কলকাতা, 18 অক্টোবর: দুর্গাপুজোর আমেজ নিতে মণ্ডপের পর এবার কলকাতায় গঙ্গার ঘাট পরিদর্শনে বেরিয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মহালয়ার পর থেকে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে বেড়াচ্ছেন তিনি । বুধবারও দুপুরে রাজভবন ছাড়েন বোস । বাজা কদমতলা ঘাট হয়ে যান বাগবাজার ঘাটে। ফুটপাথের চা পান থেকে দোকানিদের পুজো উপহার দেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমি মনে প্রাণে বাঙালি। তাই বাঙালি হিসেবে পুজোর স্বাদ, গন্ধ, আনন্দ তথা পুজো ফ্লেভার গ্রহণে রাস্তায় বেরিয়েছি । এই পুজোয় সাধারণ মানুষের জন্য যে বন্দোবস্ত করা হয়েছে সেটাও দেখছি ।"
এদিন পুলিশ প্রশাসনের থেকে পুজো নিয়ে নানান তথ্য গ্রহণ করেন রাজ্যপাল । সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি । একইভাবে মঙ্গলবার লেকটাউনের শ্রীভূমির প্যান্ডেলে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানে প্রতিমা দর্শন করেন । সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও । মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো কর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি উপস্থিত সাধারণ দর্শক থেকে কচিকাঁচা এবং শিল্পীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস । এর আগে গত রবিবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একডালিয়ার পুজো মণ্ডপে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখানে লক্ষ্মী ও গণেশের মূর্তি উপহার পান তিনি । শিল্পী এবং পুজো কর্তাদের উদ্যোগে রাজ্যপালের হাতে সেই মূর্তি তুলে দেওয়া হয়। কোনও রাজ্যের রাজ্যপালকে সচরাচর এমনভাবে ঘুরে ঘুরে প্যান্ডেল পরিদর্শন করতে খুব একটা দেখা যায় না ৷ তবে আচমকা সিভি আনন্দ বোসের এই পরিদর্শনে খুশি পুজো কর্তা থেকে উপস্থিত দর্শকরা । কচিকাঁচাদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় রাজ্যপালকে ।
আরও পড়ুন: বাঙালিকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে হিংসা ও দুর্নীতির বিরুদ্ধেও সরব রাজ্যপাল
এ দিকে রাজভবন সূত্রে খবর, রাজভবনের কর্মচারীদের উদ্যোগে প্রতি বছর পুজো আয়োজিত হয় ৷ আজ সন্ধ্যায় তারই উদ্বোধন করবেন রাজ্যপাল । তার আগে একাধিক শিল্পী কলাকুশলী থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষকে দুর্গা ভারত সম্মান প্রদান করবেন তিনি ।