ETV Bharat / state

এখনও ভিনরাজ্যে আটকে শ্রমিকরা, মুখ্যমন্ত্রীকে চিঠি DYFI-র

শ্রমিকদের ফিরিয়ে আনার কোনও সদিচ্ছা রাজ্য সরকারের নেই বলে অভিযোগ জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিল গণতান্ত্রিক যুব ফেডারেশন ।

এখনও ভিনরাজ্যে আটকে শ্রমিকরা, মুখ্যমন্ত্রীকে চিঠি DYFI-র
এখনও ভিনরাজ্যে আটকে শ্রমিকরা, মুখ্যমন্ত্রীকে চিঠি DYFI-র
author img

By

Published : May 3, 2020, 7:09 PM IST

কলকাতা, 3 মে : লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে আটকে রয়েছে এ রাজ্যের শ্রমিকরা । ঘরে ফেরার জন্য একাধিকবার আবেদনও জানিয়েছে তারা । তারপরও তাদের ফিরিয়ে আনার কোনও সদিচ্ছা রাজ্য সরকারের নেই বলে অভিযোগ জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিল DYFI ।

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে DYFI-র সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "এই রাজ্যের অসংখ্য শ্রমিক বিভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যেরই বিভিন্ন জেলায় লকডাউনের জেরে আটকে রয়েছে । তাদের খাওয়া-দাওয়া, থাকা, চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বার বার ব্লক থেকে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে চিঠি দিয়েছে । কোথাও কোথাও ডেপুটেশনের মাধ্যমে তাদের অবস্থা ও প্রয়োজনীয়তার কথা জানানোর চেষ্টা করা হয়েছে । কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে সঠিক উদ্যোগ গ্রহণের কোনও প্রচেষ্টা এখনও পর্যন্ত দেখা যায়নি ।"

বর্তমানে রেলমন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকার যৌথভাবে শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেও রাজ্য সরকারের তরফে যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না বলে জানান DYFI-র সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে DYFI-র সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে । তাদের সমস্যাগুলো তুলে ধরেছে । সংশ্লিষ্ট অভিযোগ পেয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে । তবে, এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ।

DYFI-র সভাপতি এবং সম্পাদক রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুততার সঙ্গে ব্লক ভিত্তিক, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের তালিকা তৈরি করে বিনা খরচে তাদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করতে হবে । শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে । বাড়ি ফেরার পর তাদের নিজেদের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে । দীর্ঘদিন কর্মহীন থাকার কারণে শ্রমিকদের যথাযথ ভাতা এবং রেশনের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ।

কলকাতা, 3 মে : লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে আটকে রয়েছে এ রাজ্যের শ্রমিকরা । ঘরে ফেরার জন্য একাধিকবার আবেদনও জানিয়েছে তারা । তারপরও তাদের ফিরিয়ে আনার কোনও সদিচ্ছা রাজ্য সরকারের নেই বলে অভিযোগ জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিল DYFI ।

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে DYFI-র সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "এই রাজ্যের অসংখ্য শ্রমিক বিভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যেরই বিভিন্ন জেলায় লকডাউনের জেরে আটকে রয়েছে । তাদের খাওয়া-দাওয়া, থাকা, চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বার বার ব্লক থেকে রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে চিঠি দিয়েছে । কোথাও কোথাও ডেপুটেশনের মাধ্যমে তাদের অবস্থা ও প্রয়োজনীয়তার কথা জানানোর চেষ্টা করা হয়েছে । কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে সঠিক উদ্যোগ গ্রহণের কোনও প্রচেষ্টা এখনও পর্যন্ত দেখা যায়নি ।"

বর্তমানে রেলমন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকার যৌথভাবে শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেও রাজ্য সরকারের তরফে যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না বলে জানান DYFI-র সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে DYFI-র সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে । তাদের সমস্যাগুলো তুলে ধরেছে । সংশ্লিষ্ট অভিযোগ পেয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে । তবে, এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ।

DYFI-র সভাপতি এবং সম্পাদক রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুততার সঙ্গে ব্লক ভিত্তিক, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের তালিকা তৈরি করে বিনা খরচে তাদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করতে হবে । শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করতে হবে । বাড়ি ফেরার পর তাদের নিজেদের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে । দীর্ঘদিন কর্মহীন থাকার কারণে শ্রমিকদের যথাযথ ভাতা এবং রেশনের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.