কলকাতা, 9 নভেম্বর: বুধবার রাজ্যের খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll) প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী 8 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ গ্রহণ করা হবে ৷ তারপর থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধন করার কাজ ৷ আগামী বছরের 5 জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকা ৷
বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চলতি নভেম্বর মাস এবং আগামী ডিসেম্বর মাসের 8 (আট) তারিখের আগে পযর্ন্ত প্রত্য়েক শনিবার ও রবিবার করে মোট আটটি বিশেষ শিবির চালানো হবে ৷ নির্বাচন কমিশনের তরফ থেকেই এই ক্য়াম্পগুলি পরিচালনা করা হবে ৷ এছাড়াও 'টোল ফ্রি হেল্পলাইন নম্বর' 1950 -এ ফোন করেও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন ধরনের অভিযোগ জানানো যাবে ৷ ভোটার তালিকা সংশোধন করানোর জন্যও এই হেল্পলাইন নম্বরে ফোন করে তথ্য সরবরাহ করা যাবে ৷
আরও পড়ুন: নির্ভুল করতে হবে ভোটার তালিকা, সর্বদলীয় বৈঠকে সবার গলায় একই সুর
এদিকে এদিন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুসারে, রাজ্যের মোট ভোটার সংখ্যা 7 কোটি 42 লক্ষ 88 হাজার 233 ৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 78 লক্ষ 2 হাজার 731 ৷ এবং মহিলা ভোটার রয়েছেন 3 কোটি 64 লক্ষ 83 হাজার 883 জন ৷ এছাড়াও, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1 হাজার 619 ৷ নতুন ভোটার হয়েছেন 2 লক্ষ 66 হাজার 857 জন ৷ ইতিমধ্যেই সংশোধিত করা হয়েছে 9 লক্ষ 45 হাজার 401 জন ভোটারের তথ্য ৷ ভুয়ো ভোটার প্রমাণিত হওয়ায় তালিকা থেকে বাদ গিয়েছে 2 লক্ষ 79 হাজার 434 জনের নাম ৷ অন্যদিকে, সেনাবাহিনীতে কর্মরত ভোটারের সংখ্যা হল, 1 লক্ষ 14 হাজার 794 ৷