ETV Bharat / state

Joka-Taratala Metro: জোকা-তারাতলা মেট্রো পরিদর্শনে আসছেন সিআরএস - Integral Coach Factory

জোকা-তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro) কাজ এখনও অনেক বাকি ৷ তার মধ্যেই বৃহস্পতিবার পরিদর্শনে আসছেন সিআরএস (CRS) ৷

Kolkata Metro Railway
Joka-Taratala Metro
author img

By

Published : Nov 9, 2022, 10:18 AM IST

Updated : Nov 9, 2022, 10:45 AM IST

কলকাতা, 9 নভেম্বর: বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পার্পেল লাইনের (Purple Line) একাংশ (Joka-Taratala Metro Line) পরিদর্শনে আসছেন কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) । চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে এই অংশের যাত্রী পরিষেবা । এখন তা শুধু সময়ের অপেক্ষা ।

বৃহস্পতিবার যাত্রী সুরক্ষার দিকগুলির পাশাপাশি, জোকা থেকে তারাতলা পর্যন্ত সমস্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখবেন সিআরএস । এই অংশে যাত্রী পরিষেবা শুরু করতে চায় মেট্রো কতৃপক্ষ (Kolkata Metro Railway) । তাই সিআরএসের পরিদর্শনের কথা জানিয়ে কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা চিঠি দিয়েছিলেন রেল বোর্ডকে । এরপর প্রাথমিক রিপোর্ট দেখে সিআরএসের পক্ষ থেকে কমপ্লায়েন্সের পরামর্শ দেওয়া হয়েছে ৷ যেগুলি সম্পন্ন করে রিপোর্ট পাঠাতে বলা হয় । সেইমতো রিপোর্টও পাঠানো হয়েছিল । এবার বৃহস্পতিবার হবে পরিদর্শন ।

জানা গিয়েছে, এই লাইনের কাজ এখন অনেকটাই বাকি । সেইসব কাজ শেষ হওয়ার আগেই সিআরএসএর এই পরিদর্শনের খবরে মনে করা হচ্ছে, যেহেতু ইতিমধ্যেই এই অংশকে প্রস্তুত করতে কেটে গিয়েছে অনেকটা সময়, তাই আর বিলম্ব করতে চায় না কর্তৃপক্ষ । পার্পেল লাইন বেহালার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ স্থাপন করবে । আপাতত এই রুটে ছ'টি স্টেশন-জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা দিয়ে পরিষেবা শুরু করা হবে ।

আরও পড়ুন: শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো !

এই রুটে গত 12 বছরে ধরে মেট্রোর কাজ চলছে । জমি জটের কারণে কিছুটা দীর্ঘায়িত হয়েছে কাজ । বেশ কিছুদিন ধরেই চলছে ট্রায়াল রান (Trial Run) । দুটি পুরনো নন এসি রেক ব্যবহার করে নিয়মিত চলছে মহড়া দৌড় । এই অংশের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited) । বাণিজ্যিকভাবে এই লাইন চালু হলে আপাতত চারটি অত্যাধুনিক মানের রেক পরিষেবা দেবে । যদিও ওই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (Integral Coach Factory) থেকে রাজ্যে এসে পৌঁছতে এখনও আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 9 নভেম্বর: বৃহস্পতিবার কলকাতা মেট্রোর পার্পেল লাইনের (Purple Line) একাংশ (Joka-Taratala Metro Line) পরিদর্শনে আসছেন কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) । চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে এই অংশের যাত্রী পরিষেবা । এখন তা শুধু সময়ের অপেক্ষা ।

বৃহস্পতিবার যাত্রী সুরক্ষার দিকগুলির পাশাপাশি, জোকা থেকে তারাতলা পর্যন্ত সমস্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখবেন সিআরএস । এই অংশে যাত্রী পরিষেবা শুরু করতে চায় মেট্রো কতৃপক্ষ (Kolkata Metro Railway) । তাই সিআরএসের পরিদর্শনের কথা জানিয়ে কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা চিঠি দিয়েছিলেন রেল বোর্ডকে । এরপর প্রাথমিক রিপোর্ট দেখে সিআরএসের পক্ষ থেকে কমপ্লায়েন্সের পরামর্শ দেওয়া হয়েছে ৷ যেগুলি সম্পন্ন করে রিপোর্ট পাঠাতে বলা হয় । সেইমতো রিপোর্টও পাঠানো হয়েছিল । এবার বৃহস্পতিবার হবে পরিদর্শন ।

জানা গিয়েছে, এই লাইনের কাজ এখন অনেকটাই বাকি । সেইসব কাজ শেষ হওয়ার আগেই সিআরএসএর এই পরিদর্শনের খবরে মনে করা হচ্ছে, যেহেতু ইতিমধ্যেই এই অংশকে প্রস্তুত করতে কেটে গিয়েছে অনেকটা সময়, তাই আর বিলম্ব করতে চায় না কর্তৃপক্ষ । পার্পেল লাইন বেহালার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ স্থাপন করবে । আপাতত এই রুটে ছ'টি স্টেশন-জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা দিয়ে পরিষেবা শুরু করা হবে ।

আরও পড়ুন: শীঘ্রই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো !

এই রুটে গত 12 বছরে ধরে মেট্রোর কাজ চলছে । জমি জটের কারণে কিছুটা দীর্ঘায়িত হয়েছে কাজ । বেশ কিছুদিন ধরেই চলছে ট্রায়াল রান (Trial Run) । দুটি পুরনো নন এসি রেক ব্যবহার করে নিয়মিত চলছে মহড়া দৌড় । এই অংশের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited) । বাণিজ্যিকভাবে এই লাইন চালু হলে আপাতত চারটি অত্যাধুনিক মানের রেক পরিষেবা দেবে । যদিও ওই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (Integral Coach Factory) থেকে রাজ্যে এসে পৌঁছতে এখনও আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে ।

Last Updated : Nov 9, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.