ETV Bharat / state

বেলেঘাটায় সরকারি অফিসের লিফট ছিঁড়ে জখম 4 অফিসার - lift crash at Beliaghata

ছিঁড়ে পড়ল বেলেঘাটার সেলস ট্যাক্স অফিসের লিফট ৷ ঘটনায় 4 অফিসার আহত হয়েছেন ৷

সেলস ট্যাক্স অফিস
author img

By

Published : Aug 29, 2019, 9:06 PM IST

Updated : Aug 29, 2019, 9:13 PM IST

কলকাতা, 29 অগাস্ট : আচমকাই ছিঁড়ে পড়ল সরকারি অফিসের লিফট । ঘটনা বেলেঘাটার সেলস ট্যাক্স অফিসের । দুর্ঘটনায় জখম হন 4 অফিসার । তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে । কী ভাবে ওই লিফট ছিঁড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেলস ট্যাক্স অফিসের অ্যানেক্স বিল্ডিংয়ের লিফটে ওঠেন তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁদের নামমানু দাস, দেবাশিস দত্ত ও সুব্রত রায়চৌধুরি । লিফটে ছিলেন ডেপুটি কমিশনার তাপস সরকারও । দোতলা পর্যন্ত গিয়ে হঠাৎই নিচে ছিঁড়ে পড়ে লিফটটি । ঘটনায় হইচই পড়ে যায় সেলস ট্যাক্স বিল্ডিংয়ে । অফিসের লিফট রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা ওই 4 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান ।

দুর্ঘটনার পর অফিসের কর্মীরা বিল্ডিংয়ের দায়িত্বে থাকা অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তাঁদের বক্তব্য, আরও উপরে গিয়ে লিফট ছিঁড়লে ঘটতে পারত বড়সড় ঘটনা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

কলকাতা, 29 অগাস্ট : আচমকাই ছিঁড়ে পড়ল সরকারি অফিসের লিফট । ঘটনা বেলেঘাটার সেলস ট্যাক্স অফিসের । দুর্ঘটনায় জখম হন 4 অফিসার । তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে । কী ভাবে ওই লিফট ছিঁড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেলস ট্যাক্স অফিসের অ্যানেক্স বিল্ডিংয়ের লিফটে ওঠেন তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁদের নামমানু দাস, দেবাশিস দত্ত ও সুব্রত রায়চৌধুরি । লিফটে ছিলেন ডেপুটি কমিশনার তাপস সরকারও । দোতলা পর্যন্ত গিয়ে হঠাৎই নিচে ছিঁড়ে পড়ে লিফটটি । ঘটনায় হইচই পড়ে যায় সেলস ট্যাক্স বিল্ডিংয়ে । অফিসের লিফট রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা ওই 4 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান ।

দুর্ঘটনার পর অফিসের কর্মীরা বিল্ডিংয়ের দায়িত্বে থাকা অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ তাঁদের বক্তব্য, আরও উপরে গিয়ে লিফট ছিঁড়লে ঘটতে পারত বড়সড় ঘটনা । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Intro:কলকাতা, 29 অগাস্ট: আচমকাই ছিঁড়ে পড়ল সরকারি অফিসের লিফট। ঘটনা বেলেঘাটার সেলস ট্যাক্স অফিসের। দুর্ঘটনায় জখম হলেন 4 অফিসার। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। কিভাবে ওই লিফট ছিঁড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।Body:প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেলস ট্যাক্স অফিসের এনেক্স বিল্ডিংয়ের লিফট উঠেন তিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তাদের নামমানু দাস, দেবাশিস দত্ত ও সুব্রত রায়চৌধুরী। লিফটে ছিলেন ডেপুটি কমিশনার তাপস সরকারও। দোতলা পর্যন্ত গিয়ে হঠাৎই নিচে ছিঁড়ে পড়ে লিফটটি। ঘটনায় হইচই পড়ে যায় সেলস ট্যাক্স বিল্ডিংয়ে। অফিসের লিফট রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা কোন ভাবে ওই ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।Conclusion:অফিসের কর্মীদের দাবি, আরো উপরে গিয়ে লিফট ছিঁড়লে ঘটতে পারত বড়সড় ঘটনা। তারা বিল্ডিংয়ের দায়িত্বে থাকা অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখায় বলে খবর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Last Updated : Aug 29, 2019, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.