ETV Bharat / state

বাংলায় কারফিউ ? জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

author img

By

Published : Mar 24, 2020, 1:43 PM IST

Updated : Mar 25, 2020, 10:11 PM IST

পশ্চিমবঙ্গের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব । এই বৈঠকে কারফিউ জারি করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে ।

বাংলায় কারফিউ
বাংলায় কারফিউ

কলকাতা, 24 মার্চ : বাংলায় কারফিউ জারির সম্ভাবনা তৈরি হল । পাশাপাশি গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে । সেই সূত্রেই পশ্চিমবঙ্গের সব জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব । কিছুক্ষণের মধ্যেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি । রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর । এই বৈঠকে কারফিউ জারি করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে ।

সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির কাছে পাঠানো হয়েছে এক জরুরি বার্তা । সেখানে বলা হয়েছে, রাজ্যগুলি প্রয়োজনে কারফিউ জারি করতে পারে । সেই বার্তা পেয়েছে নবান্ন । সেই কারণেই মুখ্যসচিব সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন । নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের কাছে মুখ্যসচিব প্রত্যেকটি জেলায় মানুষের সচেতনতা এবং বাস্তব চিত্র নিয়ে জানতে চাইবেন । তারপরই কারফিউয়ের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

কলকাতাসহ পশ্চিমবঙ্গের যে কয়েকটি জেলা এবং শহরে লকডাউন রয়েছে, সেখানে কারফিউ জারির সম্ভাবনা তৈরি হয়েছে । পাশাপাশি গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও খবর ।

কলকাতা, 24 মার্চ : বাংলায় কারফিউ জারির সম্ভাবনা তৈরি হল । পাশাপাশি গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে । সেই সূত্রেই পশ্চিমবঙ্গের সব জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব । কিছুক্ষণের মধ্যেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি । রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর । এই বৈঠকে কারফিউ জারি করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে ।

সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির কাছে পাঠানো হয়েছে এক জরুরি বার্তা । সেখানে বলা হয়েছে, রাজ্যগুলি প্রয়োজনে কারফিউ জারি করতে পারে । সেই বার্তা পেয়েছে নবান্ন । সেই কারণেই মুখ্যসচিব সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন । নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের কাছে মুখ্যসচিব প্রত্যেকটি জেলায় মানুষের সচেতনতা এবং বাস্তব চিত্র নিয়ে জানতে চাইবেন । তারপরই কারফিউয়ের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

কলকাতাসহ পশ্চিমবঙ্গের যে কয়েকটি জেলা এবং শহরে লকডাউন রয়েছে, সেখানে কারফিউ জারির সম্ভাবনা তৈরি হয়েছে । পাশাপাশি গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও খবর ।

Last Updated : Mar 25, 2020, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.