কলকাতা, 3 জানুয়ারি: প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen Passes Away) । বয়স হয়েছিল 89 বছর । সোমবারই তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল । মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা (Eminent Rabindra Sangeet Artist Sumitra Sen) ।
তিনি রেখে গেলেন দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনকে । দু'জনেই বাংলা সংগীত জগতে যথেষ্ট সুনামের অধিকারিনী । অতি সংকটজনক অবস্থায় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেনকে গত 21 ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । চিকিৎসকদের কথা অনুযায়ী তিনি ভুগছিলেন ব্রঙ্কোনিউমোনিয়ায় । বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা। সোমবার মা'কে সপ্তপর্ণীতে ফিরিয়ে আনেন শ্রাবণী এবং ইন্দ্রাণী সেন।
আরও পড়ুন: মৃত্যু মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে, সুচিত্রার পাশের আসনে সুমিত্রাও
ছোটবেলাতেই 'গীতবিতান'-এ গান শেখা শুরু তাঁর । 'বৈতানিক'-এও সংগীতের পাঠ নেন । তবে, প্রাথমিক পাঠ মায়ের কাছেই । পরবর্তীকালে শিক্ষাগুরু হিসেবে অনাদি দস্তিদার, প্রদ্যুত নারায়ণ, সুরেন চক্রবর্তী, শ্রীমতি রাধারানি, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত ব্যক্তিত্বদের ৷ এরপর ধীরে ধীরে প্রথিতযশা সুমিত্রা সেন হয়ে ওঠা ৷ প্রথম রেকর্ডিং শুরু কিন্তু রবীন্দ্রসংগীত নয়, নজরুলগীতি দিয়ে ৷ 1951 সালে দু'টি নজরুলগীতি 'গোঠের রাখাল বলে দে রে' আর 'বেদনার বেদী তলে' দিয়ে শিল্পী হিসাবে সুমিত্রার আত্মপ্রকাশ ৷ তখনও অবশ্য তিনি সুমিত্রা দাশগুপ্ত ৷ ছয়ের দশকের ছবিতেও গলা দিয়েছিলেন শুধু উত্তমকুমারের অনুরোধে ৷ ছবির নাম ছিল 'শুধু বরনারী' ৷ পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায়, ভি বালসারাদের সঙ্গেও কাজ করেছিলেন তিনি ৷ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধানও ৷
আরও পড়ুন: বছরের শুরুতেই নক্ষত্রপতন ! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন
'এইচএমভি' থেকে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রাপ্তিও খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছিল তাঁর জীবনে । একটা সময়ে নিয়মিত গাইতেন আকাশবাণীতে। এ ছাড়া কলকাতা দূরদর্শনের শুরুর দিন থেকেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল সেখানে । এই সবের সঙ্গে স্বামী অনিল সেনের প্রতিষ্ঠিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান 'ত্রিবেণী' এগিয়ে নিয়ে যাওয়া ছিল তাঁর জীবনের মূল মন্ত্র । আজ সেই 'ত্রিবেণী'ও অভিভাবকহীন ।
আরও পড়ুন: রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে