ETV Bharat / state

100 কোটি খরচে তৈরি পাইপ লাইন, জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে বেহালা ?

বেহালাবাসীদের নতুন ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন উপহার দিল কলকাতা পৌরনিগম । উপকৃত হবেন 5টি ওয়ার্ডের বাসিন্দা । 7 কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন পাততে খরচ হয়েছে 100 কোটি ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 28, 2019, 5:45 PM IST

কলকাতা, 28 জুলাই : জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেহালাবাসীদের নতুন ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন উপহার দিল কলকাতা পৌরনিগম । 7 কিলোমিটার দীর্ঘ এই নতুন পাইপ লাইন জেমস লং সরণি বরাবর জোকা পর্যন্ত বিস্তৃত ৷ এই নিকাশি ব্যবস্থার ফলে 123, 124 ,125, 143 ও 144- এই পাঁচ ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন । আজ মেয়র ফিরহাদ হাকিম এই নতুন নিকাশি পাইপ লাইন উদ্বোধন করেন । কলকাতা এনভায়রমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোজেক্ট এর আওতায়, মাইক্রোটানেলিং সিস্টেমে এই নতুন নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে ৷ কংক্রিটের পাইপের মধ্যে জল প্রতিরোধক ধাতব প্রলেপ দেওয়া হয়েছে । যাতে কোনওভাবেই দূষিত জল বাইরে বেরিয়ে যেতে না পারে ।

এখনও এই পাইপলাইনের বেশ কয়েকটি কানেকটিং লাইনের কাজ চলছে ৷ সেই কাজ শেষ হলেই চালু হবে নিকাশি ব্যবস্থা ৷ পৌরনিগম সূত্রে খবর, 15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ ।

Behala
নিকাশি পাইপ লাইন পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, 2017 সালের 8 ফেব্রুয়ারি পাইপ লাইনের কাজ শুরু হয়েছিল । প্রায় 30 মাস ধরে চলেছে কাজ । এই ব্যবস্থা চালু হলে খুব দ্রুত বৃষ্টির জল নেমে যাবে । নিকাশি পাইপের মাধ্যমে জল গিয়ে পড়বে জোকা পাম্পিং স্টেশনে । সেখান থেকে তা চলে যাবে গঙ্গায় ।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় ৷ জেমস লং সরণি বরাবর 7 কিলোমিটার দীর্ঘ এই নিকাশি ব্যবস্থা তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছে ।

ফিরহাদ বলেন, "বেহালার মানুষকে দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগতে হচ্ছে । কাউন্সিলর হিসেবে জেতার পর বেহালার মানুষের জন্য এই কাজ করতে পেরে গর্বিত ।"

কলকাতা, 28 জুলাই : জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেহালাবাসীদের নতুন ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন উপহার দিল কলকাতা পৌরনিগম । 7 কিলোমিটার দীর্ঘ এই নতুন পাইপ লাইন জেমস লং সরণি বরাবর জোকা পর্যন্ত বিস্তৃত ৷ এই নিকাশি ব্যবস্থার ফলে 123, 124 ,125, 143 ও 144- এই পাঁচ ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন । আজ মেয়র ফিরহাদ হাকিম এই নতুন নিকাশি পাইপ লাইন উদ্বোধন করেন । কলকাতা এনভায়রমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোজেক্ট এর আওতায়, মাইক্রোটানেলিং সিস্টেমে এই নতুন নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে ৷ কংক্রিটের পাইপের মধ্যে জল প্রতিরোধক ধাতব প্রলেপ দেওয়া হয়েছে । যাতে কোনওভাবেই দূষিত জল বাইরে বেরিয়ে যেতে না পারে ।

এখনও এই পাইপলাইনের বেশ কয়েকটি কানেকটিং লাইনের কাজ চলছে ৷ সেই কাজ শেষ হলেই চালু হবে নিকাশি ব্যবস্থা ৷ পৌরনিগম সূত্রে খবর, 15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ ।

