ETV Bharat / state

Summer Vacation: পর্ষদের চিঠি পেতেই স্কুল খোলার নির্দেশিকা জারি শিক্ষা দফতরের - স্কুল খোলার নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

গরমের ছুটির পর কবে স্কুল খুলবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর ৷ পর্ষদের চিঠি পাওয়ার পরেই এই সিদ্ধান্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 30, 2023, 10:39 PM IST

Updated : May 31, 2023, 5:04 PM IST

কলকাতা, 30 মে: মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতরে চিঠি দেওয়ার পরেই স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ্যে । আগামী 5 জুন থেকে খুলে যাবে মাধ্যমিক স্কুল এবং 7 জুন খুলবে প্রাথমিক স্কুলগুলো । স্কুল খোলার প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছিল একটি তরজা ।

গরমের ছুটি পড়ার কথা ছিল 14 মে থেকে ৷ কিন্তু তাপপ্রবাহের জেরে সেই ছুটি এগিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে এক সপ্তাহের জন্য তিনি ছুটি ঘোষণা করেছিলেন ৷ কিন্তু এরপরে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল 14 নয়, গরমের ছুটি পড়বে 2 মে থেকে ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷

হিসেব অনুযায়ী, জুন মাসের 4 তারিখ গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷ হিসেব অনুযায়ী, 4 জুন গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ এর সঙ্গে বলা হয়েছিল কবে স্কুল খুলবে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে । কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি । কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি না করার ফলে সংশয় তৈরি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে ৷ অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দেয় স্কুল শিক্ষা দফতরকে । তারপরেই বিজ্ঞপ্তি জারি করে ।

Letter
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

করোনা পরবর্তীকালে স্কুলের ছুটি ঘিরে বেশ প্রশ্ন উঠেছে । তার কারণ দেখা গিয়েছে বিভিন্ন সমীক্ষায় কোভিডের পরে স্কুলছুটের সংখ্যা বেড়েছে । তার সঙ্গে পড়ুয়ারা পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছে । তাই পর্ষদের মতামত বর্তমানে একমাসের বেশি ছুটি পড়ুয়াদের জন্য ক্ষতিকারক । তারা অনেকটাই পিছিয়ে পড়ছে । তাই অবিলম্বে যাতে স্কুল খোলা যায় সেই নিয়েই চিঠি । স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে । অবিলম্বে নির্দেশ জারি করা হবে ।

গত বছর এই গরমের ছুটি দেওয়া হয়েছিল দু-মাস যা নিয়ে তরজা শুরু হয়েছিল শিক্ষা মহলে । গরমের জন্য দু-মাস স্কুল বন্ধ থাকার পরে পড়ুয়াদের মধ্যে সমস্যা তৈরি হবে বলেই মতপ্রকাশ করেছিলেন শিক্ষাবিদেরা । অন্যদিকে বছরের শেষে সিলেবাস শেষ করা নিয়েও সমস্যা তৈরি হয় । সেই সবদিক বিবেচনা করে যাতে এ বছরেও ওই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য চিঠি দেয় মধ্যশিক্ষা পর্ষদ ৷

আরও পড়ুন : গরমের ছুটি বাড়ানো কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন শিক্ষামহলের

কলকাতা, 30 মে: মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতরে চিঠি দেওয়ার পরেই স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ্যে । আগামী 5 জুন থেকে খুলে যাবে মাধ্যমিক স্কুল এবং 7 জুন খুলবে প্রাথমিক স্কুলগুলো । স্কুল খোলার প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছিল একটি তরজা ।

গরমের ছুটি পড়ার কথা ছিল 14 মে থেকে ৷ কিন্তু তাপপ্রবাহের জেরে সেই ছুটি এগিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে এক সপ্তাহের জন্য তিনি ছুটি ঘোষণা করেছিলেন ৷ কিন্তু এরপরে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল 14 নয়, গরমের ছুটি পড়বে 2 মে থেকে ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷

হিসেব অনুযায়ী, জুন মাসের 4 তারিখ গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ কিন্তু ছুটি শেষ হওয়ার দিনের ব্যাপারে কিছু নির্ধারণ করা হয়নি ৷ হিসেব অনুযায়ী, 4 জুন গরমের ছুটি শেষ হয়ে গেলে স্কুল খোলার কথা ৷ এর সঙ্গে বলা হয়েছিল কবে স্কুল খুলবে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে । কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি । কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি না করার ফলে সংশয় তৈরি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে ৷ অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দেয় স্কুল শিক্ষা দফতরকে । তারপরেই বিজ্ঞপ্তি জারি করে ।

Letter
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

করোনা পরবর্তীকালে স্কুলের ছুটি ঘিরে বেশ প্রশ্ন উঠেছে । তার কারণ দেখা গিয়েছে বিভিন্ন সমীক্ষায় কোভিডের পরে স্কুলছুটের সংখ্যা বেড়েছে । তার সঙ্গে পড়ুয়ারা পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছে । তাই পর্ষদের মতামত বর্তমানে একমাসের বেশি ছুটি পড়ুয়াদের জন্য ক্ষতিকারক । তারা অনেকটাই পিছিয়ে পড়ছে । তাই অবিলম্বে যাতে স্কুল খোলা যায় সেই নিয়েই চিঠি । স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে । অবিলম্বে নির্দেশ জারি করা হবে ।

গত বছর এই গরমের ছুটি দেওয়া হয়েছিল দু-মাস যা নিয়ে তরজা শুরু হয়েছিল শিক্ষা মহলে । গরমের জন্য দু-মাস স্কুল বন্ধ থাকার পরে পড়ুয়াদের মধ্যে সমস্যা তৈরি হবে বলেই মতপ্রকাশ করেছিলেন শিক্ষাবিদেরা । অন্যদিকে বছরের শেষে সিলেবাস শেষ করা নিয়েও সমস্যা তৈরি হয় । সেই সবদিক বিবেচনা করে যাতে এ বছরেও ওই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য চিঠি দেয় মধ্যশিক্ষা পর্ষদ ৷

আরও পড়ুন : গরমের ছুটি বাড়ানো কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন শিক্ষামহলের

Last Updated : May 31, 2023, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.