বিধাননগর, 26 অগাস্ট : হোক ইউনিয়ন ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামল যাদবপুরের পড়ুয়ারা ৷ যাদবপুরের ছাত্রদের এই অভিযানে অংশ নিয়েছিল সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারাও ৷ তবে বিকাশ ভবন পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে ৷ প্রতিবছর আগে যেভাবে ছাত্র সংসদের নির্বাচন হত, সেভাবেই ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনতে হবে ।
এই বিষয়ে, যাদবপুরের ছাত্র শঙ্খদীপ চক্রবর্তী বলেন, "সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পক্ষের কাছ থেকেই সঠিক জবাব পাইনি আমরা । বারবার একটি ত্রিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তাও হয়নি ৷ এতদিন কোনও সমাধান হয়নি ৷"
শঙ্খদীপ আরও বলেন, "তিন বছর হয়ে গেছে কোনওরকম নির্বাচন হয়নি । আমাদের দাবি প্রতি বছর নিয়মিত ইউনিয়ন ইউনিয়ন ইলেকশন করতে হবে । যাতে আমাদের ইউনিয়ন ঠিক ভাবে কাজ করতে পারে । আমাদের ইউনিয়ন গণতান্ত্রিকভাবে কাজ করে ৷ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছাত্রছাত্রীদের দাবি ঠিকঠাক মেটাতে পারছেন না ৷ আমরা চাই আবার নির্বাচন শুরু হোক ৷ এই বিষয়ে আমাদের উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ পরে জানতে পারি আমাদের যে তিনটি ইউনিয়ন আর্ট, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, সকলের সঙ্গে শিক্ষামন্ত্রী বসতে চান ৷ সেই দাবিতে আজ এই অভিযান ৷"
আজ ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের মতামতও নেন তিনি ।