ETV Bharat / state

ধেয়ে আসছে বুলবুল, কলকাতায় শুরু বৃষ্টি

শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল ৷ বর্তমানে কলকাতা থেকে 335 কিলোমিটার, সাগরদ্বীপ থেকে 200 কিলোমিটার, ও ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷ উপকূলে আছড়ে পড়ার সময় বুলবুলের গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ সর্বোচ্চ ঘণ্টায় 135 কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারে বুলবুল ৷

অতি শক্তিশালী বুলবুল
author img

By

Published : Nov 9, 2019, 12:10 PM IST

Updated : Nov 9, 2019, 6:30 PM IST

কলকাতা, 9 নভেম্বর : সন্ধের পর থেকেই ফের শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় বুলবুল । সন্ধে 6 টার পর থেকে কলকাতায় তার প্রভাব বোঝা যাবে ৷ এখন হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 30 কিলোমিটার । সন্ধেবেলা ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় 60 -70 কিলোমিটার বেগে ৷ রাত 8 টা থেকে 11 টার মধ্যে সুন্দরবনের ডেল্টাগঞ্জ এলাকায় বুলবুল আছড়ে পড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশ দাস । আছড়ে পড়ার সময় বুলবুলের গতি থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকবে । সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 135 কিলোমিটার ৷

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল কলকাতা থেকে 335 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে । এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র 200 কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে রয়েছে 370 কিলোমিটার দূরে ৷ ঘণ্টায় 7 কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় ৷ ওড়িশার পারাদ্বীপ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুলের দূরত্ব মাত্র 130 কিলোমিটার । ঘূর্ণিঝড় বুলবুল যত কাছে আসছে আবহাওয়ার তত অবনতি হচ্ছে‌ উপকূলবর্তী জেলাগুলিতে ।

cyclone bulbul
অতি শক্তিশালী বুলবুল

গতকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল শহর কলকাতায় । আজ সকাল থেকেই আকাশ অন্ধকার ৷ চলছে অবিরাম বৃষ্টি । মাঝেমধ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে । সেইসঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ ঘূর্ণিঝড় বুলবুল ভূপৃষ্ঠের যত কাছাকাছি আসবে আবহাওয়ার তত অবনতি হবে । ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 9 নভেম্বর : সন্ধের পর থেকেই ফের শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় বুলবুল । সন্ধে 6 টার পর থেকে কলকাতায় তার প্রভাব বোঝা যাবে ৷ এখন হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 30 কিলোমিটার । সন্ধেবেলা ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় 60 -70 কিলোমিটার বেগে ৷ রাত 8 টা থেকে 11 টার মধ্যে সুন্দরবনের ডেল্টাগঞ্জ এলাকায় বুলবুল আছড়ে পড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশ দাস । আছড়ে পড়ার সময় বুলবুলের গতি থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকবে । সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 135 কিলোমিটার ৷

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল কলকাতা থেকে 335 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে । এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র 200 কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে রয়েছে 370 কিলোমিটার দূরে ৷ ঘণ্টায় 7 কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় ৷ ওড়িশার পারাদ্বীপ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুলের দূরত্ব মাত্র 130 কিলোমিটার । ঘূর্ণিঝড় বুলবুল যত কাছে আসছে আবহাওয়ার তত অবনতি হচ্ছে‌ উপকূলবর্তী জেলাগুলিতে ।

cyclone bulbul
অতি শক্তিশালী বুলবুল

গতকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল শহর কলকাতায় । আজ সকাল থেকেই আকাশ অন্ধকার ৷ চলছে অবিরাম বৃষ্টি । মাঝেমধ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে । সেইসঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ ঘূর্ণিঝড় বুলবুল ভূপৃষ্ঠের যত কাছাকাছি আসবে আবহাওয়ার তত অবনতি হবে । ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ।

দেখুন ভিডিয়ো
Intro:অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল কলকাতা থেকে 335 কিলোমিটার দূরত্বে রয়েছে। সাগরদ্বীপ থেকে মাত্র 200 কিলোমিটার দূরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল। 370 কিলোমিটার দূরত্বে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে। ও উড়িষ্যার পারাদ্বীপ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল এর দূরত্ব মাত্র 130 কিলোমিটার। ঘূর্ণিঝড় বুলবুল ঘন্টায় 7 কিলোমিটার গতিতে এগোচ্ছে উত্তর-পশ্চিমে। ঘূর্ণিঝড় পুল্পুল যত কাছে আসছে আবহাওয়ার তত অবনতি হচ্ছে‌। গতকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল শহর কলকাতায়। আজ সকাল থেকেই আকাশ অন্ধকার করে চলছে অবিরাম বৃষ্টি। মাঝেমধ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। ঘূর্ণিঝড় বুলবুল ভূপৃষ্ঠের কাছাকাছি আসবে আবহাওয়ার অবনতি হবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে।


Body:আজ গভীর রাতে সুন্দরবন পারাদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের বুলবুলের গতি থাকবে 110 থেকে 120 কিলোমিটার। সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পর্যন্ত থাকবে বুলবুলের।


Conclusion:
Last Updated : Nov 9, 2019, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.