ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মণ

৭০ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মন্ত্রী যোগেশচন্দ্র বর্মণ।

যোগেশচন্দ্র বর্মণ
author img

By

Published : Feb 10, 2019, 2:28 PM IST

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা CPI(M) নেতা যোগেশচন্দ্র বর্মণ। বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সকাল ১১টা ১০ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে দু'দফায় বনদপ্তর ও একবার শ্রেণি কল্যাণ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা CPI(M) নেতা যোগেশচন্দ্র বর্মণ। বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সকাল ১১টা ১০ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে দু'দফায় বনদপ্তর ও একবার শ্রেণি কল্যাণ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি।


Pune (Maharashtra), Feb 09 (ANI): Bharatiya Janata Party (BJP) president Amit Shah on Saturday said the security reasons due to which party's rath yatra was cancelled in West Bengal were unfounded and the TMC government filed the affidavit in Supreme Court, which ultimately led to the cancellation of the rath yatra, only because Chief Minister Mamata Banerjee is "scared" of the BJP's growing presence in the state. "An affidavit was filed in the SC that BJP's yatra will create law and order problem. Yesterday, a channel did a sting operation in which the IB officers can be seen saying that there was no law and order problem. Mamata didi is scared, that's why the report was made," Shah said while addressing a booth worker programme in Pune.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.