ETV Bharat / state

পঞ্চায়েত থেকে শিক্ষা! চলতি সপ্তাহেই ভাঙড়ের আরও চার থানা আসছে কলকাতা পুলিশের আওতায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 11:07 AM IST

Kolkata Police: বছরের শুরুতে কলকাতা পুলিশের অধীনে আসতে চলেছে আরও চারটি থানা ৷ নতুন থানাগুলি হল, বারুইপুর জেলা পুলিশের অধীনস্থ কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর ও ভাঙর ।

Kolkata Police
কলকাতা পুলিশ

কলকাতা, 1 জানুয়ারি: অপরাধ কমাতে বাড়ল তৎপরতা ৷ নতুন বছরের আরও চারটি নতুন থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায় ৷ এই নতুন থানাগুলি হল, বারুইপুর জেলা পুলিশের অধীনস্থ কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর ও ভাঙড় থানা। চলতি সপ্তাহের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট থানাগুলিকে কলকাতা পুলিশের আওতাধীন করে পুনরায় উদ্বোধন করবেন । এমনটাই জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে ৷

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বার বার উঠে এসেছে হিংসার খবর ৷ একের পর এক হিংসাত্মক ঘটনার জন্য শিরোনামে আসে ভাঙড় ৷ এলাকায় একাধিক খুন এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার মতো ঘটনা ঘটতে থাকে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন, ভাঙড়ের কয়েকটি থানা কলকাতা পুলিশের আওতাধীন করতে ৷

সেই মতো কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন থানা পরিদর্শন করেন ৷ তারপরই বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর এবং পোলেরহাট থানা এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শুরুতেই কলকাতা পুলিশ চারটি নতুন থানা পাবে। ইতিমধ্যেই ভাঙড় থানায় তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড।

এখান থেকে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ চালাবে কলকাতা পুলিশ। পাশাপাশি ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের একটি বড় অফিস। তবে আইপিএস মহলের একাংশের দাবি, ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনস্থ হলে স্থানীয় বাসিন্দাদের আরও তৎপর হতে হবে ৷ এলাকায় কোনও অপরাধমূলক বা সন্দেহজনক ঘটনা নজরে এলেই পুলিশকে বিষয়টি জানাতে হবে ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধার হওয়া গাড়ি থেকে মিলল ইঙ্গিতপূর্ণ চিঠি
  2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের
  3. লালবাজারের হাতে এবার নয়া প্যাথলজিকাল পরীক্ষাগার, বাড়ল তদন্তের গতি

কলকাতা, 1 জানুয়ারি: অপরাধ কমাতে বাড়ল তৎপরতা ৷ নতুন বছরের আরও চারটি নতুন থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায় ৷ এই নতুন থানাগুলি হল, বারুইপুর জেলা পুলিশের অধীনস্থ কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর ও ভাঙড় থানা। চলতি সপ্তাহের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট থানাগুলিকে কলকাতা পুলিশের আওতাধীন করে পুনরায় উদ্বোধন করবেন । এমনটাই জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে ৷

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বার বার উঠে এসেছে হিংসার খবর ৷ একের পর এক হিংসাত্মক ঘটনার জন্য শিরোনামে আসে ভাঙড় ৷ এলাকায় একাধিক খুন এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার মতো ঘটনা ঘটতে থাকে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন, ভাঙড়ের কয়েকটি থানা কলকাতা পুলিশের আওতাধীন করতে ৷

সেই মতো কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন থানা পরিদর্শন করেন ৷ তারপরই বারুইপুর পুলিশ জেলার কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর এবং পোলেরহাট থানা এবং ভাঙড় থানা ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শুরুতেই কলকাতা পুলিশ চারটি নতুন থানা পাবে। ইতিমধ্যেই ভাঙড় থানায় তৈরি হয়েছে কলকাতা পুলিশের নতুন ট্রাফিক গার্ড।

এখান থেকে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ চালাবে কলকাতা পুলিশ। পাশাপাশি ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের একটি বড় অফিস। তবে আইপিএস মহলের একাংশের দাবি, ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনস্থ হলে স্থানীয় বাসিন্দাদের আরও তৎপর হতে হবে ৷ এলাকায় কোনও অপরাধমূলক বা সন্দেহজনক ঘটনা নজরে এলেই পুলিশকে বিষয়টি জানাতে হবে ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধার হওয়া গাড়ি থেকে মিলল ইঙ্গিতপূর্ণ চিঠি
  2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের
  3. লালবাজারের হাতে এবার নয়া প্যাথলজিকাল পরীক্ষাগার, বাড়ল তদন্তের গতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.