কলকাতা, 21 জুন : 1890 সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা । এই বছরের পঞ্জিকাটি নির্দিষ্ট সময়ের থেকে প্রায় তিন মাস দেরিতে ছাপা হল । প্রতিবছর চৈত্র মাসের শেষের দিকে বাজারে আসে এই পঞ্জিকা । তবে এবার আষাঢ় মাসে তা পাঠকের হাতে এল । যা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার ইতিহাসে ছন্দপতনই বলা চলে । কোরোনা সংক্রমণ এবং লকডাউনের জেরেই পিছিয়ে যায় পঞ্জিকা প্রকাশের সময় ।
বিশ্বব্যাপী এই পঞ্জিকার বিপুল চাহিদা রয়েছে । রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের মতো প্রসিদ্ধ ধর্মীয় সংগঠনগুলি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ পালন করে থাকে । বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রথম প্রকাশ 1297 বঙ্গাব্দ তথা ইংরেজি 1890 সালে । মাধব চন্দ্র চট্টোপাধ্যায় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রকাশ করেন সেই সময় থেকে । সেখান থেকে নির্মল চন্দ্র লাহিড়ি পঞ্জিকার ধারাবাহিকতাকে অটুট রেখেছিলেন । 1955 সালে ভারতের জন্য এক জাতীয় পঞ্জিকা বা ন্যাশনাল ক্যালেন্ডার এবং দৃকসিদ্ধ গণনা অনুযায়ী পঞ্জিকা রচনার সুপারিশ করা হয় । সেই সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করে । সেই অনুযায়ী প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা । ভারত সরকারের ছুটির ঘোষণা করা হয় এই পঞ্জিকা মেনেই । বিশুদ্ধ এবং নির্ভুল গণনা সমন্বিত পঞ্জিকা প্রণয়নের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাই উল্লেখযোগ্য মনে করেন ধর্মীয় সংগঠনের প্রধানরা ।
বৃন্দাবন মল্লিকের ফার্স্ট লাইনে অবস্থিত অ্যাস্ট্রো রিসার্চ বিউরো থেকে এই পঞ্জিকাটি প্রকাশ করা হয় । পঞ্জিকাটি সম্পাদনা করেন মনোজ কুমার লাহিড়ী । তাঁকে সম্পাদনায় সহযোগিতা করেন সুপর্ণ লাহিড়ী । এই বছর লকডাউনের কারণে বাংলার 1427 সালের পঞ্জিকাটি নির্দিষ্ট সময়ের তিনমাস পর প্রকাশ হল । পঞ্জিকাটি সম্পাদনা করতে গিয়ে কোনও সমস্যা না হলেও, লকডাউনের জন্য দেরিতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন সুপর্ণ লাহিড়ী । তিনি বলেন, "22 মার্চের আগেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রকাশিত হয় প্রতিবছর । লকডাউনের জন্য আমরা এবার তা প্রকাশ করতে পারিনি । কর্মীরা বাড়ি চলে গেছিলেন । আমফানের জেরে প্রচুর এলাকায় বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে । সেই কারণে লোক জোগাড় করে পঞ্জিকা প্রকাশ করতে তিন মাস দেরি হল । ভালো চাহিদা রয়েছে পঞ্জিকাটির । কয়েকজন ব্যবসায়ীর সমস্যা হয়েছে । অতীতে কখনও এরকম হয়নি । 1890 থেকে 2020 সাল পর্যন্ত যথাসময়ে পঞ্জিকা প্রকাশিত হয়েছে । এই প্রথম রেকর্ড ভাঙল ।" দু'শো টাকার বিনিময়ে রাজ্যের যে কোনও বইয়ের দোকানেই মিলবে এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা । পরের পঞ্জিকাটি প্রকাশনার ক্ষেত্রে বিলম্ব এড়াতে চলতি ইংরেজি বছরের শেষের দিকেই আগেভাগে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্জিকাটির প্রধান সম্পাদক মনোজ কুমার লাহিড়ী ।"