ETV Bharat / state

Recruitment Scam: পৌর নিয়োগেও অয়নের কারসাজি ! খতিয়ে দেখবে রাজ্য - অয়ন শীল

অয়ন শীলের সংস্থার মাধ্যমে পৌরসভা ও পৌরনিগমগুলিতে হওয়া নিয়োগে দুর্নীতির অভিযোগ ৷ সত্য উদ্ঘাটনে 'অডিট' করানোর সিদ্ধান্ত পৌর ও নগরোন্নয়ন দফতরের ৷

Department of Urban Development and Municipal Affairs will audit all Recruitments done by Ayan Sil Company
ফাইল ছবি
author img

By

Published : Apr 4, 2023, 7:09 PM IST

কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের সংস্থা কোনওরকম দুর্নীতি করেছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে চায় পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জেরে নাজেহাল অবস্থা রাজ্য সরকার ও প্রশাসনের ৷ এই প্রেক্ষাপটে পৌর-নিয়োগে কোনও দুর্নীতি হয়ে থাকলে দ্রুত তা শনাক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ যাতে অভিযোগের প্রমাণ হাতে এলে দোষীদের চিহ্নিত করে কাঠগড়ায় তোলা যায় ৷ এর জন্য তিনটি পর্যায়ে রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলির নিয়োগ প্রক্রিয়া 'অডিট' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, নিয়োগ নিয়ে নতুন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন অয়ন শীল ৷ অভিযোগ, তাঁর সংস্থা বেআইনিভাবে টেন্ডার হাতিয়ে পৌর সংস্থাগুলিতে নিয়োগের কাজ করত ! সেই অভিযোগ কত দূর সত্যি, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে ৷ পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে 2011 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচুর নিয়োগ হয়েছে ৷ যার মধ্য়ে বহু নিয়োগ হয়েছে অয়নের সংস্থার মাধ্যমে ৷ তাতে কোনও অনিয়ম হয়েছে কি না, এবার সেটাই খতিয়ে দেখা হবে ৷ শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সতর্ক করেছেন আধিকারিকরা ৷ তাই সরকারও আর এ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ৷ যদিও বিরোধীদের অভিযোগ, নিজেদের দুর্নীতি ও জালিয়াতি ঢাকতেই এই পদক্ষেপ করতে হয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতরকে ৷

প্রাথমিকভাবে কলকাতা পৌরনিগমকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা লাগোয়া সমস্ত পৌর সংস্থা, দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাদবাকি পৌরসভা ও পৌরনিগম এবং তৃতীয় ও শেষ দফায় উত্তরবঙ্গের পৌর সংস্থাগুলিতে এই 'অডিট' চলবে ৷

এই প্রসঙ্গে, দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দেশ যখন এসেছে, তখন নতুন করে ফাইলপত্র নাড়াঘাঁটা করা হবে ৷ আসলে মন্ত্রীর এই ঘটনা অজানা হলেও দুর্নীতি হয়ে থাকলে তার রেশ সংশ্লিষ্ট সকলের উপরই পড়বে ৷ তাই সমস্ত ঘটনা খতিয়ে দেখা দরকার ৷ কিন্তু, মাঝে অনেকগুলি বছর পার হয়ে গিয়েছে ৷ তাই সবক'টি ক্ষেত্রে আদৌ সমস্ত তথ্য পাওয়া সম্ভব কি না, তা নিয়ে দফতরের ওই আধিকারিকই সন্দীহান !

আরও পড়ুন: পৌরনিগমে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের

আমাদের রাজ্যে পৌরসভা রয়েছে 123টি ৷ আর পৌরনিগমের সংখ্য়া ছয় ৷ সব মিলিয়ে প্রায় 80 (আশি) হাজার অনুমোদিত পদ রয়েছে ৷ তার মধ্যে বর্তমানে 40 হাজারের কিছু বেশি পদে স্থায়ী কর্মী রয়েছেন ৷ অন্যদিকে, অস্থায়ী কর্মীর সংখ্যা 1 লক্ষের কিছু বেশি ৷ 2019 সালের আগে পর্যন্ত কেবলমাত্র কলকাতা পৌরনিগমেই মিউনিসিপাল সার্ভিস কমিশনের মারফত নিয়োগ করা হত ৷ 2019 সালের পর রাজ্যের সমস্ত পৌরনিগম ও পৌরসভাতেই এই নিয়ম কার্যকর করা হয় ৷ আগে বেসরকারি বিভিন্ন সংস্থা টেন্ডারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার বরাত নিত ৷ অয়ন শীলের সংস্থা তার অন্যতম ৷

কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের সংস্থা কোনওরকম দুর্নীতি করেছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে চায় পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জেরে নাজেহাল অবস্থা রাজ্য সরকার ও প্রশাসনের ৷ এই প্রেক্ষাপটে পৌর-নিয়োগে কোনও দুর্নীতি হয়ে থাকলে দ্রুত তা শনাক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ যাতে অভিযোগের প্রমাণ হাতে এলে দোষীদের চিহ্নিত করে কাঠগড়ায় তোলা যায় ৷ এর জন্য তিনটি পর্যায়ে রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলির নিয়োগ প্রক্রিয়া 'অডিট' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, নিয়োগ নিয়ে নতুন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন অয়ন শীল ৷ অভিযোগ, তাঁর সংস্থা বেআইনিভাবে টেন্ডার হাতিয়ে পৌর সংস্থাগুলিতে নিয়োগের কাজ করত ! সেই অভিযোগ কত দূর সত্যি, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে ৷ পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে 2011 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচুর নিয়োগ হয়েছে ৷ যার মধ্য়ে বহু নিয়োগ হয়েছে অয়নের সংস্থার মাধ্যমে ৷ তাতে কোনও অনিয়ম হয়েছে কি না, এবার সেটাই খতিয়ে দেখা হবে ৷ শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সতর্ক করেছেন আধিকারিকরা ৷ তাই সরকারও আর এ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ৷ যদিও বিরোধীদের অভিযোগ, নিজেদের দুর্নীতি ও জালিয়াতি ঢাকতেই এই পদক্ষেপ করতে হয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতরকে ৷

প্রাথমিকভাবে কলকাতা পৌরনিগমকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা লাগোয়া সমস্ত পৌর সংস্থা, দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাদবাকি পৌরসভা ও পৌরনিগম এবং তৃতীয় ও শেষ দফায় উত্তরবঙ্গের পৌর সংস্থাগুলিতে এই 'অডিট' চলবে ৷

এই প্রসঙ্গে, দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দেশ যখন এসেছে, তখন নতুন করে ফাইলপত্র নাড়াঘাঁটা করা হবে ৷ আসলে মন্ত্রীর এই ঘটনা অজানা হলেও দুর্নীতি হয়ে থাকলে তার রেশ সংশ্লিষ্ট সকলের উপরই পড়বে ৷ তাই সমস্ত ঘটনা খতিয়ে দেখা দরকার ৷ কিন্তু, মাঝে অনেকগুলি বছর পার হয়ে গিয়েছে ৷ তাই সবক'টি ক্ষেত্রে আদৌ সমস্ত তথ্য পাওয়া সম্ভব কি না, তা নিয়ে দফতরের ওই আধিকারিকই সন্দীহান !

আরও পড়ুন: পৌরনিগমে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের

আমাদের রাজ্যে পৌরসভা রয়েছে 123টি ৷ আর পৌরনিগমের সংখ্য়া ছয় ৷ সব মিলিয়ে প্রায় 80 (আশি) হাজার অনুমোদিত পদ রয়েছে ৷ তার মধ্যে বর্তমানে 40 হাজারের কিছু বেশি পদে স্থায়ী কর্মী রয়েছেন ৷ অন্যদিকে, অস্থায়ী কর্মীর সংখ্যা 1 লক্ষের কিছু বেশি ৷ 2019 সালের আগে পর্যন্ত কেবলমাত্র কলকাতা পৌরনিগমেই মিউনিসিপাল সার্ভিস কমিশনের মারফত নিয়োগ করা হত ৷ 2019 সালের পর রাজ্যের সমস্ত পৌরনিগম ও পৌরসভাতেই এই নিয়ম কার্যকর করা হয় ৷ আগে বেসরকারি বিভিন্ন সংস্থা টেন্ডারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার বরাত নিত ৷ অয়ন শীলের সংস্থা তার অন্যতম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.