কলকাতা, 29 অগাস্ট : আচমকাই ছিঁড়ে পড়ল সরকারি অফিসের লিফট । ঘটনা বেলেঘাটার সেলস ট্যাক্স অফিসের । দুর্ঘটনায় জখম হন 4 অফিসার । তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে । কী ভাবে ওই লিফট ছিঁড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেলস ট্যাক্স অফিসের অ্যানেক্স বিল্ডিংয়ের লিফটে ওঠেন তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁদের নামমানু দাস, দেবাশিস দত্ত ও সুব্রত রায়চৌধুরি । লিফটে ছিলেন ডেপুটি কমিশনার তাপস সরকারও । দোতলা পর্যন্ত গিয়ে হঠাৎই নিচে ছিঁড়ে পড়ে লিফটটি । ঘটনায় হইচই পড়ে যায় সেলস ট্যাক্স বিল্ডিংয়ে । অফিসের লিফট রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা ওই 4 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান ।
দুর্ঘটনার পর অফিসের কর্মীরা বিল্ডিংয়ের দায়িত্বে থাকা অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তাঁদের বক্তব্য, আরও উপরে গিয়ে লিফট ছিঁড়লে ঘটতে পারত বড়সড় ঘটনা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।