নিমতা, 19 অক্টোবর : দেবাঞ্জন খুনে গ্রেপ্তার বিশাল মারু নামে এক যুবক । পুলিশের বক্তব্য, খুনের দিন ঘটনাস্থানেই ছিল বিশাল । খুনের ঘটনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে বলে মনে করছে তারা । দেবাঞ্জনের বান্ধবী মেঘা (নাম পরিবর্তিত)-কে জিজ্ঞাসাবাদের পরই বিশালের নাম উঠে আসে । তার খোঁজে তল্লাশি শুরু করে নিমতা থানার পুলিশ । আজ তাকে গ্রেপ্তার করা হয় । সূত্রের খবর, ঘটনার পর প্রিন্স সিং একদিন এই বিশালের বাড়িতেই ছিল ।
নবমীর দিন রাতে বান্ধবীকে বাড়ি ছাড়তে গিয়ে মৃত্যু হয় বছর 20-র দেবাঞ্জন দাসের । প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনা মনে হলেও পরে তাঁর বাবা অরুণ দাস গাড়িতে একটি বুলেটের ভাঙা অংশ দেখতে পাওয়ায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় । বিষয়টি দুর্ঘটনা নয়, খুন । সেটা আরও প্রমাণ হয় ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর । দেখা যায় দেবাঞ্জনের গলায় এবং বাঁ হাতে দু'টি গোল ক্ষত রয়েছে । তারপর তদন্তে উঠে আসে দেবাঞ্জনের বান্ধবী মেঘা (নাম পরিবর্তিত )-র নাম । তাকে জিজ্ঞাসাবাদের পর নানা তথ্য হাতে পান তদন্তকারী আধিকারিকরা । জানা যায়, সেই রাতে সোশাল মিডিয়ায় দেবাঞ্জনের সঙ্গে নিজের লোকেশন শেয়ার করেছিল মেঘা ৷ মেঘা-কে জিজ্ঞাসা করেই জানা যায় বিশাল মারুর নাম ।
বিশালের সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তার । কিছু অপরাধীর সঙ্গে ওঠাবসাও ছিল । দেবাঞ্জন খুনের ব্লুপ্রিন্ট তৈরি করায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । যদিও তার নামে সরাসরি এর আগে কোনও অপরাধের অভিযোগ নেই । তবে, এই ঘটনায় তার নামেও অভিযোগ দায়ের হয়েছিল ।
এছাড়াও পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার আগে নবমীর রাতে সল্টলেকের একটি পানশালায় পার্টি করতে গেছিলেন দেবাঞ্জন ও তাঁর প্রেমিকা । তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধবও গেছিল সেই পার্টিতে । তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করেছে পুলিশ । পাশাপাশি পানশালাটির CCTV ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
পুলিশের অনুমান, গাড়ির চালকের সিটে ছিল দেবাঞ্জন, চলন্ত অবস্থাতেই তাঁকে গুলি করা হয় । সেকারণেই গুলি তাঁর বাঁ হাতে লাগে । এবং তারপরই স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ধাক্কা খায় । আততায়ীরা দেবাঞ্জনের পরিচিত ছিল বলেই মনে করা হচ্ছে । গতকাল ফরেনসিক পরীক্ষা হয় দেবাঞ্জনের গাড়ির ৷ কত দূর থেকে গুলি করা হয়েছে বা কী ভাবে ঘটেছে দুর্ঘটনাটি, গাড়ির গতিবেগই বা কত ছিল তাও পরীক্ষা করে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, কিছু নমুনা সংগ্রহ হয়েছে । সেইগুলি ল্যাবরেটরিতে পাঠানো হবে । ফাইনাল রিপোর্ট এলে খুনের ঘটনাটি আরও স্পষ্ট হবে । পাওয়া গেছে গুলির নমুনা ৷ সংগ্রহ করা হচ্ছে রক্তের নমুনাও । যাতে বোঝা যাবে ওইদিন রাতে গাড়িতে কারোর সঙ্গে দেবাঞ্জনের ধস্তাধস্তি হয়েছিল কি না । পুলিশ সূত্রে আরও জানা গেছে যে গাড়ির মধ্যে দেবাঞ্জনের দেহ পাওয়া যায় সেই গাড়িটির ব্যালেস্টিক পরীক্ষা করা হবে ।
অন্যদিকে, ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত প্রিন্স সিং । তার খোঁজে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ । তবে, এবার আর রাজ্যে নয়, পুলিশের অনুমান ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকতে পারে এই যুবক । তাই ভিন রাজ্যেও তার খোঁজে প্রতিনিধি পাঠাতে পারেন তদন্তকারী অফিসাররা ।
আজও দুর্ঘটনাস্থানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা । বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে । বিশালের গ্রেপ্তারিতে তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে পরিবার ।