ETV Bharat / state

বউবাজারে ধসের জের, সরল দুর্গা পুজো

বউবাজারে ধসের জেরে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজো । বাগবাজারের জগৎ মুখার্জি পার্কের পুজোর সঙ্গেই হবে এই পুজো ।

স্যাকরা পাড়া সর্বজনীনের পুজো
author img

By

Published : Sep 8, 2019, 10:19 PM IST

Updated : Sep 8, 2019, 10:44 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছিল । শুরু হয়ে গেছিল ঠাকুর গড়াও কাজও । কিন্তু, তারই মধ্যে দুঃসংবাদ । মেট্রোর কাজের জন্য বউবাজার এলাকায় ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । এবার বাগবাজারের জগৎ মুখার্জি পার্কের পুজোর সঙ্গেই সবে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজো ।

শনিবার(31 অগাস্ট) রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়িও । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘরছাড়া মানুষরা ঠাঁই নিয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ-এর হোটেলগুলিতে ।

শুনুন সোনাই সরকারের বক্তব্য

এই সংক্রান্ত খবর : ভর সন্ধ্যায় স্টিফেন হাউজ়ের সামনে বিস্ফোরণ, ফাটল রাস্তা

এদিকে, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় এই ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । বাগবাজারের জগৎ মুখার্জি পার্ক সর্বজনীনের সঙ্গেই হবে এবারের দুর্গাপুজো ।

এই সংক্রান্ত খবর : বউবাজারে মাটি শক্ত করার কাজ শুরু করল মেট্রো

জগৎ মুখার্জি পার্কের এগজ়িকিউটিভ সেক্রেটারি সোনাই সরকার বলেন, "স্যাকরা পাড়া সর্বজনীন এবার পুজো করতে পারবে না শুনে আমরাই ওদের কাছে একসঙ্গে পুজো করার আবেদন করি । ওরাও আমাদের সঙ্গে পুজো করতে আগ্রহী । একজন সমস্যায় পড়লে অন্যজন এগিয়ে আসবে উত্তর কলকাতার এটাই ঐতিহ্য ।"


এই সংক্রান্ত খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"

কলকাতা, 8 সেপ্টেম্বর : মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছিল । শুরু হয়ে গেছিল ঠাকুর গড়াও কাজও । কিন্তু, তারই মধ্যে দুঃসংবাদ । মেট্রোর কাজের জন্য বউবাজার এলাকায় ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । এবার বাগবাজারের জগৎ মুখার্জি পার্কের পুজোর সঙ্গেই সবে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজো ।

শনিবার(31 অগাস্ট) রাত থেকে বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় । ধসে পড়ে কয়েকটি বাড়িও । আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । ঘরছাড়া মানুষরা ঠাঁই নিয়েছেন সেন্ট্রাল অ্যাভিনিউ-এর হোটেলগুলিতে ।

শুনুন সোনাই সরকারের বক্তব্য

এই সংক্রান্ত খবর : ভর সন্ধ্যায় স্টিফেন হাউজ়ের সামনে বিস্ফোরণ, ফাটল রাস্তা

এদিকে, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় এই ধসের কারণে সরতে হচ্ছে স্যাকরা পাড়া সর্বজনীনের পুজোকে । বাগবাজারের জগৎ মুখার্জি পার্ক সর্বজনীনের সঙ্গেই হবে এবারের দুর্গাপুজো ।

এই সংক্রান্ত খবর : বউবাজারে মাটি শক্ত করার কাজ শুরু করল মেট্রো

জগৎ মুখার্জি পার্কের এগজ়িকিউটিভ সেক্রেটারি সোনাই সরকার বলেন, "স্যাকরা পাড়া সর্বজনীন এবার পুজো করতে পারবে না শুনে আমরাই ওদের কাছে একসঙ্গে পুজো করার আবেদন করি । ওরাও আমাদের সঙ্গে পুজো করতে আগ্রহী । একজন সমস্যায় পড়লে অন্যজন এগিয়ে আসবে উত্তর কলকাতার এটাই ঐতিহ্য ।"


এই সংক্রান্ত খবর : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"

Intro:মেট্রোর টানেলের কাজের জন্য তাসের ঘরের মত ভেঙে পড়েছে বউবাজারের স্যাকরাপাড়া লেন ও দূর্গাপিতুরি লেনের একের পর এক বাড়ি। ক্ষতিগ্রস্ত গৌর দে লেন সহ আশপাশের অনেকগুলি পুরানো বাড়িই। আর এই বিপর্যয়ের জেরে ঘরছাড়া বহু মানুষ। আপতকালীন পরিস্থিতি হিসাবে তাদের ঠাঁই হয়েছে সেন্ট্রাল এভিনিউয়ের একাধিক হোটেলে। বলা বলা যেতে পারে এই হোটেলই এখন তাদের অস্থায়ী ঠিকানা। আর মধ্য কলকাতার এহেন বিপর্যয়ের বিপাকে স্যাকরাপাড়া সর্বজনীন দুর্গোৎসবও। দূর্গাপিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের বাসিন্দাদের মত ঘর ছাড়া উমাও। অর্থাৎ শিয়ালদহ থেকে লেবুতলা হয়ে মধ্য কলকাতার ঠাকুর দেখার 'রুট ম্যাপ' থেকে বাদ যাচ্ছে স্যাকরাপাড়া সর্বজনীন। কিন্তু এতকিছুর মধ্যে সুখবর একটাই। পাড়ার এই বিপর্যয়ে দেবীর আরাধনা একেবারে বন্ধ হচ্ছে না। কেবল স্থানান্তর হচ্ছে পুজোর। বরং স্থানান্তরিত হওয়া সেই পুজোয় বিপর্যয় থেকে মুক্তি চাওয়াই অন্যতম লক্ষ্য পুজো উদ্যোক্তাদের।


Body:কোথায় হচ্ছে স্যাকরাপাড়ার পুজো? খোঁজ নিয়ে জানা গেল স্যাকরাপাড়ার পুজো এবার হচ্ছে উত্তর কলকাতার অন্যতম নামি ও প্রতিষ্ঠিত পুজো জগৎ মুখার্জি পার্ক সর্বজনীনের সঙ্গে এক সাথেই।


Conclusion:
Last Updated : Sep 8, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.