ETV Bharat / state

Booster Dose: কলকাতা পৌরনিগমের 150 সেন্টারে বিনামূল্যে মিলবে বুস্টার ডোজ

শুক্রবার থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ । মোট 150টি সেন্টার থেকে এই ডোজ দেওয়া হবে জানা গিয়েছে (Booster Dose)।

Booster Dose
কলকাতা পৌরনিগমের 150 সেন্টারে মিলবে বিনামূল্যে করোনা বুস্টার ডোজ
author img

By

Published : Jul 14, 2022, 10:47 PM IST

কলকাতা, 14 জুলাই: ফের দেশে করোনা সংক্রমণ বাড়ছে । আর সেই পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণ যে জরুরি তা কারও অজানা নয় । তবে 18-60 বছরের মধ্যে যাঁদের বয়স কেন্দ্রের নির্দেশ অনুসারে তাঁদের পকেটের টাকা খরচ করেই সেই প্রিকশন ডোজ নিতে হবে । টাকা খরচে টিকা নিতে দেখা গিয়েছে চরম অনীহা । শেষমেষ 15 জুলাই থেকে 75 দিনের জন্য দেশে 18-60 বছরের সকলকেই বুস্টার ডোজ দেওয়া হবে বিনামূল্যে বলেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে (Booster Dose)। আর সেই মতোই নির্দেশকা এসেছে রাজ্যে । সেই নির্দেশিকা প্রতি জেলায় পাঠানো হয়েছে ।

আগামিকাল থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা প্রিকশনারি ডোজ । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলেন, "কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত । মোট 150টি সেন্টার থেকে এই বুস্টার-ডোজ দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এরমধ্যে 92টি ইউপিএইচসিএস-(Urban Primary Health Center)এর 6টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কোভিশিল্ড এবং 34টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কো-ভ্যাকসিন । 16টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে করবিভ্যাক্স ৷

আরও পড়ুন : একটিমাত্র টিকাতেই কুপোকাৎ হবে করোনার সমস্ত ভ্যারিয়েন্ট, চলছে গবেষণা

বৃহস্পতিবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ভিডিয়ো কনফারেন্স হয় । তারপরেই চূড়ান্ত হয় 18 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে বিনামূল্যে এই ডোজ দেওয়ার সিদ্ধান্ত ৷

উল্লেখ্য, কলকাতায় করোনা বৃদ্ধি প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছিলেন, কেন্দ্র তাদের হাত-পা বেঁধে রেখেছে । কারণ 18-60-এর মধ্যে বয়সিদের টাকা দিয়ে টিকা নিতে বলেছে কেন্দ্র । আর টাকা দিয়ে টিকা নিতে তীব্র অনীহা দেখা গিয়েছে । কলকাতা পৌরনিগমের হাতে পর্যাপ্ত টিকা আছে ওই বয়সি সকলকে টিকা দেওয়ার । যদি বিনামূল্যে করে দিত তাহলে অনেক আগেই টিকাকরণ শেষ হয়ে যেত ।

কলকাতা, 14 জুলাই: ফের দেশে করোনা সংক্রমণ বাড়ছে । আর সেই পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণ যে জরুরি তা কারও অজানা নয় । তবে 18-60 বছরের মধ্যে যাঁদের বয়স কেন্দ্রের নির্দেশ অনুসারে তাঁদের পকেটের টাকা খরচ করেই সেই প্রিকশন ডোজ নিতে হবে । টাকা খরচে টিকা নিতে দেখা গিয়েছে চরম অনীহা । শেষমেষ 15 জুলাই থেকে 75 দিনের জন্য দেশে 18-60 বছরের সকলকেই বুস্টার ডোজ দেওয়া হবে বিনামূল্যে বলেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে (Booster Dose)। আর সেই মতোই নির্দেশকা এসেছে রাজ্যে । সেই নির্দেশিকা প্রতি জেলায় পাঠানো হয়েছে ।

আগামিকাল থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা প্রিকশনারি ডোজ । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলেন, "কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত । মোট 150টি সেন্টার থেকে এই বুস্টার-ডোজ দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এরমধ্যে 92টি ইউপিএইচসিএস-(Urban Primary Health Center)এর 6টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কোভিশিল্ড এবং 34টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কো-ভ্যাকসিন । 16টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে করবিভ্যাক্স ৷

আরও পড়ুন : একটিমাত্র টিকাতেই কুপোকাৎ হবে করোনার সমস্ত ভ্যারিয়েন্ট, চলছে গবেষণা

বৃহস্পতিবার বিকেলে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ভিডিয়ো কনফারেন্স হয় । তারপরেই চূড়ান্ত হয় 18 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে বিনামূল্যে এই ডোজ দেওয়ার সিদ্ধান্ত ৷

উল্লেখ্য, কলকাতায় করোনা বৃদ্ধি প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি জানিয়েছিলেন, কেন্দ্র তাদের হাত-পা বেঁধে রেখেছে । কারণ 18-60-এর মধ্যে বয়সিদের টাকা দিয়ে টিকা নিতে বলেছে কেন্দ্র । আর টাকা দিয়ে টিকা নিতে তীব্র অনীহা দেখা গিয়েছে । কলকাতা পৌরনিগমের হাতে পর্যাপ্ত টিকা আছে ওই বয়সি সকলকে টিকা দেওয়ার । যদি বিনামূল্যে করে দিত তাহলে অনেক আগেই টিকাকরণ শেষ হয়ে যেত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.