ETV Bharat / state

প্রশ্ন না-করে চিনিয়ে দিন, মনে করান পুরনো স্মৃতি; অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়তে বই লিখলেন চিকিৎসক

Alzheimers Related Book: বাড়িতে অ্যালঝাইমার্স রোগী আছে, বা পরিচিত কেউ এই ভুলে যাওয়া রোগে আক্রান্ত ? কীভাবে তাঁদের যত্ন নেবেন, চিকিৎসা করাবেন কীভাবে তা জানাতে চিকিৎসক শুভেন্দু সেন বই লিখলেন ৷ যা পড়লে আপনিও এই রোগ সম্পর্কে জানতে পারবেন ৷

Etv Bharat
অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়তে বই লিখলেন চিকিৎসক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:56 PM IST

Updated : Jan 17, 2024, 6:56 AM IST

কলকাতা, 16 জানুয়ারি: অ্যালঝাইমার্স, এমন একটি রোগ যা কাছের মানুষদের ভুলিয়ে দেয় ৷ এই রোগে আক্রান্ত মানুষ ভুলে যায় আপনজনকে । আর এই ভুলে যাওয়াকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 'অ্যালঝাইমার্স'। আমাদের মস্তিষ্কের ভিতরে কিছু কেমিক্যাল জমা হতে থাকে । যাকে বলা হয় 'অ্যামাইলয়েডপ্ল্যাটস'। ওই প্ল্যাটসগুলো মস্তিষ্কের নার্ভের ভিতরে জমা হয় । ফলে নার্ভগুলো পঙ্গু হয়ে যায় । যার থেকে অ্যালঝাইমার্স রোগের উৎপত্তি ।

এই রোগের ফলে আপন মানুষকে চিনতে না-পারা, ভুলে যাওয়া-সহ একাধিক আচরণ দেখা যায় রোগীর মধ্যে। তখন কী করা উচিত সেই রোগীর পরিবারের, কীভাবে এই রোগের চিকিৎসা করা হয় ? সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রবাসী চিকিৎসক তথা লেখক শুভেন্দু সেন । সাধারণ মানুষকে অ্যালঝাইমার্স রোগ সম্পর্কে সচেতন করতে প্রকাশ করলেন 'The Fight Against Alzheimer's' যার অর্থ, অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়াই । সোমবার সন্ধ্যায় পার্কস্ট্রিটে প্রকাশিত হল তাঁর লেখা এই বই । বই উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন চিকিৎসক এবং পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, পরিচালক সুদেষ্ণা রায়, সমাজকর্মী পিয়া চক্রবর্তী, অভিনেতা ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ।

এই বই উদ্বোধন করতে গিয়ে চিকিৎসক জানান, তাঁর দিদিমা উচ্চশিক্ষিত থাকলেও একটা সময় সব ভুলে গিয়েছিলেন । তাঁর প্রিয় নাতিকেও চিনতে পারছিলেন না । সেখান থেকেই এই রোগ সম্পর্কে জানা চিকিৎসকের । তারপর দীর্ঘদিন এই বিষয়ে গবেষণা ও চিকিৎসা । চিকিৎসকের মতে এই রোগের প্রাথমিক লক্ষণ হল, শৌচালয় গিয়ে পছন্দের সাবানের গন্ধ চিনতে না পারা । রোজ ব্যবহৃত শব্দ আসতে আসতে ভুলে যাওয়া । জিনিসটা বৃদ্ধি পেতে পেতে নিজেকেই একসময়ে অচেনা লাগে এই ধরনের রোগীদের । তবে এরূপ রোগীদের সঙ্গে কখনওই প্রশ্ন নয়, চিনিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়াটাই শ্রেয় বলে জানাচ্ছেন চিকিৎসক শুভেন্দু সেন । তিনি বলেন, "একে চিনতে পারছ ? এটা মনে করতে পারছ ? আমরা সাধারণত এই প্রশ্নগুলো করে থাকি । কিন্তু এটা ভুল ৷ বরং তাঁকে চিনিয়ে দিতে হবে জিনিসটা কী বা মানুষটা কে ।"

এই রোগ অনেকটা বংশ পরম্পরাতেও হয়ে থাকে । তবে এই রোগের ফলে মৃত্যুর আশঙ্কা নেই। বরং অ্যালঝাইমার্স হলে শরীরের অন্যান্য প্রক্রিয়াগুলো ধীর হয়ে যায় । শ্বাস-প্রশ্বাসেও একটা ধীরতা আসে। যার ফলে সেই সময় নিউমোনিয়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে । তাই অ্যালঝাইমার্স আক্রান্ত ব্যক্তিরা সাধারণত নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান ।

চিকিৎসকের থেকে এ ধরনের বিভিন্ন গল্প শুনে এই রোগকে কেন্দ্র করে একটি সিনেমাও তৈরি করেছিলেন পরিচালক সুদেষ্ণা রায় । সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । পরিচালকের কথায়, "সিনেমার মাধ্যমে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছনো যায় । এই রোগ হলে কী করা উচিত তা অনেকেই জানেন না । তাই আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে এই রোগটার ওপর মূলত নজর রাখি । এই রোগ হলে পরবর্তীকালে কী হতে পারে, কীভাবে চিকিৎসা হতে পারে সেই বিষয়েও তুলে ধরি সিনেমায় ।"

আরও পড়ুন :

