কলকাতা, ১৮ মার্চ : অনুব্রতর বিরুদ্ধে একের পরে এক অভিযোগ উঠেছে। সেসবের তদন্ত করতে আজ বীরভূমের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
একইসঙ্গে জেলার নির্বাচনী আধিকারিককে অভিযোগের তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এখবর জানা গেছে।
বামফ্রন্ট, কংগ্রেস ও BJP-র তরফে বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলি মৌখিক অভিযোগও জানিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ নিল কমিশন।