ETV Bharat / state

পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি নামল সপ্তমীর সন্ধ্যায় - পুজোয় বৃষ্টি

পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ পূর্বাভাস মিলিয়ে সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 5, 2019, 6:11 PM IST

Updated : Oct 5, 2019, 11:44 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেল । সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে । অগত্যা ছাতা মাথায় প্যান্ডেলমুখো কলকাতাবাসী । একই হাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ।

পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ তবে ষষ্ঠীতে বৃষ্টি হয়নি । সপ্তমীতে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । বিকেল গড়াতেই শহর ও শহরতলিতে বৃষ্টি নামে ।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে । যার জেরে পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আবহাওয়া অফিসের তরফে জানানো হয় একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব দিকে এবং অন্যটি ওড়িশার উত্তরে অবস্থান করছে । তার জেরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলোতেও । নবমী ও দশমী অর্থাৎ 7 ও 8 অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ।

আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অনেকেই বেরিয়েছিলেন ঠাকুর দেখতে । আকাশ মেঘলা থাকলেও মহা সপ্তমী বলে কথা । ঘরে বসে কাটানো যায়? তাই দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই চলছিল প্যান্ডেল হপিং । কেউ বলছেন, "বৃষ্টি তো কী হয়েছে ? বৃষ্টি আটকাতে পারবে না আমাদের । " আবার কারও মুখে শোনা যাচ্ছে, "গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছে । ভালোই হচ্ছে । " আবার হতাশ হয়ে অনেকেই বলছেন, "পুজোয় বৃষ্টি বড্ড মন খারাপের ।"

সপ্তমীতে বৃষ্টি, বানচাল পুজোর প্ল্যানিং? দেখুন কী বলছেন দর্শনার্থীরা ..

কলকাতা, 5 সেপ্টেম্বর : আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেল । সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে । অগত্যা ছাতা মাথায় প্যান্ডেলমুখো কলকাতাবাসী । একই হাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার ।

পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ তবে ষষ্ঠীতে বৃষ্টি হয়নি । সপ্তমীতে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । বিকেল গড়াতেই শহর ও শহরতলিতে বৃষ্টি নামে ।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে । যার জেরে পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আবহাওয়া অফিসের তরফে জানানো হয় একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব দিকে এবং অন্যটি ওড়িশার উত্তরে অবস্থান করছে । তার জেরে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । বৃষ্টি চলবে পুজোর বাকি দিনগুলোতেও । নবমী ও দশমী অর্থাৎ 7 ও 8 অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ।

আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অনেকেই বেরিয়েছিলেন ঠাকুর দেখতে । আকাশ মেঘলা থাকলেও মহা সপ্তমী বলে কথা । ঘরে বসে কাটানো যায়? তাই দুর্যোগের ভ্রুকুটি উপেক্ষা করেই চলছিল প্যান্ডেল হপিং । কেউ বলছেন, "বৃষ্টি তো কী হয়েছে ? বৃষ্টি আটকাতে পারবে না আমাদের । " আবার কারও মুখে শোনা যাচ্ছে, "গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছে । ভালোই হচ্ছে । " আবার হতাশ হয়ে অনেকেই বলছেন, "পুজোয় বৃষ্টি বড্ড মন খারাপের ।"

সপ্তমীতে বৃষ্টি, বানচাল পুজোর প্ল্যানিং? দেখুন কী বলছেন দর্শনার্থীরা ..
Intro:কলকাতা, ৫ সেপ্টেম্বর: বিকেলে শহর জুড়ে নামল জোর বৃষ্টি। একপ্রকার লণ্ডভণ্ড অবস্থা ঠাকুর দেখা। বৃষ্টির হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি শুরু দর্শনার্থীদের। কেউ মাথায় ছাতা দিয়ে আবার কেউ বা রুমাল পেঁচিয়ে ফিরতে চাইলেন নিজেদের গন্তব্যস্থলে। বৃষ্টির হাত থেকে দর্শনার্থীদের রেহাই পাওয়ার উদ্যোগের চিত্র ইটিভি ভারতের ক্যামেরায়।


Body:ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Oct 5, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.