Ram Pyare Ram Demise: প্রয়াত বর্ষীয়ান কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ক রাম পেয়ারে রাম, সোমে বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন - বন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
KMC Councillor Ram Pyare Ram passes Away: রবিবার প্রয়াত কলকাতা পৌরনিগমের টানা আটবারের কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ক রাম পেয়ারে রাম ৷ সোমবার বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে তাঁকে ৷ তাঁর মৃত্যুতে বন্দর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
Published : Nov 12, 2023, 7:12 PM IST
কলকাতা, 12 নভেম্বর: দীপাবলির আলোর উৎসবের দিন রাজ্যের রাজনীতিতে ফের নেমে এল আঁধার । প্রয়াত হলেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও কলকাতা পৌরনিগমের উজ্জ্বল মুখ রাম পেয়ারে রাম । তিনি ছিলেন পৌরনিগমের ইতিহাসে টানা আটবারের নির্বাচিত একমাত্র কাউন্সিলর । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 82 বছর । দীর্ঘ দিন ধরে তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন ।
গত সোমবার সেই সমস্যা আরও বাড়ে ৷ এরপরেই তাঁকে খিদিরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তাঁর বুকে সংক্রমণ দেখা দেয় । সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন । তবে বয়সের সঙ্গে এই সমস্যা মোকাবিলা করে ওঠা হল না তাঁর । রবিবার সকাল 11টা 40 নাগাদ চির ঘুমের দেশে পাড়ি দিলেন বন্দর এলাকার দীর্ঘ দিনের কংগ্রেস আন্দোলনের মুখ রাম পেয়ারে রাম । এ দিন তাঁর মৃত্যুর খবর শোনার পরই ওই বেসরকারি হাসপাতালে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা ৷
কলকাতা পৌরনিগমে বামেরা ক্ষমতায় থাকাকালীন গার্ডেনরিচ এলাকা থেকে প্রথম কংগ্রেস কাউন্সিলর হন তিনি । এরপর পৌরনিগমে তৃণমূল বোর্ড গঠন হলেও নিজের গড় ধরে রেখেছিলেন তিনি । তৃণমূল কংগ্রেস তৈরির পরে তাঁর সহকর্মীরা অনেকেই কংগ্রেস ছেড়ে তৃণমূল চলে যান ৷ তবে তিনি কংগ্রেসের সঙ্গেই ছিলেন । এরপর 2011 সালে তৃণমূলে যোগ দেন রাম পেয়ারে রাম । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তাঁর । শুধু আটবারের কাউন্সিলর নন, তিনি কলকাতা পৌরনিগমে শেষ দু'বার তৃণমূল বোর্ডের মেয়র পারিষদ সদস্যও ছিলেন ।
এছাড়াও এক সময় কবি তীর্থ ও পরে বন্দর বিধানসভা থেকে ছ'বার বিধায়ক নির্বাচিত হন তিনি । 1971 সালে কংগ্রেসের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন রাম পেয়ারে রাম ৷ পরে 1987, 1991, 1996, 2001 ও শেষ 2006 সালে তিনি নির্বাচনে লড়ে বিধায়ক হন ৷ তবে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি কেবল কাউন্সিলর ও মেয়র পারিষদ সদস্য ছিলেন ৷ যেহেতু প্রাক্তন বিধায়ক তিনি, তাই আগামিকাল অর্থাৎ 13 অক্টোবর বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ 4টের সময় বিধানসভায় নিয়ে যাওয়া হবে তাঁর দেহ ৷ সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিধানসভায় স্পিকার থেকে সদস্যরা ৷
কংগ্রেসে থাকাকালীন বন্দর ও গার্ডেনরিচ এলাকায় শ্রমিক আন্দোলন যুক্ত ছিলেন রাম পেয়ারে রাম । পরবর্তী সময় তৃণমূলের শ্রমিক আন্দোলনেও সেখানে নেতৃত্ব দেন তিনি । তাঁর মৃত্যুর খবরে বন্দর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । কয়েক বছর আগেই তাঁর জীবনে একটি বড় দুর্ঘটনা ছাপ ফেলেছিল । রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্করের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ রাম পেয়ারে রামের এলাকাতেই এই দুর্ঘটনা ঘটে । একটি বড় লরি তাঁর ছেলের গাড়িকে পিষে দিয়ে চলে যায় । ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন । তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া । তৃণমূল, কংগ্রেস , বাম থেকে বিজেপি, সব অংশের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন ।
আরও পড়ুন: