ETV Bharat / state

ক্ষুব্ধ শোভন, দিল্লি গিয়েও খালি হাতে ফিরলেন দেবশ্রী ! - Debashree Roy back

তিনি গেলেন, দেখলেন, বসে থাকলেন । অথচ দল বদল করলেন না । আসলে, তাঁকে সামনেই আনা হল না । তাই, দিল্লি গিয়েও খালি হাতে ফিরতে হল দেবশ্রী রায়কে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 14, 2019, 8:56 PM IST

Updated : Aug 14, 2019, 10:58 PM IST

দিল্লি ও কলকাতা, 14 অগাস্ট : এ যেন রহস্য ! তিনি গেলেন, দেখলেন, বসে থাকলেন । অথচ দল বদল করলেন না । আসলে, তাঁকে সামনেই আনা হল না । তাই, দিল্লি গিয়েও খালি হাতে ফিরতে হল দেবশ্রী রায়কে ।

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় যে BJP-তে যোগ দিচ্ছেন তা জলের মতো পরিষ্কার হয়ে যায় কাল সন্ধ্যাতেই । কথা ছিল আজ বিকেল 4টে নাগাদ তাঁরা আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেবেন । দুপুরে হাসিমুখে দু-চার কথাও বলেন শোভন-মুকুল । পাশেই ছিলেন বৈশাখি । এ পর্যন্ত ঠিকই ছিল । 3টে 50 নাগাদ শোভন-বৈশাখি দলীয় কার্যালয়ে যোগ দিতে আসেন । হঠাৎ দেখেন, দরজার সামনে দাঁড়িয়ে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । চমকে ওঠেন । কেন্দ্রীয় নেতাদের স্পষ্ট বলেন, "ওকে দলে নিলে আমি BJP-তে আসব না । বৈশাখিও থাকবে না ।" শোভনের মনোভাব বুঝে এ যাত্রায় দেবশ্রীর যোগদান স্থগিত হয়ে যায় ।

Debashree
BJP দপ্তরে দেবশ্রী

প্রশ্ন উঠছে, কার ডাকে দেবশ্রী দিল্লি গেলেন ? BJP-র সূত্র বলছে, মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার । কিন্তু, দু'জনেই অস্বীকার করেছেন । মুকুল বলছেন, "না, না । আমার সঙ্গে গত 5 বছর ওর কোনও সম্পর্কই নেই ।" জয়প্রকাশ বলছেন, "ওকে তো টিভির পরদাতেই দেখেছি । কথাও হয়নি ।"

এ তো গেল BJP-র অব্যবস্থার কথা । কিন্তু, প্রশ্ন উঠছে দেবশ্রী এলে শোভন দলে থাকবেন না কেন ? কিছুদিন আগে পর্যন্ত দু'জনের সুসম্পর্ক ছিল । দু'বার রায়দিঘি থেকে দেবশ্রীকে জেতাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শোভন । মমতা ব্যানার্জিও তা জানতেন । তারপরও দেবশ্রীকে দলে নিতে বাধা ?

নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য BJP-র এক নেতা বলছেন, "দেবশ্রী একটু 'জল' মেপে এলেন । কিন্তু, কাজের কাজ হল না ।" জেলার তৃণমূল নেতৃত্ব বলছে, ওরা তো কাজেই লাগে না । থাকা আর না থাকা সমান ।

দিল্লি ও কলকাতা, 14 অগাস্ট : এ যেন রহস্য ! তিনি গেলেন, দেখলেন, বসে থাকলেন । অথচ দল বদল করলেন না । আসলে, তাঁকে সামনেই আনা হল না । তাই, দিল্লি গিয়েও খালি হাতে ফিরতে হল দেবশ্রী রায়কে ।

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় যে BJP-তে যোগ দিচ্ছেন তা জলের মতো পরিষ্কার হয়ে যায় কাল সন্ধ্যাতেই । কথা ছিল আজ বিকেল 4টে নাগাদ তাঁরা আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেবেন । দুপুরে হাসিমুখে দু-চার কথাও বলেন শোভন-মুকুল । পাশেই ছিলেন বৈশাখি । এ পর্যন্ত ঠিকই ছিল । 3টে 50 নাগাদ শোভন-বৈশাখি দলীয় কার্যালয়ে যোগ দিতে আসেন । হঠাৎ দেখেন, দরজার সামনে দাঁড়িয়ে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় । চমকে ওঠেন । কেন্দ্রীয় নেতাদের স্পষ্ট বলেন, "ওকে দলে নিলে আমি BJP-তে আসব না । বৈশাখিও থাকবে না ।" শোভনের মনোভাব বুঝে এ যাত্রায় দেবশ্রীর যোগদান স্থগিত হয়ে যায় ।

Debashree
BJP দপ্তরে দেবশ্রী

প্রশ্ন উঠছে, কার ডাকে দেবশ্রী দিল্লি গেলেন ? BJP-র সূত্র বলছে, মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার । কিন্তু, দু'জনেই অস্বীকার করেছেন । মুকুল বলছেন, "না, না । আমার সঙ্গে গত 5 বছর ওর কোনও সম্পর্কই নেই ।" জয়প্রকাশ বলছেন, "ওকে তো টিভির পরদাতেই দেখেছি । কথাও হয়নি ।"

এ তো গেল BJP-র অব্যবস্থার কথা । কিন্তু, প্রশ্ন উঠছে দেবশ্রী এলে শোভন দলে থাকবেন না কেন ? কিছুদিন আগে পর্যন্ত দু'জনের সুসম্পর্ক ছিল । দু'বার রায়দিঘি থেকে দেবশ্রীকে জেতাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শোভন । মমতা ব্যানার্জিও তা জানতেন । তারপরও দেবশ্রীকে দলে নিতে বাধা ?

নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য BJP-র এক নেতা বলছেন, "দেবশ্রী একটু 'জল' মেপে এলেন । কিন্তু, কাজের কাজ হল না ।" জেলার তৃণমূল নেতৃত্ব বলছে, ওরা তো কাজেই লাগে না । থাকা আর না থাকা সমান ।

Last Updated : Aug 14, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.