কলকাতা, 2 জুলাই : একটি ছবিতে রাজ্যপালের সঙ্গে দেখা গিয়েছিল দেবাঞ্জনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা অরবিন্দ বৈদ্যকে । গতকাল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সাংবাদিক সম্মেলন করে ঘটনাটি প্রকাশ্যে আনার পরেই অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা পাঁচ ।
লালবাজার সূত্রে খবর, দেবাঞ্জনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা অরবিন্দ বৈদ্যকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন তিনি কি দেবাঞ্জনের এত কুকীর্তির কিছুই জানতেন না ? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর অরবিন্দ পুলিশকে দিতে পারেনি । বরং ধৃত অরবিন্দ জানায়, সে নিজেও একাধিকবার একাধিক থানায় গিয়ে দেবাঞ্জনের সঙ্গে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছিল । উত্তরে অসংলগ্নতা ধরা পড়ায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।
আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দেবাঞ্জনের দেহরক্ষীকে রাজভবনে দেখতে পাওয়ার অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় । সেই অভিযোগের প্রমাণ হিসেবে একটি ছবি প্রকাশ করে তিনি বলেন, "প্রতারক দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে কেন ? ঘনিষ্ঠতার গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন ৷ তদন্তকারীদের গোচরে আনছি বিষয়টি ৷ আসল তথ্য সামনে আসুক । রাজ্যপালের সঙ্গে প্রতারকের দেহরক্ষীর যোগ থাকলে তা দেশের পক্ষে ভয়ঙ্কর ৷"
সুখেন্দুবাবু আরও বলেন, "এই দেহরক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত । যদি দেখা যায় এই দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা ভয়ানক । প্রতারকের দেহরক্ষী রাজ্যপালের বৃত্তে গেল কী করে, এই নিয়ে প্রশ্ন উঠছে । তদন্ত করে সত্যটা জানা প্রয়োজন ৷"