ETV Bharat / state

মরা গোরুর পেট চিরে বাংলাদেশে মাছের চারা পাচার, সন্ধান BSF-এর

নিষিদ্ধ কাফ সিরাপ , মাদক ছাড়া এবার বাংলাদেশে পাচার হচ্ছে মীন । তাও আবার মরা গোরুর পেট চিরে তার মধ্যে প্লাস্টিক ভরতি মীন ঢুকিয়ে পাচার করা হচ্ছে । গতকাল , কলকাতা সেক্টরের গোয়ালপাড়া আউটপোস্টে এমনই এক পাচারচক্রের সন্ধান পাওয়া যায় । তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি ।

Kolkata
কলকাতা
author img

By

Published : Jun 7, 2020, 7:46 AM IST

কলকাতা , 7 জুন : লকডাউনের জের । এবার ইদে বাংলাদেশে গোরু পাচার হয়নি বললেই চলে । মূলত নিষিদ্ধ কাফ সিরাপ , মাদক পাচারেই জোর দিয়েছে পাচারকারীরা । কিন্তু এরই মাঝে BSF সম্পূর্ণ একটি নতুন পাচারের সন্ধান পেল । তা হল মীন পাচার । মৃত গোরুর পেট চিরে তার মধ্যে মীন ভরে পাচার করা হচ্ছে । জানা গেছে , অনেকদিন ধরেই এই কাজ চলছে । তবে সামনে এল এই প্রথম ।

দেশের কয়েকটি রাজ্য যেমন অন্ধপ্রদেশ , কেরালা , ওড়িশা এবং পশ্চিমবঙ্গ মীন উৎপাদনে দক্ষিণ এশিয়ায় মধ্যে সেরা । গুণগত মানের দিক থেকে উৎকৃষ্ট । অন্যদিকে , বাংলাদেশে মাছের চাহিদা প্রবল । সেখানে ভারতে উৎপাদিত মীনের গুণগত মানের জন্য কদর রয়েছে । আর সেটাকেই এবার পাচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা । মূলত , উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় নদীর মাধ্যমে পাচার হচ্ছে মীন । কিন্তু সময়মতো , তা সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যায় ।

আপাত দৃষ্টিতে দেখে মনে হবে নদীতে ভাসছে মরা গোরু । তার পেটের মধ্যেও মীন ভরে যে পাচার হতে পারে তার ধারণা ছিল না । গতকাল , কলকাতা সেক্টরের গোয়ালপাড়া আউটপোস্টে এমনই এক পাচারচক্রের সন্ধান পাওয়া যায় । ইছামতীতে ভেসে যাওয়া মরা গোরুর পেটে ঢোকানো হয়েছিল প্লাস্টিক ভরতি মীন । পাচারকারীদের ভাষায় “ফিশ বল" । এক একটি প্লাস্টিকের ভিতর ছিল 8 থেকে 10 হাজার মীন । সন্দেহ হওয়ায় মরা গোরুগুলিকে পারে তুলে এনে এমনটাই আবিষ্কার করে সীমান্তরক্ষী বাহিনী । আর তাতেই এই পাচারচক্র ফাঁস হয় মরা গোরুর পেট চিরে মোট 12 টি ”ফিশ বল" উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী । মূলত বাংলাদেশের দিকে এই গোরুগুলিকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল । যাতে জলের টানে সেগুলিও দেশে পৌঁছে যায় । ঘটনায় কোনও পাচারকারীকে অবশ্য এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি । তবে আগামীদিনে এই বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর DIG এস.এস গুলেরিয়া ।

কলকাতা , 7 জুন : লকডাউনের জের । এবার ইদে বাংলাদেশে গোরু পাচার হয়নি বললেই চলে । মূলত নিষিদ্ধ কাফ সিরাপ , মাদক পাচারেই জোর দিয়েছে পাচারকারীরা । কিন্তু এরই মাঝে BSF সম্পূর্ণ একটি নতুন পাচারের সন্ধান পেল । তা হল মীন পাচার । মৃত গোরুর পেট চিরে তার মধ্যে মীন ভরে পাচার করা হচ্ছে । জানা গেছে , অনেকদিন ধরেই এই কাজ চলছে । তবে সামনে এল এই প্রথম ।

দেশের কয়েকটি রাজ্য যেমন অন্ধপ্রদেশ , কেরালা , ওড়িশা এবং পশ্চিমবঙ্গ মীন উৎপাদনে দক্ষিণ এশিয়ায় মধ্যে সেরা । গুণগত মানের দিক থেকে উৎকৃষ্ট । অন্যদিকে , বাংলাদেশে মাছের চাহিদা প্রবল । সেখানে ভারতে উৎপাদিত মীনের গুণগত মানের জন্য কদর রয়েছে । আর সেটাকেই এবার পাচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা । মূলত , উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় নদীর মাধ্যমে পাচার হচ্ছে মীন । কিন্তু সময়মতো , তা সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যায় ।

আপাত দৃষ্টিতে দেখে মনে হবে নদীতে ভাসছে মরা গোরু । তার পেটের মধ্যেও মীন ভরে যে পাচার হতে পারে তার ধারণা ছিল না । গতকাল , কলকাতা সেক্টরের গোয়ালপাড়া আউটপোস্টে এমনই এক পাচারচক্রের সন্ধান পাওয়া যায় । ইছামতীতে ভেসে যাওয়া মরা গোরুর পেটে ঢোকানো হয়েছিল প্লাস্টিক ভরতি মীন । পাচারকারীদের ভাষায় “ফিশ বল" । এক একটি প্লাস্টিকের ভিতর ছিল 8 থেকে 10 হাজার মীন । সন্দেহ হওয়ায় মরা গোরুগুলিকে পারে তুলে এনে এমনটাই আবিষ্কার করে সীমান্তরক্ষী বাহিনী । আর তাতেই এই পাচারচক্র ফাঁস হয় মরা গোরুর পেট চিরে মোট 12 টি ”ফিশ বল" উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী । মূলত বাংলাদেশের দিকে এই গোরুগুলিকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল । যাতে জলের টানে সেগুলিও দেশে পৌঁছে যায় । ঘটনায় কোনও পাচারকারীকে অবশ্য এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি । তবে আগামীদিনে এই বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর DIG এস.এস গুলেরিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.