ETV Bharat / state

Babul Supriyo-Mahua Moitra : তিক্ততা ভুলে সৌজন্য বিনিময় মহুয়া-সুপ্রিয়'র - মহুয়া মৈত্র

কিছুদিন আগেও দু'জন ছিলেন দুই মেরুতে ৷ ব্যক্তিগত সম্পর্কের তিক্ততায় একজন অন্যজনকে টেনে নিয়ে গিয়েছিলেন আদালতে ৷ কিন্তু সেসব এখন অতীত ৷ একই দলের হয়ে বড় পার্টনারশিপের অঙ্গীকার বাবুল-মহুয়ার ৷

forget-the-bitterness-and-exchange-courtesy-of-mahua-moitra-and-babul-supriya
তিক্ততা ভুলে সৌজন্য বিনিময় মহুয়া-সুপ্রিয়'র
author img

By

Published : Sep 18, 2021, 9:30 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : শত্রুতা ভুলে শনিবারের বারবেলায় সন্ধি স্থাপন ৷ দু' জনেই সাংসদ ৷ কিন্তু ভিন্ন দলের হয়ে ব্যাটিং করায় সংসদে তো বটেই, বিভিন্ন বিতর্ক সভায় একে অপরকে বাক্যবাণে বিঁধেছেন এতদিন ৷ কিন্তু সে সব এখন অতীত ৷ এখন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একই দলের দুই খিলাড়ি ৷ সুতরাং আর শত্রুতা নয়, একে অপরের প্রতি বাড়ালেন বন্ধুত্বের হাত ৷

শনিবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্ত্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ আর এরপরই টুইট করে বাবুলকে স্বাগত জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছু পরেই রিটুইট করে ধন্যবাদ জানান বাবুল সুপ্রিয় ৷ বাবুলের তৃণমূলে যোগদানের পর উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইটারে মহুয়া লেখেন, "অভিনন্দন ৷ আমার লোকসভার সহকর্মীকে স্বাগত। একসঙ্গে ব্যাটিং করার জন্য মুখিয়ে আছি। আগে যা ভিন্ন দলের হয়ে করতাম।" এর ঘণ্টা দু'য়েক পর রিটুইট করে বাবুল লেখেন, "অনেক অনেক ধন্যবাদ ৷" সঙ্গে স্মাইলির ইমোজি দিয়ে জানান, তিনি আবেগতাড়িত ৷

  • Congratulations and a very warm welcome to my LS colleague @SuPriyoBabul !

    Looking forward to batting together with the same fervour as we did in separate teams :-)

    — Mahua Moitra (@MahuaMoitra) September 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2017 সালের জানুয়ারি ৷ তখন বাবুল ছিলেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এক সদস্য ৷ একটি টিভি চ্যানেলের বিতর্কসভায় একদিকে ছিলেন বাবুল সুপ্রিয়, অন্যদিকে মহুয়া মৈত্র। যেখানে তাঁর সম্পর্কে বাবুল অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছিলেন মহুয়া। লাইভ বিতর্কসভা চলাকালীন বাবুল মহুয়ার উদ্দেশে বলেন, "মহুয়া আর ইউ অন মহুয়া" অর্থাৎ "মহুয়া তুমি কি মহুয়া খেয়ে আছো ?" মহুয়া হল একটি উত্তেজক পানীয় ৷ তাই বিতর্কসভায় বাবুলের এ হেন মন্তব্যের প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: মোদির ‘পছন্দের’ বাবুল রাজ্যসভায় নাকি রাজ্য মন্ত্রিসভায় ? জল্পনা তুঙ্গে

পরে মহুয়া বলেছিলেন, "ওর সঙ্গে আমার কোনও রকম বন্ধুত্ব নেই, কখনও কথা পর্যন্ত হয়নি। একজন মন্ত্রী হয়ে, টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আমাকে অপমান করেছে ৷ একজন মহিলা হিসেবে আমার আইনি অধিকার আমি বুঝে নেব ৷" এই মন্তব্যের প্রেক্ষিতে আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া। মহিলার সম্মানহানির অভিযোগে বাবুলকে ভারতীয় দণ্ডবিধির 509 ধারায় অভিযুক্ত করে চার্জশিটও দেয় আদালত।

