ETV Bharat / sports

নেতৃত্বের ভূয়সী প্রশংসা, ক্যাঙারুর দেশে শুরু থেকে রোহিতকে চাইছেন সৌরভ - BORDER GAVASKAR TROPHY

রোহিত শর্মার অধিনায়কত্ব অস্ট্রেলিয়ায় প্রথম থেকে দরকার ভারতীয় দলের ৷ তাই মুম্বইকরকে পারথ টেস্টের আগেই দলে যোগ দিতে বলছেন মহারাজ ৷

SOURAV ON ROHIT
রোহিতকে শুরু থেকে চাইছেন সৌরভ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 17, 2024, 4:36 PM IST

হায়দরাবাদ, 17 নভেম্বর: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু থেকেই অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে প্রয়োজন ৷ 'হিটম্যান'কে একজন দুরন্ত অধিনায়ক আখ্যা দিয়ে পারথ টেস্টের আগেই রোহিতকে অস্ট্রেলিয়ায় দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান, পরিস্থিতি যাই হোক না কেন; তিনি হলে প্রথম টেস্টের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে যেতেন ৷

শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে ৷ শনিবার সেই সুখবর সোশাল মিডিয়া পোস্টে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারত অধিনায়ক ৷ মনে করা হয়েছিল তাহলে বুঝি মুম্বইকরকে দল অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকেই পাবে ৷ কিন্তু শনিবার রাতে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনই ক্য়াঙারুর দেশে উড়ে যাচ্ছেন না রোহিত ৷ সদ্যজাত এবং পরিবারের সঙ্গে এইমুহূর্তে আরও বেশ কয়েকটা দিন সময় কাটাতে চান তিনি ৷ ফলত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে তাঁকে পাবে না ভারতীয় দল ৷

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি শনিবার রেভ স্পোর্টসকে বলেন, "আমার মনে হয় রোহিত শর্মা শীঘ্রই অস্ট্রেলিয়া উড়ে যাবে ৷ কারণ অধিনায়ক হিসেবে দলের ওকে প্রয়োজন ৷ ওর স্ত্রী গতকাল রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছে বলে শুনেছি ৷ আমি নিশ্চিত রোহিত আর দেরি করবে না ৷ আমি ওর জায়গায় থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তাম ৷ পারথ টেস্টে ওর খেলা উচিত ৷ কারণ বিরাট সিরিজ এটা ৷ এরপর ও আর অস্ট্রেলিয়ায় খেলবে না ৷ দুর্দান্ত একজন অধিনায়ক রোহিত ৷ তাই সিরিজের শুরু থেকেই ভারতের ওকে প্রয়োজন ৷"

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর মুম্বই ক্রিকেটারের অধিনায়কত্ব নিয়ে অবশ্য সমালোচনা শুরু হয়েছে বিস্তর ৷ পাশাপাশি ব্যাটার রোহিতও সাম্প্রতিক সময়ে একেবারেই অফ ফর্মে ৷ কিউয়িদের বিরুদ্ধে সিরিজে মাত্র 91 রান এসেছে তাঁর ব্যাটে ৷ ফলত অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতেরও প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে বর্ডার-গাভাসকর ট্রফি ৷ এখন দেখার, সৌরভের কথা অনুযায়ী দলের প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রথম টেস্টের আগে রোহিত দলে যোগ দেন কি না ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 17 নভেম্বর: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু থেকেই অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে প্রয়োজন ৷ 'হিটম্যান'কে একজন দুরন্ত অধিনায়ক আখ্যা দিয়ে পারথ টেস্টের আগেই রোহিতকে অস্ট্রেলিয়ায় দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান, পরিস্থিতি যাই হোক না কেন; তিনি হলে প্রথম টেস্টের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে যেতেন ৷

শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে ৷ শনিবার সেই সুখবর সোশাল মিডিয়া পোস্টে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারত অধিনায়ক ৷ মনে করা হয়েছিল তাহলে বুঝি মুম্বইকরকে দল অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকেই পাবে ৷ কিন্তু শনিবার রাতে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনই ক্য়াঙারুর দেশে উড়ে যাচ্ছেন না রোহিত ৷ সদ্যজাত এবং পরিবারের সঙ্গে এইমুহূর্তে আরও বেশ কয়েকটা দিন সময় কাটাতে চান তিনি ৷ ফলত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে তাঁকে পাবে না ভারতীয় দল ৷

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি শনিবার রেভ স্পোর্টসকে বলেন, "আমার মনে হয় রোহিত শর্মা শীঘ্রই অস্ট্রেলিয়া উড়ে যাবে ৷ কারণ অধিনায়ক হিসেবে দলের ওকে প্রয়োজন ৷ ওর স্ত্রী গতকাল রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছে বলে শুনেছি ৷ আমি নিশ্চিত রোহিত আর দেরি করবে না ৷ আমি ওর জায়গায় থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তাম ৷ পারথ টেস্টে ওর খেলা উচিত ৷ কারণ বিরাট সিরিজ এটা ৷ এরপর ও আর অস্ট্রেলিয়ায় খেলবে না ৷ দুর্দান্ত একজন অধিনায়ক রোহিত ৷ তাই সিরিজের শুরু থেকেই ভারতের ওকে প্রয়োজন ৷"

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর মুম্বই ক্রিকেটারের অধিনায়কত্ব নিয়ে অবশ্য সমালোচনা শুরু হয়েছে বিস্তর ৷ পাশাপাশি ব্যাটার রোহিতও সাম্প্রতিক সময়ে একেবারেই অফ ফর্মে ৷ কিউয়িদের বিরুদ্ধে সিরিজে মাত্র 91 রান এসেছে তাঁর ব্যাটে ৷ ফলত অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতেরও প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে বর্ডার-গাভাসকর ট্রফি ৷ এখন দেখার, সৌরভের কথা অনুযায়ী দলের প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রথম টেস্টের আগে রোহিত দলে যোগ দেন কি না ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.