ETV Bharat / state

"হোক ইউনিয়ন", সরব যাদবপুরের পড়ুয়ারা

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামল যাদবপুরের পড়ুয়ারা ৷ অংশ নিয়েছিল সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারাও ৷ পরে ছাত্রদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের মতামতও শোনেন।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 26, 2019, 11:38 PM IST

বিধাননগর, 26 অগাস্ট : হোক ইউনিয়ন ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামল যাদবপুরের পড়ুয়ারা ৷ যাদবপুরের ছাত্রদের এই অভিযানে অংশ নিয়েছিল সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারাও ৷ তবে বিকাশ ভবন পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে ৷ প্রতিবছর আগে যেভাবে ছাত্র সংসদের নির্বাচন হত, সেভাবেই ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনতে হবে ।

এই বিষয়ে, যাদবপুরের ছাত্র শঙ্খদীপ চক্রবর্তী বলেন, "সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পক্ষের কাছ থেকেই সঠিক জবাব পাইনি আমরা । বারবার একটি ত্রিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তাও হয়নি ৷ এতদিন কোনও সমাধান হয়নি ৷"

দেখুন ভিডিয়ো

শঙ্খদীপ আরও বলেন, "তিন বছর হয়ে গেছে কোনওরকম নির্বাচন হয়নি । আমাদের দাবি প্রতি বছর নিয়মিত ইউনিয়ন ইউনিয়ন ইলেকশন করতে হবে । যাতে আমাদের ইউনিয়ন ঠিক ভাবে কাজ করতে পারে । আমাদের ইউনিয়ন গণতান্ত্রিকভাবে কাজ করে ৷ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্রছাত্রীদের দাবি ঠিকঠাক মেটাতে পারছেন না ৷ আমরা চাই আবার নির্বাচন শুরু হোক ৷ এই বিষয়ে আমাদের উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ পরে জানতে পারি আমাদের যে তিনটি ইউনিয়ন আর্ট, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, সকলের সঙ্গে শিক্ষামন্ত্রী বসতে চান ৷ সেই দাবিতে আজ এই অভিযান ৷"

আজ ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের মতামতও নেন তিনি ।

বিধাননগর, 26 অগাস্ট : হোক ইউনিয়ন ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামল যাদবপুরের পড়ুয়ারা ৷ যাদবপুরের ছাত্রদের এই অভিযানে অংশ নিয়েছিল সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারাও ৷ তবে বিকাশ ভবন পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে ৷ প্রতিবছর আগে যেভাবে ছাত্র সংসদের নির্বাচন হত, সেভাবেই ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনতে হবে ।

এই বিষয়ে, যাদবপুরের ছাত্র শঙ্খদীপ চক্রবর্তী বলেন, "সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পক্ষের কাছ থেকেই সঠিক জবাব পাইনি আমরা । বারবার একটি ত্রিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তাও হয়নি ৷ এতদিন কোনও সমাধান হয়নি ৷"

দেখুন ভিডিয়ো

শঙ্খদীপ আরও বলেন, "তিন বছর হয়ে গেছে কোনওরকম নির্বাচন হয়নি । আমাদের দাবি প্রতি বছর নিয়মিত ইউনিয়ন ইউনিয়ন ইলেকশন করতে হবে । যাতে আমাদের ইউনিয়ন ঠিক ভাবে কাজ করতে পারে । আমাদের ইউনিয়ন গণতান্ত্রিকভাবে কাজ করে ৷ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্রছাত্রীদের দাবি ঠিকঠাক মেটাতে পারছেন না ৷ আমরা চাই আবার নির্বাচন শুরু হোক ৷ এই বিষয়ে আমাদের উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ পরে জানতে পারি আমাদের যে তিনটি ইউনিয়ন আর্ট, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, সকলের সঙ্গে শিক্ষামন্ত্রী বসতে চান ৷ সেই দাবিতে আজ এই অভিযান ৷"

আজ ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের মতামতও নেন তিনি ।

Intro:

বিধাননগর, ২৬ আগস্ট: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের বিকাশ ভবন অভিযানে নামল যাদবপুরের পড়ুয়ারা হোক ইউনিয়ন স্লোগানে যাদবপুরের বেশ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। এই অভিযানে অংশ নিয়েছিল বিশ্ববিদ্যালয় যাদবপুর এবং সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারা। বিকাশ ভবনের আগে তাদের আটকে দেয় পুলিশ। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এবং প্রতি বছর আগে যেভাবে ছাত্র সংসদের নির্বাচন হতো সেভাবেই ছাত্র সংসদ নির্বাচন প্রথা ফিরিয়ে আনতে হবে।

Body:যাদবপুরের ছাত্র আন্দোলনের নেতা শঙ্খদীপ চক্রবর্তী বলেন, আমরা আন্দোলন করছি কারন আমরা সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কোন পক্ষের কাছ থেকে সদুত্তর পাইনি। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। তিন বছর হয়ে গেছে কোনরকম নির্বাচন হয়নি। ফলে ছাত্রছাত্রীরা তাদের দাবি-দাওয়া সমস্যা জানাতে পারছে না। ইউনিয়নের থাকলে ইউনিয়ন থাকলে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি প্রতি বছর নিয়মিত ইউনিয়ন ইউনিয়ন ইলেকশন করতে হবে। যাতে আমাদের ইউনিয়ন ঠিক ভাবে কাজ করতে পারে। আমাদের যে তিনটি ইউনিয়ন আর্ট সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং সকলের সঙ্গে শিক্ষামন্ত্রী বসতে চান এবং যার জন্য আমরা আজকে দুই ক্যাম্পাস থেকে যাদবপুর ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে তার সাথে কথা বলে আমাদের ইউনিয়ন ইলেকশনের দাবি জনাব"। এদিন ছাত্র-ছাত্রী থেকে দের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের মতামত নেন।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.