ETV Bharat / state

নারদকাণ্ডে ED-র জেরা রত্নাকে, কয়েক জায়গায় খটকা তদন্তকারীদের - Kolkata

নারদ কাণ্ডে এবার রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ।

রত্না চট্টোপাধ্যায়
author img

By

Published : Oct 1, 2019, 10:45 AM IST

কলকাতা, 1 অক্টোবর : নারদ কাণ্ডে এবার রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) । সূত্রের খবর, স্বামী শোভন চট্টোপাধ্যায়ের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা । তবে, বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি ED । ফলে খটকা রয়েই গেছে ।

ED সূত্রে খবর, রবিবারই রত্নাকে শমন পাঠিয়েছিল ED। সেইমতো গতকাল তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি । সূত্রের খবর, আগেই রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছিল তদন্তকারীদের হাতে । নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্নাদেবীকে দেন? এই প্রসঙ্গে উঠে আসে শোভন এবং রত্নাদেবীর একটি কম্পানির কথা । সেই কম্পানির যাবতীয় তথ্য খতিয়ে দেখেছে তদন্তকারীরা । বিষয়টি নিয়ে একাধিকবার জেরা করা হয়েছে শোভনবাবুকেও । যদিও তিনি সম্প্রতি পুরো বিষয়টি রত্না দেখেন বলে এড়িয়ে গেছেন । আর এখানেই তৈরি হয়েছে জটিলতা ।

তদন্তকারীদের প্রশ্ন ছিল, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা শোভনবাবু কোথায় রেখেছিলেন ? অন্য কারও কাছে যায়নি তো ওই টাকা? গতকাল জিজ্ঞাসাবাদের পরও বেশকিছু প্রশ্নের উত্তর মেলেনি বলে সূত্রের খবর । ফলে শোভন-রত্নাকে আবার ডাকার সম্ভাবনা প্রবল ।

নারদকাণ্ডে CBI-এর পাশাপাশি তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও । এই মামলায় ইতিমধ্যে প্রথম গ্রেপ্তারির ঘটনা ঘটেছে । CBI প্রাক্তন পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করেছে । তাঁকে নিয়ে ইতিমধ্যেই মামলায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের ফ্ল্যাটে গেছেন তদন্তকারী আধিকারিকরা । এবার ED রত্নাদেবীকে ডাকায় পুরো বিষয়টি নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে ।

কলকাতা, 1 অক্টোবর : নারদ কাণ্ডে এবার রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) । সূত্রের খবর, স্বামী শোভন চট্টোপাধ্যায়ের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা । তবে, বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি ED । ফলে খটকা রয়েই গেছে ।

ED সূত্রে খবর, রবিবারই রত্নাকে শমন পাঠিয়েছিল ED। সেইমতো গতকাল তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি । সূত্রের খবর, আগেই রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছিল তদন্তকারীদের হাতে । নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্নাদেবীকে দেন? এই প্রসঙ্গে উঠে আসে শোভন এবং রত্নাদেবীর একটি কম্পানির কথা । সেই কম্পানির যাবতীয় তথ্য খতিয়ে দেখেছে তদন্তকারীরা । বিষয়টি নিয়ে একাধিকবার জেরা করা হয়েছে শোভনবাবুকেও । যদিও তিনি সম্প্রতি পুরো বিষয়টি রত্না দেখেন বলে এড়িয়ে গেছেন । আর এখানেই তৈরি হয়েছে জটিলতা ।

তদন্তকারীদের প্রশ্ন ছিল, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা শোভনবাবু কোথায় রেখেছিলেন ? অন্য কারও কাছে যায়নি তো ওই টাকা? গতকাল জিজ্ঞাসাবাদের পরও বেশকিছু প্রশ্নের উত্তর মেলেনি বলে সূত্রের খবর । ফলে শোভন-রত্নাকে আবার ডাকার সম্ভাবনা প্রবল ।

নারদকাণ্ডে CBI-এর পাশাপাশি তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও । এই মামলায় ইতিমধ্যে প্রথম গ্রেপ্তারির ঘটনা ঘটেছে । CBI প্রাক্তন পুলিশ কর্তা এস এম এইচ মির্জ়াকে গ্রেপ্তার করেছে । তাঁকে নিয়ে ইতিমধ্যেই মামলায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের ফ্ল্যাটে গেছেন তদন্তকারী আধিকারিকরা । এবার ED রত্নাদেবীকে ডাকায় পুরো বিষয়টি নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে ।

Intro:কলকাতা, 30 সেপ্টেম্বর: নারদকাণ্ডে CBI এর পাশাপাশি তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এই মামলায় ইতিমধ্যেই প্রথম গ্রেপ্তারি করে ফেলেছে CBI। এই মামলায় অন্যতম অভিযুক্ত মুকুল রায়ের ফ্ল্যাটেও গেছে তদন্তকারীরা। পাশাপাশি আজ ডেকে পাঠায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পত্নী রত্না চট্টোপাধ্যায়কে। স্বামীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা। সূত্র বলছে বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি ইডি। ফলে খটকা রয়েই গেছে।
Body:ED সূত্রে খবর, গতকালই রত্নকে সমন পাঠিয়েছিল ইডি। সেইমতো আজ তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি। সূত্রের খবর, আগেই শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল তদন্তকারীদের হাতে। নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্নাদেবীকে দেন? এই প্রসঙ্গ উঠে আসে শোভন এবং রত্নার একটি কোম্পানির কথা। সেই কোম্পানির যাবতীয় তথ্য খতিয়ে দেখেছে তদন্তকারীরা। বিষয়টি নিয়ে একাধিকবার জেরা করা হয়েছে শোভন কেউ। যদিও সম্প্রতি বাড়ি পুরো বিষয়টি রত্না দেখেন বলে এড়িয়ে গেছেন। আর এখানেই তৈরি হয়েছে জটিলতা।
Conclusion:তদন্তকারীদের প্রশ্ন ছিল, মাথুর কাজ থেকে নেওয়া টাকা শোভনবাবু কোথায় রেখেছিলেন। সম্পূর্ণ অন্য কারওর কাছে যায়নি তো ওই টাকা? আজ জিজ্ঞাসাবাদ এর পরেও বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। ফলে শোভন-রত্নাকে আবার ডাকার সম্ভাবনা প্রবল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.