কলকাতা, 22 অগাস্ট : বড়বাজারের একটি দুর্নীতি ও প্রতারণা মামলায় BJP নেতা মুকুল রায়ের নাম উঠে এসেছিল । তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল ব্যাঙ্কশাল কোর্ট । এবার ফের মুকুল রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল । BJP-র শ্রমিক নেতা বাবান ঘোষ মুকুল রায়ের নাম করে 40 লাখ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ বাবান ঘোষ গ্রেপ্তার হওয়ার পর গতকাল কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মুকুল রায় ।
সরশুনা থানায় বাবান ঘোষের বিরুদ্ধে এক ব্যক্তি প্রতারণার অভিযোগ দায়ের করেন । বাবান ঘোষ মুকুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । ওই ব্যক্তির অভিযোগ, রেলের জমি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে দফায় দফায় 40 লাখ টাকা নেওয়া হয়েছে । ওই ব্যক্তির অভিযোগেই উঠে এসেছে মুকুল রায়ের নাম । তাঁর অভিযোগ, বাবান মুকুল রায়ের নাম নিয়েই টাকা নিতেন । ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল বাবানকে গ্রেপ্তার করা হয় । এরপরই কলকাতা হাইকোর্টে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায় ।
প্রসঙ্গত 2018 সালের 31 জুলাই বড়বাজার থানায় এক ব্যক্তির বিরুদ্ধে 90 লাখ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয় ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মুকুল রায়ের নাম । সেই অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে মুকুল রায়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যাঙ্কশাল কোর্ট । কিন্ত সেই পরোয়ানা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ।