ETV Bharat / state

Dilip Ghosh Criticises Intellectuals: "যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন", জয়ের মমতা স্তুতিতে কটাক্ষ দিলীপের - Dilip Ghosh criticises Intellectuals

তৃণমূল মুখপত্রে কবি জয় গোস্বামীর মমতা স্তুতি নিয়ে নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh Criticises Intellectuals) ৷

Dilip Ghosh
নাগরিক সমাজকে কটাক্ষ দিলীপের
author img

By

Published : Dec 12, 2021, 5:42 PM IST

Updated : Dec 12, 2021, 6:06 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : তৃণমূলের মুখপত্রে কবি জয় গোস্বামীর মমতা স্তুতি ফিরহাদ হাকিমের প্রশংসা প্রসঙ্গে রাজ্যের সুশীল সমাজের একাংশকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ((Dilip Ghosh Criticises Intellectuals) ৷ তাঁর কটাক্ষ,"প্রশংসা যে কেউ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেকের প্রশংসা করেছেন ৷ বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকজন যারা ছবি আঁকতেন তাঁরা আজকে কোথায়? তাঁদের পেট ভরে গেছে। যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন।" রবিবার বেহালায় 123 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

"যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন", জয়ের মমতা স্তুতিতে কটাক্ষ দিলীপের

এদিন দিলীপবাবু আরও বলেন, "দেশের বড় বড় কর্পোরেশন চালানোর অভিজ্ঞতা বিজেপির আছে। তাই আমরা চাই মানুষের সেবা করতে। আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা চাই কলকাতার সমস্যার সমাধান হোক ৷ সিপিএম অনেক বছর চালিয়েছে, তারপর টিএমসি প্রায় 15 বছর। কিন্তু আসল সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি। তার সঙ্গে হিংসা, দুর্নীতি তো রয়েছেই। আমরা 50 জন মহিলাকে প্রার্থী করেছি। "

আরও পড়ুন : KMC Election 2021 : জাগোবাংলায় পৌরভোটের বিশেষ কলমে মমতা স্তুতি কবি জয় গোস্বামীর

রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে কলকাতা পৌরভোটে দলের জয় প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন, "লড়াই সব সময় কঠিন ৷ তৃণমূলের জন্যও কঠিন, আমাদের জন্যও কঠিন। সমাধান মানুষ করবে। আমরা মানুষের জন্য কাজ করতে প্রস্তুত ৷ পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় আমি কাল থেকে প্রচার করছি, উনি হাঁটতে পারেন না তাই উনি কোথাও যেতে পারছেন না। ওনারা ভাবছেন, মানুষকে চমকে ধমকে ভোট করাবেন ৷ কিন্তু তা হবে না ৷ পশ্চিমবঙ্গের মানুষ বেশিদিন এসব সহ্য করবে না। আমরা আশা করব শান্তিপূর্ণ ভোট হবে পৌরসভায়।" তাঁর অভিযোগ, শুধু বেহালায় নয়,কলকাতার বিভিন্ন জায়গায় পৌরসভা ভোটের আগে পোস্টার ছিঁড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল।

কলকাতা, 12 ডিসেম্বর : তৃণমূলের মুখপত্রে কবি জয় গোস্বামীর মমতা স্তুতি ফিরহাদ হাকিমের প্রশংসা প্রসঙ্গে রাজ্যের সুশীল সমাজের একাংশকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ((Dilip Ghosh Criticises Intellectuals) ৷ তাঁর কটাক্ষ,"প্রশংসা যে কেউ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেকের প্রশংসা করেছেন ৷ বুদ্ধিজীবী, সুশীল সমাজের লোকজন যারা ছবি আঁকতেন তাঁরা আজকে কোথায়? তাঁদের পেট ভরে গেছে। যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন।" রবিবার বেহালায় 123 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

"যাঁদের পেট ভরেনি তাঁরা আবার শুরু করেছেন", জয়ের মমতা স্তুতিতে কটাক্ষ দিলীপের

এদিন দিলীপবাবু আরও বলেন, "দেশের বড় বড় কর্পোরেশন চালানোর অভিজ্ঞতা বিজেপির আছে। তাই আমরা চাই মানুষের সেবা করতে। আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা চাই কলকাতার সমস্যার সমাধান হোক ৷ সিপিএম অনেক বছর চালিয়েছে, তারপর টিএমসি প্রায় 15 বছর। কিন্তু আসল সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি। তার সঙ্গে হিংসা, দুর্নীতি তো রয়েছেই। আমরা 50 জন মহিলাকে প্রার্থী করেছি। "

আরও পড়ুন : KMC Election 2021 : জাগোবাংলায় পৌরভোটের বিশেষ কলমে মমতা স্তুতি কবি জয় গোস্বামীর

রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে কলকাতা পৌরভোটে দলের জয় প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন, "লড়াই সব সময় কঠিন ৷ তৃণমূলের জন্যও কঠিন, আমাদের জন্যও কঠিন। সমাধান মানুষ করবে। আমরা মানুষের জন্য কাজ করতে প্রস্তুত ৷ পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় আমি কাল থেকে প্রচার করছি, উনি হাঁটতে পারেন না তাই উনি কোথাও যেতে পারছেন না। ওনারা ভাবছেন, মানুষকে চমকে ধমকে ভোট করাবেন ৷ কিন্তু তা হবে না ৷ পশ্চিমবঙ্গের মানুষ বেশিদিন এসব সহ্য করবে না। আমরা আশা করব শান্তিপূর্ণ ভোট হবে পৌরসভায়।" তাঁর অভিযোগ, শুধু বেহালায় নয়,কলকাতার বিভিন্ন জায়গায় পৌরসভা ভোটের আগে পোস্টার ছিঁড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল।

Last Updated : Dec 12, 2021, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.