ETV Bharat / state

অনুব্রতর বিরুদ্ধে কেন এত অভিযোগ? তদন্তের নির্দেশ কমিশনের

অনুব্রতর বিরুদ্ধে বীরভূমের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 18, 2019, 11:32 PM IST

কলকাতা, ১৮ মার্চ : অনুব্রতর বিরুদ্ধে একের পরে এক অভিযোগ উঠেছে। সেসবের তদন্ত করতে আজ বীরভূমের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

একইসঙ্গে জেলার নির্বাচনী আধিকারিককে অভিযোগের তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এখবর জানা গেছে।

বামফ্রন্ট, কংগ্রেস ও BJP-র তরফে বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলি মৌখিক অভিযোগও জানিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ নিল কমিশন।

কলকাতা, ১৮ মার্চ : অনুব্রতর বিরুদ্ধে একের পরে এক অভিযোগ উঠেছে। সেসবের তদন্ত করতে আজ বীরভূমের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

একইসঙ্গে জেলার নির্বাচনী আধিকারিককে অভিযোগের তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এখবর জানা গেছে।

বামফ্রন্ট, কংগ্রেস ও BJP-র তরফে বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলি মৌখিক অভিযোগও জানিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ নিল কমিশন।

Panaji (Goa), Mar 18 (ANI): The last journey of Goa Chief Minister Manohar Parrikar to Miramar beach began in Panaji. His last rites will be performed in the beach and he will be accorded state funeral with full military honours at Miramar beach. Parrikar, 63, breathed his last on Sunday after battling from pancreatic ailment for a year. The state of Goa will be observing seven-day mourning to grieve the loss of the late chief minister.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.