  1. রোগীকে সজ্ঞানে রেখে ব্রেন টিউমার অস্ত্রোপচারে সেঞ্চুরি, অভিজ্ঞতায় 'ডায়েরী' বিশ্বখ্যাত নিউরোসার্জেনের
  2. ফিরুক পড়ার অভ্যাস, অভিনব ভাবনায় বিয়ের নিমন্ত্রণ পত্রে গল্পের বই উপহার পাত্রের পরিবারের
  3. করোনা ভাইরাসের গল্প এবার লিপিবদ্ধ, প্রকাশ পেল প্যানডেমিকের ইতিহাস

কলকাতা, 16 জানুয়ারি: অ্যালঝাইমার্স, এমন একটি রোগ যা কাছের মানুষদের ভুলিয়ে দেয় ৷ এই রোগে আক্রান্ত মানুষ ভুলে যায় আপনজনকে । আর এই ভুলে যাওয়াকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 'অ্যালঝাইমার্স'। আমাদের মস্তিষ্কের ভিতরে কিছু কেমিক্যাল জমা হতে থাকে । যাকে বলা হয় 'অ্যামাইলয়েডপ্ল্যাটস'। ওই প্ল্যাটসগুলো মস্তিষ্কের নার্ভের ভিতরে জমা হয় । ফলে নার্ভগুলো পঙ্গু হয়ে যায় । যার থেকে অ্যালঝাইমার্স রোগের উৎপত্তি ।

এই রোগের ফলে আপন মানুষকে চিনতে না-পারা, ভুলে যাওয়া-সহ একাধিক আচরণ দেখা যায় রোগীর মধ্যে। তখন কী করা উচিত সেই রোগীর পরিবারের, কীভাবে এই রোগের চিকিৎসা করা হয় ? সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রবাসী চিকিৎসক তথা লেখক শুভেন্দু সেন । সাধারণ মানুষকে অ্যালঝাইমার্স রোগ সম্পর্কে সচেতন করতে প্রকাশ করলেন 'The Fight Against Alzheimer's' যার অর্থ, অ্যালঝাইমার্সের বিরুদ্ধে লড়াই । সোমবার সন্ধ্যায় পার্কস্ট্রিটে প্রকাশিত হল তাঁর লেখা এই বই । বই উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন চিকিৎসক এবং পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, পরিচালক সুদেষ্ণা রায়, সমাজকর্মী পিয়া চক্রবর্তী, অভিনেতা ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ।

এই বই উদ্বোধন করতে গিয়ে চিকিৎসক জানান, তাঁর দিদিমা উচ্চশিক্ষিত থাকলেও একটা সময় সব ভুলে গিয়েছিলেন । তাঁর প্রিয় নাতিকেও চিনতে পারছিলেন না । সেখান থেকেই এই রোগ সম্পর্কে জানা চিকিৎসকের । তারপর দীর্ঘদিন এই বিষয়ে গবেষণা ও চিকিৎসা । চিকিৎসকের মতে এই রোগের প্রাথমিক লক্ষণ হল, শৌচালয় গিয়ে পছন্দের সাবানের গন্ধ চিনতে না পারা । রোজ ব্যবহৃত শব্দ আসতে আসতে ভুলে যাওয়া । জিনিসটা বৃদ্ধি পেতে পেতে নিজেকেই একসময়ে অচেনা লাগে এই ধরনের রোগীদের । তবে এরূপ রোগীদের সঙ্গে কখনওই প্রশ্ন নয়, চিনিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়াটাই শ্রেয় বলে জানাচ্ছেন চিকিৎসক শুভেন্দু সেন । তিনি বলেন, "একে চিনতে পারছ ? এটা মনে করতে পারছ ? আমরা সাধারণত এই প্রশ্নগুলো করে থাকি । কিন্তু এটা ভুল ৷ বরং তাঁকে চিনিয়ে দিতে হবে জিনিসটা কী বা মানুষটা কে ।"

এই রোগ অনেকটা বংশ পরম্পরাতেও হয়ে থাকে । তবে এই রোগের ফলে মৃত্যুর আশঙ্কা নেই। বরং অ্যালঝাইমার্স হলে শরীরের অন্যান্য প্রক্রিয়াগুলো ধীর হয়ে যায় । শ্বাস-প্রশ্বাসেও একটা ধীরতা আসে। যার ফলে সেই সময় নিউমোনিয়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে । তাই অ্যালঝাইমার্স আক্রান্ত ব্যক্তিরা সাধারণত নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান ।

চিকিৎসকের থেকে এ ধরনের বিভিন্ন গল্প শুনে এই রোগকে কেন্দ্র করে একটি সিনেমাও তৈরি করেছিলেন পরিচালক সুদেষ্ণা রায় । সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে । পরিচালকের কথায়, "সিনেমার মাধ্যমে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছনো যায় । এই রোগ হলে কী করা উচিত তা অনেকেই জানেন না । তাই আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে এই রোগটার ওপর মূলত নজর রাখি । এই রোগ হলে পরবর্তীকালে কী হতে পারে, কীভাবে চিকিৎসা হতে পারে সেই বিষয়েও তুলে ধরি সিনেমায় ।"

আরও পড়ুন :

  1. রোগীকে সজ্ঞানে রেখে ব্রেন টিউমার অস্ত্রোপচারে সেঞ্চুরি, অভিজ্ঞতায় 'ডায়েরী' বিশ্বখ্যাত নিউরোসার্জেনের
  2. ফিরুক পড়ার অভ্যাস, অভিনব ভাবনায় বিয়ের নিমন্ত্রণ পত্রে গল্পের বই উপহার পাত্রের পরিবারের
  3. করোনা ভাইরাসের গল্প এবার লিপিবদ্ধ, প্রকাশ পেল প্যানডেমিকের ইতিহাস
Last Updated : Jan 17, 2024, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.