কলকাতা, 8 জুন : আমফান ঘূর্ণিঝড়ে উপড়ে যাওয়া গাছগুলির সংখ্যা গণনা শুরু করবে কলকাতা পৌরনিগম ( KMC ) ৷ কলকাতা পৌরনিগম জানিয়েছে, উপড়ে যাওয়া গাছগুলির কাঠ যথাসময়ে নিলাম করা হবে ।
আমফান ঘূর্ণঝড়ের দাপটে কলকাতায় উপড়ে যায় প্রায় 15 হাজার 600টি গাছ ৷ কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের নানা জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ কলকাতা পৌরনিগমেরর প্রশাসক বোর্ডের সদস্য (পার্ক ও উদ্যান ) ও প্রাক্তন মেয়র-ইন-কাউন্সিল দেবাশিস কুমার জানান, উপড়ে যাওয়া গাছগুলিকে সরানোর কাজে বর্তমানে পৌরকর্মীদের লাগানো হয়েছে ৷ উপড়ে যাওয়া গাছগুলি রেড রোড, ধাপা, তারতলা ও টালাতে সরানোর কাজ চলছে ৷
তিনি আরও বলেন, " গাছগুলির শাখা ও কাণ্ড সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়ে গেলেই, বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন গাছগুলির কোন অংশটির কাঠ ব্যবহারযোগ্য ৷ সেগুলি নিলাম করা হবে ৷" তিনি জানান, গাছগুলির মধ্যে কয়েকটি গাছ আছে, যা মেহগনি ও শিশাম প্রজাতির ৷ গাছগুলির কাঠ নিলাম করে যা আয় হবে তা জনসাধারণের উন্নয়নের কাজে লাগানো হবে ৷
কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (KMC) এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র সুধীন নন্দী বলেন, ঘূর্ণঝড়ে রবীন্দ্র সরোবরের পার্কের মধ্যে প্রায় 60 টি গাছ উপড়ে গেছে ৷ সেগুলিকে ফের বসানো সম্ভব নয় ৷ পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ বলেন, পরিবেশ সুরক্ষায় মৃত গাছগুলির কাণ্ড ও শাখাগুলিতে বাসা বাঁধতে পারে ব্যাকটেরিয়া ও জীবাণু ৷ ফলে নিয়মিত সেগুলির উপর জীবাণুনাশক স্প্রে করতে হবে ৷ অন্যথায়, শাখাগুলি দ্রুত ক্ষয় হতে পারে । তবে, KMC এই পদ্ধতিগুলি অনুসরণ করছে কি না তা আমি নিশ্চিত নই ৷ "