ETV Bharat / state

দত্তাবাদে কোরোনার প্রতিষেধকের মহড়া

author img

By

Published : Jan 2, 2021, 11:16 AM IST

Updated : Jan 2, 2021, 2:28 PM IST

দত্তাবাদ ছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে ।

কোরোনার প্রতিষেধকের ড্রাই রান
ছবি

কলকাতা, 2 জানুয়ারি : সল্টলেকের দত্তাবাদে শুরু হল কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান । দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই মহড়া শুরু হল আজ সকালে । কাদের, কীভাবে কোরোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে এবং টিকাকরণের পর কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করা হবে এইসব কিছু যাচাই করতে কোরোনার ভ্যাকসিনের মহড়া চালানো হচ্ছে ।

দত্তাবাদ ছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে । কোরোনা ভাইরাসের টিকার ড্রাই রানে টিকার মজুতকরণ, টিকা স্বাস্থ্যকেন্দ্রে পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সুরক্ষা বিধি কীভাবে মানতে হবে এবং টিকা নেওয়া মানুষদের কোনও সমস্যা হলে কীভাবে তাঁদের দেখভাল করতে হবে, ড্রাই রানের সময় এই বিষয়গুলির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে । মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের, যেমন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই ড্রাই রানে যুক্ত করা হয়েছে।

কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনে এখনও পর্যন্ত দেশে 29 জন সংক্রমিত হয়েছেন ৷ তালিকায় আছেন কলকাতার এক যুবক । অন্যদিকে কলকাতায় ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে মিলেছে কোরোনা সংক্রমণ ।

দত্তাবাদে চলছে কোরোনার প্রতিষেধকের মহড়া

এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন, কোভিশিল্ড ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি (সিডিএসসিও)। ফলে দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে বলে আশাবাদী সব মহল ৷

আরও পড়ুন : রাজ্যের 3 স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের মহড়া আজ

তবে ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ তা নিতে প্রস্তুত কি না তা জানা দরকার ৷ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে কোনও খামতি রয়েছে কি না তা জানা দরকার । সেই কারণে শনিবার দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাকসিনের মহড়া হতে চলেছে ।

এর আগে দেশের কয়েকটি রাজ‍্যে মহড়া হয়েছে । তবে আজ রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রেও এই ট্রায়াল রান হবে ৷ এই তিনটি স্বাস্থ্যকেন্দ্র হল, উত্তর 24 পরগনার আমডাঙা গ্রামীণ হাসপাতাল, মধ্যমগ্রামের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সল্টলেকের দত্তাবাদের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ।

কলকাতা, 2 জানুয়ারি : সল্টলেকের দত্তাবাদে শুরু হল কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান । দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই মহড়া শুরু হল আজ সকালে । কাদের, কীভাবে কোরোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে এবং টিকাকরণের পর কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করা হবে এইসব কিছু যাচাই করতে কোরোনার ভ্যাকসিনের মহড়া চালানো হচ্ছে ।

দত্তাবাদ ছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও আমডাঙায় কোরোনা ভ্যাকসিনের মহড়া চলছে । কোরোনা ভাইরাসের টিকার ড্রাই রানে টিকার মজুতকরণ, টিকা স্বাস্থ্যকেন্দ্রে পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সুরক্ষা বিধি কীভাবে মানতে হবে এবং টিকা নেওয়া মানুষদের কোনও সমস্যা হলে কীভাবে তাঁদের দেখভাল করতে হবে, ড্রাই রানের সময় এই বিষয়গুলির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে । মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের, যেমন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই ড্রাই রানে যুক্ত করা হয়েছে।

কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনে এখনও পর্যন্ত দেশে 29 জন সংক্রমিত হয়েছেন ৷ তালিকায় আছেন কলকাতার এক যুবক । অন্যদিকে কলকাতায় ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে মিলেছে কোরোনা সংক্রমণ ।

দত্তাবাদে চলছে কোরোনার প্রতিষেধকের মহড়া

এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দেশে অক্সফোর্ডের কোরোনা ভ্যাকসিন, কোভিশিল্ড ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি (সিডিএসসিও)। ফলে দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে বলে আশাবাদী সব মহল ৷

আরও পড়ুন : রাজ্যের 3 স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের মহড়া আজ

তবে ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ তা নিতে প্রস্তুত কি না তা জানা দরকার ৷ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে কোনও খামতি রয়েছে কি না তা জানা দরকার । সেই কারণে শনিবার দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাকসিনের মহড়া হতে চলেছে ।

এর আগে দেশের কয়েকটি রাজ‍্যে মহড়া হয়েছে । তবে আজ রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রেও এই ট্রায়াল রান হবে ৷ এই তিনটি স্বাস্থ্যকেন্দ্র হল, উত্তর 24 পরগনার আমডাঙা গ্রামীণ হাসপাতাল, মধ্যমগ্রামের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সল্টলেকের দত্তাবাদের আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ।

Last Updated : Jan 2, 2021, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.