কিন্তু শনিবারের বারবেলায় কি তাহলে দু'জনের সন্ধি স্থাপনে বাবুল-মহুয়া বিতর্কের অবসান ঘটল ? এটা বলাই যায় ৷ কারণ এখন যে একই দলের (তৃণমূলের) হয়ে মাঠে নামবেন দু'জনে ৷ তাই টিমের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভুলে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান মহুয়া-সুপ্রিয় ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : শত্রুতা ভুলে শনিবারের বারবেলায় সন্ধি স্থাপন ৷ দু' জনেই সাংসদ ৷ কিন্তু ভিন্ন দলের হয়ে ব্যাটিং করায় সংসদে তো বটেই, বিভিন্ন বিতর্ক সভায় একে অপরকে বাক্যবাণে বিঁধেছেন এতদিন ৷ কিন্তু সে সব এখন অতীত ৷ এখন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একই দলের দুই খিলাড়ি ৷ সুতরাং আর শত্রুতা নয়, একে অপরের প্রতি বাড়ালেন বন্ধুত্বের হাত ৷

শনিবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্ত্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ আর এরপরই টুইট করে বাবুলকে স্বাগত জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছু পরেই রিটুইট করে ধন্যবাদ জানান বাবুল সুপ্রিয় ৷ বাবুলের তৃণমূলে যোগদানের পর উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইটারে মহুয়া লেখেন, "অভিনন্দন ৷ আমার লোকসভার সহকর্মীকে স্বাগত। একসঙ্গে ব্যাটিং করার জন্য মুখিয়ে আছি। আগে যা ভিন্ন দলের হয়ে করতাম।" এর ঘণ্টা দু'য়েক পর রিটুইট করে বাবুল লেখেন, "অনেক অনেক ধন্যবাদ ৷" সঙ্গে স্মাইলির ইমোজি দিয়ে জানান, তিনি আবেগতাড়িত ৷

  • Congratulations and a very warm welcome to my LS colleague @SuPriyoBabul !

    Looking forward to batting together with the same fervour as we did in separate teams :-)

    — Mahua Moitra (@MahuaMoitra) September 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2017 সালের জানুয়ারি ৷ তখন বাবুল ছিলেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এক সদস্য ৷ একটি টিভি চ্যানেলের বিতর্কসভায় একদিকে ছিলেন বাবুল সুপ্রিয়, অন্যদিকে মহুয়া মৈত্র। যেখানে তাঁর সম্পর্কে বাবুল অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছিলেন মহুয়া। লাইভ বিতর্কসভা চলাকালীন বাবুল মহুয়ার উদ্দেশে বলেন, "মহুয়া আর ইউ অন মহুয়া" অর্থাৎ "মহুয়া তুমি কি মহুয়া খেয়ে আছো ?" মহুয়া হল একটি উত্তেজক পানীয় ৷ তাই বিতর্কসভায় বাবুলের এ হেন মন্তব্যের প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: মোদির ‘পছন্দের’ বাবুল রাজ্যসভায় নাকি রাজ্য মন্ত্রিসভায় ? জল্পনা তুঙ্গে

পরে মহুয়া বলেছিলেন, "ওর সঙ্গে আমার কোনও রকম বন্ধুত্ব নেই, কখনও কথা পর্যন্ত হয়নি। একজন মন্ত্রী হয়ে, টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে আমাকে অপমান করেছে ৷ একজন মহিলা হিসেবে আমার আইনি অধিকার আমি বুঝে নেব ৷" এই মন্তব্যের প্রেক্ষিতে আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া। মহিলার সম্মানহানির অভিযোগে বাবুলকে ভারতীয় দণ্ডবিধির 509 ধারায় অভিযুক্ত করে চার্জশিটও দেয় আদালত।

কিন্তু শনিবারের বারবেলায় কি তাহলে দু'জনের সন্ধি স্থাপনে বাবুল-মহুয়া বিতর্কের অবসান ঘটল ? এটা বলাই যায় ৷ কারণ এখন যে একই দলের (তৃণমূলের) হয়ে মাঠে নামবেন দু'জনে ৷ তাই টিমের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভুলে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান মহুয়া-সুপ্রিয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.