কলকাতা, 5 সেপ্টেম্বর : আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেল । সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে । অগত্যা ছাতা মাথায় প্যান্ডেলমুখো কলকাতাবাসী । একই হাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ।
পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ তবে ষষ্ঠীতে বৃষ্টি হয়নি । সপ্তমীতে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । বিকেল গড়াতেই শহর ও শহরতলিতে বৃষ্টি নামে ।
বৃহস্পতিবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে । যার জেরে পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আবহাওয়া অফিসের তরফে জানানো হয় একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব দিকে এবং অন্যটি ওড়িশার উত্তরে অবস্থান করছে । তার জেরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলোতেও । নবমী ও দশমী অর্থাৎ 7 ও 8 অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ।
আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অনেকেই বেরিয়েছিলেন ঠাকুর দেখতে । আকাশ মেঘলা থাকলেও মহা সপ্তমী বলে কথা । ঘরে বসে কাটানো যায়? তাই দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই চলছিল প্যান্ডেল হপিং । কেউ বলছেন, "বৃষ্টি তো কী হয়েছে ? বৃষ্টি আটকাতে পারবে না আমাদের । " আবার কারও মুখে শোনা যাচ্ছে, "গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছে । ভালোই হচ্ছে । " আবার হতাশ হয়ে অনেকেই বলছেন, "পুজোয় বৃষ্টি বড্ড মন খারাপের ।"