ETV Bharat / state

Bank Accounts of Kuntal Ghosh: দুর্নীতির টাকা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ, কুন্তলের ব্যাংক অ্যাকাউন্ট ইডি'র স্ক্যানারে - Bengal recruitment scam

রাজ্য়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল ৷ সেই সূত্রেই এবার কুন্তল ঘোষের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখছে ইডি (Bengal recruitment scam) ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 3, 2023, 6:25 PM IST

কলকাতা, 3 মার্চ: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর গোয়েন্দারা কুন্তল ঘোষের (kuntal ghosh) ব্যাংক অ্যাকাউন্টের একাধিক লেনদেনের উপর বিশেষভাবে নজর রাখছেন । আর সেই সূত্রেই তদন্তকারীরা জানতে পেরেছেন, 2020 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত কুন্তল ঘোষের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাংক থেকে একাধিক ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে (ED interrogates Kuntal Ghosh) ৷

এরমধ্যে বেশ কয়েকটি রহস্যজনক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ইতিমধ্যেই বিশেষভাবে তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা । সূত্রের খবর, 2020 সালে কুন্তল ঘোষ দক্ষিণ কলকাতায় সোমা চক্রবর্তী নামে এক মহিলার বিউটি পার্লারে 50 লক্ষ টাকা বিভিন্ন সময়ে বিনিয়োগ করেছেন । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, এই বিউটি পার্লার ছাড়াও একাধিক সংস্থাতেও বিনিয়োগ রয়েছে কুন্তলের ৷

ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখে ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা তৈরি করেছেন ইডি গোয়েন্দারা । তদন্তকারীদের অনুমান শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা বিভিন্ন কোম্পানি এবং সংস্থায় খাটিয়ে সেগুলিকে সাদা টাকায় রূপান্তরের চেষ্টা করেছেন কুন্তল ঘোষ । তদন্তকারীদের ধারণা, বড় কোনও গোষ্ঠী বা চক্র জড়িত না থাকলে এই কাজ এভাবে চালান সম্ভব হত না ৷

আরও পড়ুন: ফের নগর দায়রা আদালতে তোলা হল কুন্তলকে, জামিনে আপত্তি ইডি-র

ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিবিআই এবং ইডি'র কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার পরেও সিবিআই তাকে গ্রেফতার করেছে । এই তাপস মণ্ডলের মুখেই প্রথম শোনা যায়, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম । তদন্তে নেমে ও গ্রেফতারির পর কুন্তলের বিপুল সাম্রাজ্যের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা । ধৃত কুন্তল ঘোষ এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির নাম জানিয়েছেন তদন্তকারীদের ৷ পার্থ চট্টোপাধ্যায়কে তিনি টাকা পাঠাতেন বলেও দাবি কুন্তলের, যদিও বৃহস্পতিবারই এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷

কলকাতা, 3 মার্চ: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর গোয়েন্দারা কুন্তল ঘোষের (kuntal ghosh) ব্যাংক অ্যাকাউন্টের একাধিক লেনদেনের উপর বিশেষভাবে নজর রাখছেন । আর সেই সূত্রেই তদন্তকারীরা জানতে পেরেছেন, 2020 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত কুন্তল ঘোষের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাংক থেকে একাধিক ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে (ED interrogates Kuntal Ghosh) ৷

এরমধ্যে বেশ কয়েকটি রহস্যজনক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ইতিমধ্যেই বিশেষভাবে তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা । সূত্রের খবর, 2020 সালে কুন্তল ঘোষ দক্ষিণ কলকাতায় সোমা চক্রবর্তী নামে এক মহিলার বিউটি পার্লারে 50 লক্ষ টাকা বিভিন্ন সময়ে বিনিয়োগ করেছেন । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, এই বিউটি পার্লার ছাড়াও একাধিক সংস্থাতেও বিনিয়োগ রয়েছে কুন্তলের ৷

ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখে ইতিমধ্যেই বেশ কয়েকটি নামের তালিকা তৈরি করেছেন ইডি গোয়েন্দারা । তদন্তকারীদের অনুমান শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা বিভিন্ন কোম্পানি এবং সংস্থায় খাটিয়ে সেগুলিকে সাদা টাকায় রূপান্তরের চেষ্টা করেছেন কুন্তল ঘোষ । তদন্তকারীদের ধারণা, বড় কোনও গোষ্ঠী বা চক্র জড়িত না থাকলে এই কাজ এভাবে চালান সম্ভব হত না ৷

আরও পড়ুন: ফের নগর দায়রা আদালতে তোলা হল কুন্তলকে, জামিনে আপত্তি ইডি-র

ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সিবিআই এবং ইডি'র কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার পরেও সিবিআই তাকে গ্রেফতার করেছে । এই তাপস মণ্ডলের মুখেই প্রথম শোনা যায়, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম । তদন্তে নেমে ও গ্রেফতারির পর কুন্তলের বিপুল সাম্রাজ্যের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা । ধৃত কুন্তল ঘোষ এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির নাম জানিয়েছেন তদন্তকারীদের ৷ পার্থ চট্টোপাধ্যায়কে তিনি টাকা পাঠাতেন বলেও দাবি কুন্তলের, যদিও বৃহস্পতিবারই এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.