নিমতা, 29 সেপ্টেম্বর : বেআইনি জমায়েতের অভিযোগে চার RSS সদস্যকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ ৷ পরে নিয়ম মাফিক মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে RSS-র সদস্যরা ৷
RSS-র পক্ষ থেকে একটি নগর পরিক্রমার আয়োজন করা হয় ৷ জানা গেছে, এই নগর পরিক্রমার অনুমতি পুলিশ দেয়নি ৷ তারপরও নিমতা থানার পিছনে জমায়েত করায় চার RSS সদস্যকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ এরপর নিয়ম মাফিক মেডিকেল চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই চারজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন RSS কর্মীরা ।
RSS সদস্যদের অভিযোগ, রাজনৈতিক চাপে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে ৷ গতকালই পুলিশকে কর্মসূচির ব্যাপারে জানানো হয়েছিল ৷ গ্রেপ্তারের পর ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিনে ছাড়া পান ওই চারজন ৷