ETV Bharat / state

শিয়ালদা ফ্লাইওভারে ত্রুটি, জমা পড়ল রিপোর্ট - কলকাতা

শিয়ালদা ফ্লাইওভারে ত্রুটি। রিপোর্ট জমা KMDA দপ্তরে। তবে এখনই শুরু হচ্ছে না মেরামতির কাজ।

flyover
author img

By

Published : Apr 3, 2019, 9:50 AM IST

কলকাতা, 3 এপ্রিল : শিয়ালদা ফ্লাইওভারের ফিট রিপোর্টে ধড়া পড়ল ত্রুটি। সেই রিপোর্ট জমা পড়েছে KMDA দপ্তরে। ত্রুটি ধড়া পড়লেও এখনই মেরামতির কাজ শুরু করা হচ্ছে না, জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মেয়র বলেন, "দুটি ত্রুটি ধরা পড়লেও ফ্লাইওভারের অবস্থা খুব একটা বিপজ্জনক নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। তারপরই মেরামতির কাজ শুরু হবে। হকারদের সঙ্গে কথাও হয়ে গেছে। মেরামতির কাজ শুরু হলে তাঁরা অন্য কোথাও সরে যাবেন।" তিনি জানান, শহরের আরও 9 টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে।

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন চলাকালীন কলকাতা পুরনিগমের অন্তর্গত 144 নম্বর ওয়ার্ডে বেআইনি কিছু নির্মাণ হলে তার দায় নিতে হবে বোরো অফিসের সংশ্লিষ্ট বিল্ডিং আধিকারিকদের। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।"

কলকাতা, 3 এপ্রিল : শিয়ালদা ফ্লাইওভারের ফিট রিপোর্টে ধড়া পড়ল ত্রুটি। সেই রিপোর্ট জমা পড়েছে KMDA দপ্তরে। ত্রুটি ধড়া পড়লেও এখনই মেরামতির কাজ শুরু করা হচ্ছে না, জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মেয়র বলেন, "দুটি ত্রুটি ধরা পড়লেও ফ্লাইওভারের অবস্থা খুব একটা বিপজ্জনক নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। তারপরই মেরামতির কাজ শুরু হবে। হকারদের সঙ্গে কথাও হয়ে গেছে। মেরামতির কাজ শুরু হলে তাঁরা অন্য কোথাও সরে যাবেন।" তিনি জানান, শহরের আরও 9 টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে।

ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন চলাকালীন কলকাতা পুরনিগমের অন্তর্গত 144 নম্বর ওয়ার্ডে বেআইনি কিছু নির্মাণ হলে তার দায় নিতে হবে বোরো অফিসের সংশ্লিষ্ট বিল্ডিং আধিকারিকদের। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।"

Intro:শিয়ালদা ফ্লাই ওভারের ফিট সার্টিফিকেট রিপোর্টে ত্রুটি ধরা পড়ল। শিয়ালদা ফ্লাইওভার যার পোশাকি নাম বিদ্যাপতি সেতু । সেই বিদ্যাপতি সেতু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পরল কে এম ডি এ দফতরে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পরীক্ষার রিপোর্টে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ফ্লাইওভারের বেশ কিছু ত্রুটি ধরা পড়লেও এই মুহূর্তে মেরামতির কাজ শুরু হচ্ছে না। দুটি ধরা পড়লেও বিপদজনক অবস্থা নয় বললেন মেয়র ফিরহাদ হাকিম।


Body:বিদ্যাপতি সেতু আরো কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট গুলি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই মেরা পুতির কাজ শুরু করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যে হকারদের সঙ্গে কথা হয়ে গেছে। মেরামতের কাজ শুরু হলে তারা অন্যত্র সরে যাবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তবে এক্ষুনি মেরামতির কাজ শুরু হচ্ছে না। পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন শহরে আরো 9টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ফ্লাইওভার গুলি মেরামতি ক্ষেত্রে।


Conclusion:এরই সঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন নির্বাচনী চলাকালীন কলকাতা পুরনিগমের অন্তর্গত 144 যদি ওয়ার্ডে বেআইনি নির্মাণ হলে তার দায় নিতে হবে বোরো অফিসের সংশ্লিষ্ট বিল্ডিং আধিকারিক এর ওপর। তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.