কলকাতা , 27 সেপ্টেম্বর : রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ DGP বীরেন্দ্রর ভূমিকা নিয়ে টুইটারে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন ৷ আর DGP-র পাশে দাঁড়িয়ে গতকাল রাজ্যপালকে নয় পাতার চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে রাজ্যপালকে তিনি মনে করিয়ে দেন, প্রশাসনিক কাজে তাঁর অযাচিতভাবে হস্তক্ষেপ করা উচিত নয় । মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রকাশ্যে আসার পরই ফের টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
রাজ্যপালের অভিযোগ ছিল , DGP আইনশৃঙ্খলার প্রতি কোনও গুরুত্ব দেন না ৷ তিনি ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে ৷ তাঁকে বারবার ডেকে পাঠানো হলেও তিনি আসছেন না ৷ চিঠির কোনও জবাব দিচ্ছেন না ৷ আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে DGP-র ভূমিকা দুর্ভাগ্যজনক বলে টুইট করেছিলেন তিনি ৷ এরই জবাবে গতকাল রাজ্যপালকে নয় পাতার চিঠি দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি রাজ্যপালকে স্মরণ করিয়ে দিয়ে লেখেন, "রাজ্যপালের পদ সম্পূর্ণ মনোনীত । সে কারণে আইন মেনে সাংবিধানিক কাজ করা উচিত । প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা উচিত নয় ।"
আরও পড়ুন , DGP-র পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠি মমতার
মুখ্যমন্ত্রীর এই চিঠির জবাবে গতকাল টুইট করেন রাজ্যপাল ৷ লেখেন , ’’তিনবার অনুরোধ করার পরও DGP আসেননি ৷ এটা কখনওই এড়িয়ে যাওয়া যায় না ৷ DGP কোনও কাজের ব্যাখ্যা দিতে চান না ৷ আর মুখ্যমন্ত্রী তাঁর হয়ে চিঠি লিখছেন ৷ সংবিধান কি এমন আচরণের কথাই বলে ? মুখ্যমন্ত্রী সঠিক পরামর্শ পাচ্ছেন তো ? ’’ তিনি এর জবাব মুখ্যমন্ত্রীকে পরে দেবেন বলে জানান ৷
আরও পড়ুন , রাজ্য পুলিশের পদক্ষেপ যন্ত্রণাদায়ক, ফের টুইটারে সমালোচনা রাজ্যপালের