Behala
নিকাশি পাইপ লাইন পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, 2017 সালের 8 ফেব্রুয়ারি পাইপ লাইনের কাজ শুরু হয়েছিল । প্রায় 30 মাস ধরে চলেছে কাজ । এই ব্যবস্থা চালু হলে খুব দ্রুত বৃষ্টির জল নেমে যাবে । নিকাশি পাইপের মাধ্যমে জল গিয়ে পড়বে জোকা পাম্পিং স্টেশনে । সেখান থেকে তা চলে যাবে গঙ্গায় ।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় ৷ জেমস লং সরণি বরাবর 7 কিলোমিটার দীর্ঘ এই নিকাশি ব্যবস্থা তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়েছে ।

ফিরহাদ বলেন, "বেহালার মানুষকে দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগতে হচ্ছে । কাউন্সিলর হিসেবে জেতার পর বেহালার মানুষের জন্য এই কাজ করতে পেরে গর্বিত ।"

Intro:জমা জলের যন্ত্রনা থেকে মুক্তি দিতে বেহালা বাসীর জন্য চালু হলো নতুন পাইপলাইন।জেমস লং সরণি থেকে জোকা অব্দি বিস্তৃত এই নতুন পাইপ লাইন। 123, 124 ,125 ও 143ও 144 নম্বর ওয়ার্ডের মানুষরা উপকৃত হবে। আজ মেয়র ফিরহাদ হাকিম এই নতুন পাইপ লাইন উদ্বোধন করেন।কলকাতা environment ইনপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট এর আওতায়, বেহালায় তৈরি হলো মাইক্রোটানেলিং সিস্টেম এ নতুন নিকাশি ব্যবস্থা। জেমস লং সরণি ধরে এই 7 কিলোমিটার নিকাশি ব্যবস্থার কাজ শেষ হলো।15 দিন পর থেকেই নিকাশি ব্যবস্থা চালু করা হবে এখানে।কয়েকটা এলাকার কানেকটিং লাইন এর কাজ চলছে সেটা শেষ হলেই পুরোপুরি ভাবে সম্পুর্ন হবে এই কাজ।Body:এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাকের লোন নিয়ে ।প্রায় 100 কোটি টাকা খরচ করা হয়েছে জেমস লং সারানী বরাবর 7 km এই নিকাশি ব্যবস্থা তৈরি করতে। এই কাজের ফলে চিরাচরিত জমা জলের যন্ত্রনা ভোগ করে আসা ওয়ার্ড নাম্বার123 এর কিছু অংশ, 124পুরো, 125 পুরো,143 পুরো ও 144 এর কিছু অংশ উপকৃত হবে। অর্থাৎ, শীল পাড়া, বাস্কেটবল গ্রাউন্ড, ঠাকুরপুকুর, জোকা র একটা অংশ উপকৃত হবে।Conclusion: 8.2.2017 কাজ শুরু হয়েছিল এই পাইপ লাইনের কাজ। এই নিকাশি মাধ্যমে সম্পূর্ণ জল গিয়ে পড়বে জোকা পাম্পিং স্টেশন। মেয়র জানিয়েছেন বেহালার মানুষকে দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগতে হচ্ছে।কাউন্সিলর পদে আসন্ন হওয়ার পর বেহালার মানুষের জন্য এই কাজ করতে পেরে গর্বিত বললেন মেয়র ফিরহাদ হাকিম। সময় মত কাজ শেষ করতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন তিনি। বেহালার মানুষের কাছে এটা তার অর্পণ বললেন তিনি। ভোটের রাজনীতির জন্য নয় মানুষের সেবা করতে ভাল লাগে তাই করি।
কংক্রিটের পাইপের মধ্যে p লাইনার নামক উপকর দিয়ে বেড় দেওয়া হয়েছে।যাতে কোনোভাবেই দূষিত জল বাইরে না বেরিয়ে যায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.