ETV Bharat / state

চিকিৎসকের বদলে ওঝার ঝাড়ফুঁক ! সর্পাঘাতে মৃত্যু তরুণের - Man dies after snakebite - MAN DIES AFTER SNAKEBITE

Death of Snake Bite: হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না-করিয়ে চলল ওঝার ঝাড়ফুঁক ৷ কুসংস্কারের বলি হয়ে সর্পাঘাতে মালদায় মৃত্যু হল 18 বছরের তরুণের ৷ পরিবারের দাবি, সাপে কাটলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সচেতনতামূলক প্রচার তারা শোনেনি ৷

Death in Snake Bite
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 11:21 AM IST

মালদা, 30 সেপ্টেম্বর: সর্পাঘাতে মৃত তরুণ ৷ মৃতের নাম দেবদাস হেমব্রম (18) । বাড়ি মালদা জেলার বামনগোলা ব্লকের নিমডাঙা গ্রামে । অভিযোগ, সাপে কাটার পর হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে ওই তরুণকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে ৷ শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলেছিল ওঝার কেরামতি । ফলে শেষরক্ষা হয়নি । পরদিন শনিবার বিকেলে মৃত্যু হয় তরুণের । তদন্ত শুরু করেছে পুলিশ । এখনও যে মানুষ কুসংস্কারের অন্ধকার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, এই ঘটনা থেকে তা ফের প্রমাণিত বলে বলছেন অনেকে । এমনকী, মৃতের পরিবারের বক্তব্যে সচেতনতামূলক প্রচার নিয়েও প্রশ্ন উঠেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মাঠে ঘাস কাটতে গিয়েছিল দেবদাস । সেখানে তাঁকে একটি বিষধর সাপে ছোবল মারে । পরিবারের লোকজন দেবদাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে দিঘলবর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান । পরদিন বিকেলে মৃত্যু হয় তাঁর ।

কুসংস্কারের বলি 18 বছরের তরুণ (ইটিভি ভারত)

দেবদাসের দাদা বিশ্বনাথ হেমব্রম বলেন, "গত শুক্রবার ভাই মাঠে ঘাস কাটতে গিয়েছিল । দুপুর 2টো নাগাদ ভাইকে সাপে ছোবল মারে । গ্রামের মানুষের থেকে বিষয়টি শুনতে পেয়ে তড়িঘড়ি ভাইকে পাশের গ্রামে কবিরাজের কাছে নিয়ে যাই । ভাইয়ের অবস্থা তখন শোচনীয় ছিল । কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর ভাই খানিক সুস্থ হয় । পরদিন সকালে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । ভাই ক্রমাগত ঘামতে থাকে । সেই সময় আমরা গ্রামীণ চিকিৎসদের ডেকে আনি । জানতে পারি, ভাইয়ের রক্তচাপ অনেক বেড়ে গিয়েছে । এরপরেই আমরা ভাইকে বুলবুলচণ্ডী আরএন রায় হাসপাতালে নিয়ে আসি । সেখান থেকে ভাইকে মালদা মেডিক্যালে রেফার করা হয় ।"

মৃতের দাদার কথায়, "মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ভাইকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবারই ভাইয়ের পরিস্থিতি দেখে মনে হয়েছিল ভাইকে বাঁচানো যাবে না । সাপে ছোবল মারলে রোগীকে কবিরাজের কাছে নিয়ে না গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও প্রচার আমরা শুনিনি ।"

মালদা, 30 সেপ্টেম্বর: সর্পাঘাতে মৃত তরুণ ৷ মৃতের নাম দেবদাস হেমব্রম (18) । বাড়ি মালদা জেলার বামনগোলা ব্লকের নিমডাঙা গ্রামে । অভিযোগ, সাপে কাটার পর হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে ওই তরুণকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে ৷ শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চলেছিল ওঝার কেরামতি । ফলে শেষরক্ষা হয়নি । পরদিন শনিবার বিকেলে মৃত্যু হয় তরুণের । তদন্ত শুরু করেছে পুলিশ । এখনও যে মানুষ কুসংস্কারের অন্ধকার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, এই ঘটনা থেকে তা ফের প্রমাণিত বলে বলছেন অনেকে । এমনকী, মৃতের পরিবারের বক্তব্যে সচেতনতামূলক প্রচার নিয়েও প্রশ্ন উঠেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মাঠে ঘাস কাটতে গিয়েছিল দেবদাস । সেখানে তাঁকে একটি বিষধর সাপে ছোবল মারে । পরিবারের লোকজন দেবদাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে দিঘলবর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান । পরদিন বিকেলে মৃত্যু হয় তাঁর ।

কুসংস্কারের বলি 18 বছরের তরুণ (ইটিভি ভারত)

দেবদাসের দাদা বিশ্বনাথ হেমব্রম বলেন, "গত শুক্রবার ভাই মাঠে ঘাস কাটতে গিয়েছিল । দুপুর 2টো নাগাদ ভাইকে সাপে ছোবল মারে । গ্রামের মানুষের থেকে বিষয়টি শুনতে পেয়ে তড়িঘড়ি ভাইকে পাশের গ্রামে কবিরাজের কাছে নিয়ে যাই । ভাইয়ের অবস্থা তখন শোচনীয় ছিল । কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর ভাই খানিক সুস্থ হয় । পরদিন সকালে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । ভাই ক্রমাগত ঘামতে থাকে । সেই সময় আমরা গ্রামীণ চিকিৎসদের ডেকে আনি । জানতে পারি, ভাইয়ের রক্তচাপ অনেক বেড়ে গিয়েছে । এরপরেই আমরা ভাইকে বুলবুলচণ্ডী আরএন রায় হাসপাতালে নিয়ে আসি । সেখান থেকে ভাইকে মালদা মেডিক্যালে রেফার করা হয় ।"

মৃতের দাদার কথায়, "মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ভাইকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবারই ভাইয়ের পরিস্থিতি দেখে মনে হয়েছিল ভাইকে বাঁচানো যাবে না । সাপে ছোবল মারলে রোগীকে কবিরাজের কাছে নিয়ে না গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও প্রচার আমরা শুনিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.