন প্রিন্সিপাল অ্যাকাউনটেন্টকে রাজভবনে তলব করেন রাজ‍্যপাল ৷ সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হন তাঁরা । তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ‍্যপাল । সূত্রের খবর, বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাজেট সংক্রান্ত আলোচনা করার জন‍্য ধনকড় রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবকেও রাজভবনে ডেকে পাঠান । সেইমতো তাঁরাও রাজভবনে যান । বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে ৷ বৈঠক শেষে সংবাদমাধ‍্যমের উদ্দেশে বিবৃতি দেওয়া হয় রাজভবনের তরফে ৷ জানানো হয়, "মুখ‍্যসচিব, অর্থসচিবের কাছ থেকে বাজেটের যাবতীয় নথিপত্র দেখেছেন রাজ্যপাল । তা খতিয়ে দেখেই আগামী 10 ফেব্রুয়ারি বাজেটের জন‍্য অনুমোদন দিয়েছেন । তাঁর অনুমোদন দেওয়া বাজেটই পেশ করবেন রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র ।"

Jagdeep
বিধানসভায় মুখ্য়মন্ত্রী ও স্পিকারের সঙ্গে রাজ্য়পাল

প্রসঙ্গত, রাজ্যপালের বাজেট পেশ নিয়ে আশঙ্কা ছিল সরকার পক্ষের ৷ মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ভাষণই পাঠ করবেন তো রাজ্যপাল ? এই প্রশ্নের আবহে শুরু হয় বাজেট অধিবেশন ৷ কিন্তু সব আশঙ্কা দূরে ঠেলে সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করে বাজেট বক্তৃতা দেন রাজ্যপাল । রাজ্য সরকারের লিখিত ভাষণ হুবহু পাঠ করেন তিনি ৷

Intro:কলকাতা, ৭ ফেব্রুয়ারি : রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবের কাছ থেকে বাজেট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে অবশেষে রাজ‍্য বাজেট পেশে অনুমোদন দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনকর। রাজ‍্যপালের অনুমোদনের ফলে আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে আর কোনও সমস‍্যা থাকল না রাজ‍্যের।


Body:রাজ‍্যপাল বাজেট পেশ করতে অনুমোদন দেবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। অবশেষে কাটল সেই সেই সংশয়। শুক্রবার বাজেট অধিবেশন চলাকালীন রাজ‍্যের ৩ জন।প্রিন্সিপাল অ্যাকাউনটেন্টকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ‍্যপাল জগদীপ ধনকর। সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হয়েছিলেন তারা। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ‍্যপাল। সূত্রের খবর, বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাজেট সংক্রান্ত আলোচনা করার জন‍্য রাজ‍্যের মুখ‍্যসচিব ও অর্থ সচিবকে রাজ‍্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। সেইমতো তারাও এদিন সন্ধায় রাজভবনে যান। এর পরে সংবাদ মাধ‍্যমের উদ্দেশ্যে তিনি একটি বিবৃতি দেন, "মুখ‍্যসচিব, অর্থসচিবের কাছ থেকে বাজেটের যাবতীয় নথিপত্র দেখেছেন। তা খতিয়ে দেখেই আগামী ১০ফেব্রুয়ারি বাজেটের জন‍্য অনুমোদন দিয়েছেন। তার অনুমোদন করাটা বাজেটই পেশ করবেন রাজ‍্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.