ETV Bharat / state

Dilip Mahalanabis Passes Away: প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

author img

By

Published : Oct 16, 2022, 6:27 PM IST

প্রয়াত ওআরএসের (ORS) জনক তথা বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ (Dilip Mahalanabis)। 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন।

Dilip Mahalanabis Passes Away
প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

কলকাতা, 16 অক্টোবর: প্রয়াত ওআরএস-(ORS) এর জনক প্রফেসর দিলীপ মহলানবিশ (Dilip Mahalanabis) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। বহুদিন বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওই চিকিৎসক।

একাত্তরের যুদ্ধের সময় বাংলাদেশে থাবা বসিয়েছিল কলেরা। একাধিক মানুষ আক্রান্ত হয়েছিল। গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ে সংক্রমণ। সেই সময় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন এই ডাক্তারবাবু। চিনি এবং নুন জলে মিশিয়ে তিনি একটি তরল তৈরি করেন। কলেরা এবং ডায়েরিয়া আক্রান্তদের উপর তা প্রয়োগ করতে থাকেন দিলীপবাবু। আর তা রীতিমতো ম্যাজিকের মতো কাজ করে।

বাংলাদেশ যুদ্ধের সময় বনগাঁর একটি রিফিউজি ক্যাম্পে মেডিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতায় অবস্থিত জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (Johns Hopkins University Center for Medical Research and Training)-এর সহায়তায় কলেরা রোগীদের ওরাল রিহাইড্রেশন থেরাপি দেওয়া শুরু করা হয়।

আরও পড়ুন: রোগী মত্যু ঘিরে উত্তপ্ত নিউটাউন, ভাঙচুর চিকিৎসকের চেম্বার

এই বাঙালি চিকিৎসক এবং তাঁর দলের সদস্যরা রোগীদের টেবিল সল্ট , বেকিং সোডা এবং কর্মাশিয়াল গ্লুকোজ দিয়ে একটি মিশ্রণ তৈরি করেন। সেই মিশ্রণ অর্থাৎ ওআরএস (ORS) দেওয়া শিখিয়ে দেওয়া হয় ওই ক্যাম্পে ভর্তি থাকা রোগীদের মা-বোন বা পরিবারের সদস্যদের। এই উদ্যোগে বহু মানুষের প্রাণ বাঁচে। পরে ওআরএস (ORS)-কে স্বীকৃতি দেওয়া হয়। 1958 সালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেন তিনি। পরে লন্ডন থেকে ডিসিএইচ ডিগ্রিও লাভ করেন। বিশিষ্ট এই চিকিৎসকের প্রয়াণে শোকাহত চিকিৎসক মহল। তবে দীর্ঘদিন লড়াই চাইলেছেন তিনি। তাতেও মিলল না সুরাহা।

কলকাতা, 16 অক্টোবর: প্রয়াত ওআরএস-(ORS) এর জনক প্রফেসর দিলীপ মহলানবিশ (Dilip Mahalanabis) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। বহুদিন বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওই চিকিৎসক।

একাত্তরের যুদ্ধের সময় বাংলাদেশে থাবা বসিয়েছিল কলেরা। একাধিক মানুষ আক্রান্ত হয়েছিল। গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ে সংক্রমণ। সেই সময় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন এই ডাক্তারবাবু। চিনি এবং নুন জলে মিশিয়ে তিনি একটি তরল তৈরি করেন। কলেরা এবং ডায়েরিয়া আক্রান্তদের উপর তা প্রয়োগ করতে থাকেন দিলীপবাবু। আর তা রীতিমতো ম্যাজিকের মতো কাজ করে।

বাংলাদেশ যুদ্ধের সময় বনগাঁর একটি রিফিউজি ক্যাম্পে মেডিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশ। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতায় অবস্থিত জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (Johns Hopkins University Center for Medical Research and Training)-এর সহায়তায় কলেরা রোগীদের ওরাল রিহাইড্রেশন থেরাপি দেওয়া শুরু করা হয়।

আরও পড়ুন: রোগী মত্যু ঘিরে উত্তপ্ত নিউটাউন, ভাঙচুর চিকিৎসকের চেম্বার

এই বাঙালি চিকিৎসক এবং তাঁর দলের সদস্যরা রোগীদের টেবিল সল্ট , বেকিং সোডা এবং কর্মাশিয়াল গ্লুকোজ দিয়ে একটি মিশ্রণ তৈরি করেন। সেই মিশ্রণ অর্থাৎ ওআরএস (ORS) দেওয়া শিখিয়ে দেওয়া হয় ওই ক্যাম্পে ভর্তি থাকা রোগীদের মা-বোন বা পরিবারের সদস্যদের। এই উদ্যোগে বহু মানুষের প্রাণ বাঁচে। পরে ওআরএস (ORS)-কে স্বীকৃতি দেওয়া হয়। 1958 সালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেন তিনি। পরে লন্ডন থেকে ডিসিএইচ ডিগ্রিও লাভ করেন। বিশিষ্ট এই চিকিৎসকের প্রয়াণে শোকাহত চিকিৎসক মহল। তবে দীর্ঘদিন লড়াই চাইলেছেন তিনি। তাতেও মিলল না সুরাহা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.