ETV Bharat / state

বেআইনি জমায়েতের অভিযোগ গ্রেপ্তার 4 RSS সদস্য

নিমতা থানার কাছে বেআইনি জমায়েতের অভিযোগে চার RSS সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিনে মুক্তি পান তাঁরা ৷

বেআইনি জমায়েতের অভিযোগ গ্রেপ্তার
author img

By

Published : Sep 29, 2019, 7:05 PM IST

Updated : Sep 29, 2019, 7:47 PM IST

নিমতা, 29 সেপ্টেম্বর : বেআইনি জমায়েতের অভিযোগে চার RSS সদস্যকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ ৷ পরে নিয়ম মাফিক মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে RSS-র সদস্যরা ৷

RSS-র পক্ষ থেকে একটি নগর পরিক্রমার আয়োজন করা হয় ৷ জানা গেছে, এই নগর পরিক্রমার অনুমতি পুলিশ দেয়নি ৷ তারপরও নিমতা থানার পিছনে জমায়েত করায় চার RSS সদস্যকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ এরপর নিয়ম মাফিক মেডিকেল চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই চারজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন RSS কর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

RSS সদস্যদের অভিযোগ, রাজনৈতিক চাপে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে ৷ গতকালই পুলিশকে কর্মসূচির ব্যাপারে জানানো হয়েছিল ৷ গ্রেপ্তারের পর ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিনে ছাড়া পান ওই চারজন ৷

নিমতা, 29 সেপ্টেম্বর : বেআইনি জমায়েতের অভিযোগে চার RSS সদস্যকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ ৷ পরে নিয়ম মাফিক মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে RSS-র সদস্যরা ৷

RSS-র পক্ষ থেকে একটি নগর পরিক্রমার আয়োজন করা হয় ৷ জানা গেছে, এই নগর পরিক্রমার অনুমতি পুলিশ দেয়নি ৷ তারপরও নিমতা থানার পিছনে জমায়েত করায় চার RSS সদস্যকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ এরপর নিয়ম মাফিক মেডিকেল চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই চারজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন RSS কর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

RSS সদস্যদের অভিযোগ, রাজনৈতিক চাপে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে ৷ গতকালই পুলিশকে কর্মসূচির ব্যাপারে জানানো হয়েছিল ৷ গ্রেপ্তারের পর ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিনে ছাড়া পান ওই চারজন ৷

Intro:

বেআইনি জমায়েতের অভিযোগে চার স্বয়ংসেবককে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ। পুলিশের হাতে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল আর এস এস। আজ সকালে আর এস এস এর পক্ষ থেকে একটি নগর পরিক্রমার আয়োজন করা হয়। জানা গিয়েছে এই নগর পরিক্রমা অনুমতি দেয়নি পুলিশ। নিমতা থানার পেছনে জমায়েত করায় চারজন আরএসএস কর্মীকে আটক করে পুলিশ। তাদের নিয়ম মাফিক মেডিক্যাল করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চার জন সহকর্মীকে পুলিশের হাতে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর এস এসের কর্মীরা। আজ তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।

Body:আর এস এসের দাবী তাদের কর্মীদের রাজনৈতিক চাপে পুলিশ গ্রেপ্তার করেছে। গত কাল পুলিশকে কর্মসূচির ব্যাপারে জানানো হয়েছিল। Conclusion:
Last Updated : Sep 29, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.