ETV Bharat / state

কলকাতায় ফের পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা, সামনে সেই অবসাদের তত্ত্ব

মা-বাবার সম্পর্ক ভালো নয় । অবসাদে আত্মহত্যার চেষ্টা ইঞ্জিনিয়রিং পড়ুয়ার ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 28, 2019, 6:11 AM IST

Updated : Jun 28, 2019, 1:21 PM IST

কলকাতা, 28 জুন : কৃত্তিকার আত্মহত্যা যেন সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছে পড়ুয়াদের মধ্যে । ফের আত্মহত্যার চেষ্টা করল এক পড়ুয়া । একই কায়দায় । তবে, এবার আর স্কুল পড়ুয়া নয় । স্কুলের বাথরুমেও নয় । বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করল এক ইঞ্জিনিয়রিং পড়ুয়া ।

আরও পড়ুন : কেউ ভালোবাসে না, স্কুলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

পুলিশ সূত্রে খবর, বাঘাযতীনের কাছে একটি মেসে থাকতেন ওই পড়ুয়া । গত রাতে সেখানেই রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন অন্য এক পড়ুয়া । বাঁ হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল প্রবলভাবে । সহপাঠীকে এইভাবে পড়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন ওই পড়ুয়া । তার চিৎকারে শুনে ছুটে আসে ওই বাড়ির মালিক ও প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ । ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই পড়ুয়া ।

আরও পড়ুন : পারিপার্শ্বিক চাপ থেকেই আত্মহত্যা ? কৃত্তিকা মৃত্যু রহস্যের উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারীরা

শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুলিশ ওই পড়ুয়ার সঙ্গে কথা বলে কারণ জানার চেষ্টা করে । জানা যায়, পারিবারিক কিছু সমস্যার কথা । সূত্রের খবর, ওই পড়ুয়ার বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয় । সেই কারণেই তিনি অবহেলার শিকার বলে বদ্ধমূল ধারণা হয়েছিল তার । আর তা থেকেই মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক । সেই সূত্রেই বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া ।

কলকাতা, 28 জুন : কৃত্তিকার আত্মহত্যা যেন সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছে পড়ুয়াদের মধ্যে । ফের আত্মহত্যার চেষ্টা করল এক পড়ুয়া । একই কায়দায় । তবে, এবার আর স্কুল পড়ুয়া নয় । স্কুলের বাথরুমেও নয় । বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করল এক ইঞ্জিনিয়রিং পড়ুয়া ।

আরও পড়ুন : কেউ ভালোবাসে না, স্কুলের শৌচাগারে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

পুলিশ সূত্রে খবর, বাঘাযতীনের কাছে একটি মেসে থাকতেন ওই পড়ুয়া । গত রাতে সেখানেই রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন অন্য এক পড়ুয়া । বাঁ হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল প্রবলভাবে । সহপাঠীকে এইভাবে পড়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন ওই পড়ুয়া । তার চিৎকারে শুনে ছুটে আসে ওই বাড়ির মালিক ও প্রতিবেশীরা । খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ । ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই পড়ুয়া ।

আরও পড়ুন : পারিপার্শ্বিক চাপ থেকেই আত্মহত্যা ? কৃত্তিকা মৃত্যু রহস্যের উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারীরা

শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুলিশ ওই পড়ুয়ার সঙ্গে কথা বলে কারণ জানার চেষ্টা করে । জানা যায়, পারিবারিক কিছু সমস্যার কথা । সূত্রের খবর, ওই পড়ুয়ার বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয় । সেই কারণেই তিনি অবহেলার শিকার বলে বদ্ধমূল ধারণা হয়েছিল তার । আর তা থেকেই মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক । সেই সূত্রেই বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া ।

Intro:কলকাতা, ২৭ জুন: কৃত্তিকার আত্মহত্যা যেন সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছে পড়ুয়াদের মধ্যে। ফের আত্মহত্যার চেষ্টা করল এক পড়ুয়া। একই কায়দায়।তবে এবার আর স্কুল পড়ুয়া নয়। স্কুলের বাথরুমেও নয়। আজ আত্মহত্যার চেষ্টা করল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। Body:পুলিশ সূত্রে খবর, বাঘাযতীনের কাছে একটি মেসে থাকেন ওই পড়ুয়া। গত রাতে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য এক পড়ুয়া। তার বাঁহাতে গভীর ক্ষত। রক্ত ক্ষরণ হচ্ছে প্রবলভাবে। দেখার পরেই চিৎকার জুড়ে দেন ওই পড়ুয়া। তার চিৎকারে আসে ওই বাড়ির মালিক এবং কয়েকজন প্রতিবেশী। খবর যায় পুলিশে। তড়িঘড়ি যাদবপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনা স্থানে। ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাইপাশ লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে। প্রাণে বেঁচে যায় ওই পড়ুয়া।
Conclusion:কিছুটা স্থিতিশীল হওয়ার পর পুলিশ তার সঙ্গে কথা বলে কারণ জানার চেষ্টা করে। জানা যায়, পারিবারিক কিছু সমস্যার কথা। সূত্র জানাচ্ছে, ওই পড়ুয়ার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয়। সেই কারণেই তিনি অবহেলার শিকার বলে বদ্ধমূল ধারণা হয়েছিল তার। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক। সেই সূত্রেই আত্মহত্যার চেষ্টা। এদিকে পরপর এই ধরনের ঘটনায় কপালে ভাঁজ পড়েছে পুলিশের।


Last Updated : Jun 28, 2019, 1:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.