ETV Bharat / state

"আমার সাথে কাউকে জড়াবেন না", বৈঠকের পর বললেন রাজীব - বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

বৈঠকের পর বরফ গলার ইঙ্গিত ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী দিনের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে ৷"

রাজীব বন্দ্যোপাধ্যায়
রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 13, 2020, 4:16 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : তাঁর কিছু মন্তব্য দলের বিড়ম্বনা বাড়িয়েছিল । এই পরিস্থিতিতে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । আর বৈঠক শেষে রাজীববাবু বলেন, "আমার সাথে কাউকে জড়বেন না ।" তবে ক্ষোভ যে কারও থাকতেই পারে তা জানাতেও ভোলেননি তিনি ।

আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় । বৈঠকের কারণ হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী দিনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক ৷"

তবে তাঁর সঙ্গে কারও নাম না জড়ানোর জন্য আবেদন করেন রাজীববাবু । বলেন, ‘‘শুভেন্দুবাবুর ব্যাপারটা ব্যক্তিগত ৷ আমার ব্যাপারটাও ব্যক্তিগত ৷" যদিও বলেন, "ক্ষোভ তো থাকতেই পারে ।" তবে তা আলোচনার মাধ্যমেই মিটবে । আগামীদিনে ডাকলে ফের আসবেন বলেও জানান ।

কয়েকদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠছিল । শুভেন্দু অধিকারীকে নিয়ে দল যখন বিব্রত, তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় । শুভেন্দুর মতো একাধিক জায়গায় তাঁর ছবি সম্বলিত পোস্টারও পড়ে । এই নিয়ে জল্পনা বাড়তেই তাঁর ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয় তৃণমূল নেতৃত্ব ।

কলকাতা, 13 ডিসেম্বর : তাঁর কিছু মন্তব্য দলের বিড়ম্বনা বাড়িয়েছিল । এই পরিস্থিতিতে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । আর বৈঠক শেষে রাজীববাবু বলেন, "আমার সাথে কাউকে জড়বেন না ।" তবে ক্ষোভ যে কারও থাকতেই পারে তা জানাতেও ভোলেননি তিনি ।

আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় । বৈঠকের কারণ হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী দিনের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক ৷"

তবে তাঁর সঙ্গে কারও নাম না জড়ানোর জন্য আবেদন করেন রাজীববাবু । বলেন, ‘‘শুভেন্দুবাবুর ব্যাপারটা ব্যক্তিগত ৷ আমার ব্যাপারটাও ব্যক্তিগত ৷" যদিও বলেন, "ক্ষোভ তো থাকতেই পারে ।" তবে তা আলোচনার মাধ্যমেই মিটবে । আগামীদিনে ডাকলে ফের আসবেন বলেও জানান ।

কয়েকদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে উঠছিল । শুভেন্দু অধিকারীকে নিয়ে দল যখন বিব্রত, তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় । শুভেন্দুর মতো একাধিক জায়গায় তাঁর ছবি সম্বলিত পোস্টারও পড়ে । এই নিয়ে জল্পনা বাড়তেই তাঁর ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয় তৃণমূল নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.