ETV Bharat / state

Vande Bharat Sleeper Class: ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

Vande Bharat Sleeper Express: ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত ৷ ক্রমশ যা জনপ্রিয় হচ্ছে দেশজুড়ে ৷ এবার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করতে চলেছে রেল ৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ট্রেনের কামরার নকশা ৷ যা দেখে অনেকের প্রশ্ন, এটা কি ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল !

Vande Bharat Sleeper Class/PHOTO - X
Vande Bharat Sleeper Class/PHOTO - X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:25 PM IST

কলকাতা, 3 অক্টোবর: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই চালু হয়ে যেতে পারে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের পরিষেবা । অন্তত সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল বোর্ড । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই প্রোটোটাইপ ট্রেনের কিছু ছবি । যদিও রেল মন্ত্রকের তরফে এই বিষয় এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি । তবে ছবিতে একেবারে ঝাঁ চকচকে স্মার্ট লুক স্লিপার বন্দে ভারতের । যা একটি বিলাসবহুল হোটেল রুমের চেয়ে কিছু অংশে কম নয় । অন্তত তেমনটাই দেখা যাচ্ছে ছবিতে ।

রেল সূত্রে জানা গিয়েছে যে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে স্লিপার বন্দে ভারতের প্রোটোটাইপ । যার নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে । এই আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে একাধিক পরিবর্তন করার পরেই চূড়ান্ত করা হয়েছে নকশা । অর্থাৎ যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনোরকম আপোষ করতে চায় না রেলমন্ত্রক । চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ ও ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই নয়া নকশা ।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই স্লিপার বন্দে ভারতে এতে 857টি বার্থ থাকবে । স্লিপার বন্দে ভারতে যাত্রীদের জন্য থাকবে মোট 823টি বার্থ । ট্রেনের কর্মীদের জন্য থাকবে 34টি বার্থ । প্রতিটি কোচে চারটির পরিবর্তে তিনটি করে শৌচালয় থাকবে । এছাড়াও প্রতিটি কোচে থাকবে একটি মিনি প্যান্ট্রি । এই ট্রেন তৈরি করছে আইসিএফ । আগামী বছরের মার্চ মাসের মধ্যেই একেবারে প্রস্তুত হয়ে যাবে প্রথম ট্রেনটি ।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, যেহেতু এই স্লিপার ট্রেনগুলো অনেক বেশি দূরত্বে যাতায়াত করবে, তাই যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে । কোচগুলিকে অনেক বেশি আরামদায়ক ও যাত্রীবান্ধব করা হয়েছে । এমনকি উপরের বার্থে ওঠার জন্য যে সিঁড়িগুলি তৈরি করা হয়েছে, সেগুলিও এমনভাবেই তৈরি হয়েছে, যাতে যাত্রীদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে কোনও সমস্যা না হয় ।

ধাপে ধাপে তৈরি হবে আরও বন্দে ভারত স্লিপার ট্রেন । এইরকম 120টি স্লিপার ট্রেন তৈরি করার জন্য রেলমন্ত্রক রাশিয়ার এক সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে । এছাড়াও এই সংস্থা আগামী প্রায় 35 বছর ওই ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণও করবে । বর্তমানে দেশ জুড়ে 24টি রাজ্যে 33টি চেয়ারকার বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চলছে । বাংলায় পাঁচটি চেয়ারকার বন্দে ভারত এক্সপ্রেস চলছে । প্রায় 12 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনগুলো এবং 160টি স্টেশনকে যুক্ত করে ।

আরও পড়ুন: মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন! অত্যাধুনিক ব্যবস্থাপনা পূর্ব রেলের

কলকাতা, 3 অক্টোবর: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই চালু হয়ে যেতে পারে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের পরিষেবা । অন্তত সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ভারতীয় রেল বোর্ড । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই প্রোটোটাইপ ট্রেনের কিছু ছবি । যদিও রেল মন্ত্রকের তরফে এই বিষয় এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি । তবে ছবিতে একেবারে ঝাঁ চকচকে স্মার্ট লুক স্লিপার বন্দে ভারতের । যা একটি বিলাসবহুল হোটেল রুমের চেয়ে কিছু অংশে কম নয় । অন্তত তেমনটাই দেখা যাচ্ছে ছবিতে ।

রেল সূত্রে জানা গিয়েছে যে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে স্লিপার বন্দে ভারতের প্রোটোটাইপ । যার নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে । এই আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে একাধিক পরিবর্তন করার পরেই চূড়ান্ত করা হয়েছে নকশা । অর্থাৎ যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনোরকম আপোষ করতে চায় না রেলমন্ত্রক । চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ ও ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই নয়া নকশা ।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই স্লিপার বন্দে ভারতে এতে 857টি বার্থ থাকবে । স্লিপার বন্দে ভারতে যাত্রীদের জন্য থাকবে মোট 823টি বার্থ । ট্রেনের কর্মীদের জন্য থাকবে 34টি বার্থ । প্রতিটি কোচে চারটির পরিবর্তে তিনটি করে শৌচালয় থাকবে । এছাড়াও প্রতিটি কোচে থাকবে একটি মিনি প্যান্ট্রি । এই ট্রেন তৈরি করছে আইসিএফ । আগামী বছরের মার্চ মাসের মধ্যেই একেবারে প্রস্তুত হয়ে যাবে প্রথম ট্রেনটি ।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, যেহেতু এই স্লিপার ট্রেনগুলো অনেক বেশি দূরত্বে যাতায়াত করবে, তাই যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে । কোচগুলিকে অনেক বেশি আরামদায়ক ও যাত্রীবান্ধব করা হয়েছে । এমনকি উপরের বার্থে ওঠার জন্য যে সিঁড়িগুলি তৈরি করা হয়েছে, সেগুলিও এমনভাবেই তৈরি হয়েছে, যাতে যাত্রীদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে কোনও সমস্যা না হয় ।

ধাপে ধাপে তৈরি হবে আরও বন্দে ভারত স্লিপার ট্রেন । এইরকম 120টি স্লিপার ট্রেন তৈরি করার জন্য রেলমন্ত্রক রাশিয়ার এক সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে । এছাড়াও এই সংস্থা আগামী প্রায় 35 বছর ওই ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণও করবে । বর্তমানে দেশ জুড়ে 24টি রাজ্যে 33টি চেয়ারকার বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চলছে । বাংলায় পাঁচটি চেয়ারকার বন্দে ভারত এক্সপ্রেস চলছে । প্রায় 12 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনগুলো এবং 160টি স্টেশনকে যুক্ত করে ।

আরও পড়ুন: মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন! অত্যাধুনিক ব্যবস্থাপনা পূর্ব রেলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.