ETV Bharat / state

সকালে ফের ধোঁয়া মধ্য কলকাতার বহুতলে, পৌঁছাল দমকলের ইঞ্জিন - আগুন

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । সকাল সাতটা পর্যন্ত চলে কুলিং করার কাজ । দমকলের পক্ষ থেকে রাতেই কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন । কিন্তু এরপরই বিল্ডিংয়ের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হতে দেখা যায় ।

Kolkata
সকালে ফের ধোঁয়া আবাসনে, পৌঁছাল দমকলের ইঞ্জিন
author img

By

Published : Oct 17, 2020, 8:26 AM IST

Updated : Oct 17, 2020, 9:20 AM IST

কলকাতা , 17 অক্টোবর : মধ্য কলকাতার এক বহুতলে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । আজ সকাল 7টা পর্যন্ত কুলিং-এর কাজ করেন দমকলকর্মীরা । কিন্তু ভবনের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে । ঘটনাস্থানে রয়েছে কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না ।

রাত সাড়ে দশটা নাগাদ এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে 31 নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি সাত তলা ভবনের একতলায় আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে তা পর্যন্ত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন । বিল্ডিংয়ের মধ্যেই আটকে পড়েন অনেকে । প্রাণ বাঁচতে অনেকে ছাদে উঠে পড়েন । খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকল । আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । আগুন নেভাতে ব্যবহার করা হয় স্কাই ল্যাডার । স্থানীয় বাসিন্দা, দমকল ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সাহায্যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয় । ঘটনায় ছয় থেকে সাতজন আহত হয়েছেন । মৃত্যু হয়েছে দু'জনের । তার মধ্যে একজন 14 বছরের কিশোর এবং অন্যজন বৃদ্ধা বলে জানা গিয়েছে ।

সকালে ফের ধোঁয়া আবাসনে, পৌঁছাল দমকলের ইঞ্জিন

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । সকাল সাতটা পর্যন্ত চলে কুলিং করার কাজ চলে । দমকলের পক্ষ থেকে রাতেই কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন । কিন্তু এরপরই বিল্ডিংয়ের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হতে দেখা যায় ।

কলকাতা , 17 অক্টোবর : মধ্য কলকাতার এক বহুতলে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । আজ সকাল 7টা পর্যন্ত কুলিং-এর কাজ করেন দমকলকর্মীরা । কিন্তু ভবনের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে । ঘটনাস্থানে রয়েছে কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না ।

রাত সাড়ে দশটা নাগাদ এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে 31 নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি সাত তলা ভবনের একতলায় আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে তা পর্যন্ত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন । বিল্ডিংয়ের মধ্যেই আটকে পড়েন অনেকে । প্রাণ বাঁচতে অনেকে ছাদে উঠে পড়েন । খবর পেয়েই ঘটনাস্থানে আসে দমকল । আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । আগুন নেভাতে ব্যবহার করা হয় স্কাই ল্যাডার । স্থানীয় বাসিন্দা, দমকল ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সাহায্যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয় । ঘটনায় ছয় থেকে সাতজন আহত হয়েছেন । মৃত্যু হয়েছে দু'জনের । তার মধ্যে একজন 14 বছরের কিশোর এবং অন্যজন বৃদ্ধা বলে জানা গিয়েছে ।

সকালে ফের ধোঁয়া আবাসনে, পৌঁছাল দমকলের ইঞ্জিন

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল । সকাল সাতটা পর্যন্ত চলে কুলিং করার কাজ চলে । দমকলের পক্ষ থেকে রাতেই কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন । কিন্তু এরপরই বিল্ডিংয়ের ছয়তলা থেকে ফের ধোঁয়া বের হতে দেখা যায় ।

Last Updated : Oct 17, 2020, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.