কলকাতা, 8 সেপ্টেম্বর : মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছিল । শুরু হয়ে গেছিল ঠাকুর গড়াও কাজও । কিন্তু, তারই মধ্যে দুঃসংবাদ । মেট্রোর কাজের জন্য বউবাজার এলাকায় ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । এবার বাগবাজারের জগৎ মুখার্জি পার্কের পুজোর সঙ্গেই সবে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজো ।
শনিবার(31 অগাস্ট) রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়িও । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘরছাড়া মানুষরা ঠাঁই নিয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ-এর হোটেলগুলিতে ।
এই সংক্রান্ত খবর : ভর সন্ধ্যায় স্টিফেন হাউজ়ের সামনে বিস্ফোরণ, ফাটল রাস্তা
এদিকে, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় এই ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । বাগবাজারের জগৎ মুখার্জি পার্ক সর্বজনীনের সঙ্গেই হবে এবারের দুর্গাপুজো ।
এই সংক্রান্ত খবর : বউবাজারে মাটি শক্ত করার কাজ শুরু করল মেট্রো
জগৎ মুখার্জি পার্কের এগজ়িকিউটিভ সেক্রেটারি সোনাই সরকার বলেন, "স্যাকরা পাড়া সর্বজনীন এবার পুজো করতে পারবে না শুনে আমরাই ওদের কাছে একসঙ্গে পুজো করার আবেদন করি । ওরাও আমাদের সঙ্গে পুজো করতে আগ্রহী । একজন সমস্যায় পড়লে অন্যজন এগিয়ে আসবে উত্তর কলকাতার এটাই ঐতিহ্য ।"
এই সংক্রান্ত খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"