ETV Bharat / state

সল্টলেকের বহুতলে আগুন

আগুন লাগল সল্টলেকের একটি IT কম্পানির অফিসে । বিল্ডিংয়ের 10তলায় আগুন লাগে । দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছেছে । পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু ।

fire
আগুন
author img

By

Published : May 10, 2020, 1:47 PM IST

কলকাতা, 10 মে : সল্টলেক সেক্টর ফাইভের বহুতলের 10 তলায় ভয়াবহ আগুন। ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ।

জানা গেছে, ওই বহুতলের একটি IT কম্পানির অফিসে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে । আগুন সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে । ফায়ার অ্যালার্ম বাজার পর সবাই তড়িঘড়ি বিল্ডিং খালি করে দেন । এরপরই দমকলকে খবর দেওয়া হয় ।

দমকলমন্ত্রী সুজিত বসু খবর পেয়ে ঘটনাস্থানে আসেন । খতিয়ে দেখেন পরিস্থিতি । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান । কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে হতাহতের কোনও খবর নেই ।

কলকাতা, 10 মে : সল্টলেক সেক্টর ফাইভের বহুতলের 10 তলায় ভয়াবহ আগুন। ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ।

জানা গেছে, ওই বহুতলের একটি IT কম্পানির অফিসে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে । আগুন সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে । ফায়ার অ্যালার্ম বাজার পর সবাই তড়িঘড়ি বিল্ডিং খালি করে দেন । এরপরই দমকলকে খবর দেওয়া হয় ।

দমকলমন্ত্রী সুজিত বসু খবর পেয়ে ঘটনাস্থানে আসেন । খতিয়ে দেখেন পরিস্থিতি । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান । কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে হতাহতের কোনও খবর নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.