কলকাতা, ২০ মার্চ : বাবুল সুপ্রিয়র পর এবার জিতেন্দ্র তিওয়ারি। গতকাল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে কমিশন শো-কজ় করেছে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এই শো-কজ় করা হয়েছে। আজ BJP-র অভিযোগের ভিত্তিতে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে শো-কজ় করা হল। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে।
গতকাল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এক কর্মীসভায় জিতেন্দ্র তিওয়ারি বলেন, "ওয়ার্ড থেকে দলীয় প্রার্থীকে লোকসভা ভোটে লিড দিলে উন্নয়নের জন্য বেশি টাকা বরাদ্দ করা হবে। আর লিড দিতে না পারলে দিতে হবে ইস্তফা।" জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের শামিল বলে অভিযোগ করে BJP। আজ BJP-র তরফে বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়। তারপরেই বিষয়টি নিয়ে কমিশন দপ্তর দ্রুত পদক্ষেপ নেয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সূত্রে জেলা নির্বাচনী আধিকারিক আজ জিতেন্দ্র তিওয়ারিকে শো কজ় করেছেন।