ETV Bharat / state

ছটপুজোর পর রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মাছ ও কাছিম

ছটপুজোর জেরে রবীন্দ্র সরোবরে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছে । আজ লেকের জলে ভেসে উঠেছে মাছ ও কাছিম । পরিবেশবিদরা জানিয়েছেন, পুজোর পর জলে দূষণের তীব্রতা এতটাই বেড়েছে যে, ছোটো মাছের পাশাপাশি প্রমাণ মাপের কাতলা মাছেরও মৃত্যু হয়েছে ।

দেখুন
author img

By

Published : Nov 4, 2019, 8:00 PM IST

কলকাতা , 4 নভেম্বর: গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অমান্য করে এ বছর রবীন্দ্র সরোবরে গেটের তালা ভেঙে ছটপুজো হয় । ছটপুজোর সামগ্রী থেকে লেকের জলে দুষণ ছড়িয়েছে । আজ লেকের জলে ভেসে উঠেছে মাছ ও কাছিম । পরিবেশবিদরা জানিয়েছেন, পুজোর পর জলে দূষণের তীব্রতা এতটাই বেড়েছে যে, ছোটো মাছের পাশাপাশি প্রমাণ মাপের কাতলা মাছও মারা গিয়েছে ।

লেকের জলে ছটপুজোর ফুল, তেল সহ পুজোর বিভিন্ন সামগ্রী জলে মেশায় মাছের মড়ক লেগেছে বলে প্রাথমিক অনুমান লেকের কর্মীদের । আজ সকাল থেকে পৌরকর্মীরা রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার শুরু করে । সেই সময় মৃত মাছ ও কাছিম পৌরকর্মীদের নজরে আসে ।

পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, " এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । গ্রিন ট্রাইবুনালের নির্দেশ না মেনে যেভাবে রবীন্দ্র সরোবরের মত জাতীয় সম্পদ নষ্ট করা হয়েছে, তা নিন্দনীয় । প্রশাসনকে বলব, দ্রুত লেক পরিষ্কার করে তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক ।"

কলকাতা , 4 নভেম্বর: গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অমান্য করে এ বছর রবীন্দ্র সরোবরে গেটের তালা ভেঙে ছটপুজো হয় । ছটপুজোর সামগ্রী থেকে লেকের জলে দুষণ ছড়িয়েছে । আজ লেকের জলে ভেসে উঠেছে মাছ ও কাছিম । পরিবেশবিদরা জানিয়েছেন, পুজোর পর জলে দূষণের তীব্রতা এতটাই বেড়েছে যে, ছোটো মাছের পাশাপাশি প্রমাণ মাপের কাতলা মাছও মারা গিয়েছে ।

লেকের জলে ছটপুজোর ফুল, তেল সহ পুজোর বিভিন্ন সামগ্রী জলে মেশায় মাছের মড়ক লেগেছে বলে প্রাথমিক অনুমান লেকের কর্মীদের । আজ সকাল থেকে পৌরকর্মীরা রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার শুরু করে । সেই সময় মৃত মাছ ও কাছিম পৌরকর্মীদের নজরে আসে ।

পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, " এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । গ্রিন ট্রাইবুনালের নির্দেশ না মেনে যেভাবে রবীন্দ্র সরোবরের মত জাতীয় সম্পদ নষ্ট করা হয়েছে, তা নিন্দনীয় । প্রশাসনকে বলব, দ্রুত লেক পরিষ্কার করে তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক ।"

Intro:04-11-19


সুজয় ঘোষ কলকাতা


কলকাতা: গ্রিন ট্রাইবুনাল কোর্টের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবর লেক তালা ভেঙে ছট পুজো করেন স্থানীয় বাসিন্দারা যার জেরে আজ ভয়াবহ পরিস্থিতি দেখা গেল রবীন্দ্র সরোবর। লেকের জলে ভেসে উঠলো মাছ ,কচ্ছপ। জলে দূষণের তীব্রতা এতটাই 5 থেকে 10 কেজি সাইজের কাতলা মাছ মারা গিয়েছে।

মূলত জলেতে প্রচুর পরিমাণে ছট পূজার ফুল সহ পুজোর সামগ্রিক জলের মধ্যে পড়ায় এই সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া আজ সকাল থেকে পুরো কর্মীরা রবীন্দ্র সরোবর লেকের জল পরিষ্কার নামে। পুরো কর্মীদের প্রথমে নজরে আসে রবীন্দ্র সরোবর এর এই চিত্র। এই ঘটনা পরিবেশ প্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন।

পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ওর যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ না মেনে স্থানীয় পুণ্যার্থীরা যেভাবে রবীন্দ্র সরোবর এর মত জাতীয় একটি সম্পর্কে নষ্ট করেছে সেটা সত্যিই নিন্দার যোগ্য। প্রশাসনকে বলব দ্রুত পুরো কর্মীরা গোটা লেক চত্বর যেন পরিষ্কার করে পুরনো অবস্থায় রবীন্দ্র সরোবর কে ফিরিয়ে দেয়।Body:CopyConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.