ETV Bharat / state

বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্যোগ CPI(M)-র

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ও দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে সাহায্যের জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিমান বসু । এই কাজে সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।সাহায্য করতে ইচ্ছুক সর্বসাধারণকে পার্টির রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে অর্থ সাহায্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।

CPI(M) has taken initiative to help victim of devastating cyclone amphan
কলকাতা
author img

By

Published : May 23, 2020, 9:09 PM IST

কলকাতা , 23 মে : বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের কয়েক ঘণ্টার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল CPI(M) রাজ্য কমিটি । অতীতেও তাঁরা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন । এবারও রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল CPI(M) রাজ্য কমিটি ।

বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কয়েক ঘণ্টার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জেলা , বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা , পূর্ব মেদিনীপুর , কলকাতা , হাওড়া , পশ্চিম মেদিনীপুর , হুগলি , বর্ধমান , ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। অসংখ্য ঘরবাড়ি ভেঙেছে। লাখ লাখ মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছেন । প্রাথমিক তথ্য অনুযায়ী , বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি এবং মাঠের ফসল সহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গিয়েছে। সমগ্র বিষয় নিয়ে উদ্বিগ্ন CPI(M) রাজ্য কমিটি। এখনও ক্ষয়ক্ষতির সমস্ত তথ্য আসেনি বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু্ । যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন । তিনি বলেন , “এক কথায় কোরোনা মহামারীর পাশাপাশি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে রাজ্যবাসী বিপর্যয়ের সম্মুখীন। এই উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়কেই যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই হবে। রাজ্যে এই ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাকে অবিলম্বে 'জাতীয় বিপর্যয়' হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের পার্টি ও বামপন্থী কর্মীদের অবিলম্বে দলমত নির্বিশেষে সমস্ত নিরাশ্রয় মানুষের উদ্ধার ও ত্রাণের কাজে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জাতীয় বিপর্যয় ঘোষিত হলে পশ্চিমবঙ্গ অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই টাকায় কিছুটা হলেও মানুষকে সাহায্য করা যাবে।”

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ও দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে সাহায্যের জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিমান বসু । এই কাজে সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।
সাহায্য করতে ইচ্ছুক সর্বসাধারণকে পার্টির রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে অর্থ সাহায্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। এই কাজে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে অথবা সংগঠনের পক্ষ থেকে যাঁরা দুর্গত মানুষদের ত্রাণের কাজে অর্থ দান করতে চান তাঁরা - WBCPIM নামে চেক/ড্রাফট, 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা 700016 এই ঠিকানায় সরাসরি পাঠানো যেতে পারে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কের মাধ্যমে নিম্নলিখিত অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর আবেদন জানানো হয়েছে।
A/C নাম: wbcpim, অ্যাকাউন্ট নম্বর - 402420110000319 ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , কলকাতা
IFSC: BKID0004024

কলকাতা , 23 মে : বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের কয়েক ঘণ্টার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল CPI(M) রাজ্য কমিটি । অতীতেও তাঁরা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন । এবারও রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল CPI(M) রাজ্য কমিটি ।

বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কয়েক ঘণ্টার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জেলা , বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা , পূর্ব মেদিনীপুর , কলকাতা , হাওড়া , পশ্চিম মেদিনীপুর , হুগলি , বর্ধমান , ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। অসংখ্য ঘরবাড়ি ভেঙেছে। লাখ লাখ মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছেন । প্রাথমিক তথ্য অনুযায়ী , বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি এবং মাঠের ফসল সহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গিয়েছে। সমগ্র বিষয় নিয়ে উদ্বিগ্ন CPI(M) রাজ্য কমিটি। এখনও ক্ষয়ক্ষতির সমস্ত তথ্য আসেনি বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু্ । যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন । তিনি বলেন , “এক কথায় কোরোনা মহামারীর পাশাপাশি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে রাজ্যবাসী বিপর্যয়ের সম্মুখীন। এই উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়কেই যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই হবে। রাজ্যে এই ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাকে অবিলম্বে 'জাতীয় বিপর্যয়' হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের পার্টি ও বামপন্থী কর্মীদের অবিলম্বে দলমত নির্বিশেষে সমস্ত নিরাশ্রয় মানুষের উদ্ধার ও ত্রাণের কাজে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জাতীয় বিপর্যয় ঘোষিত হলে পশ্চিমবঙ্গ অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেই টাকায় কিছুটা হলেও মানুষকে সাহায্য করা যাবে।”

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ও দুর্গত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের কাজে সাহায্যের জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিমান বসু । এই কাজে সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি ।
সাহায্য করতে ইচ্ছুক সর্বসাধারণকে পার্টির রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে অর্থ সাহায্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। এই কাজে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে অথবা সংগঠনের পক্ষ থেকে যাঁরা দুর্গত মানুষদের ত্রাণের কাজে অর্থ দান করতে চান তাঁরা - WBCPIM নামে চেক/ড্রাফট, 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট, কলকাতা 700016 এই ঠিকানায় সরাসরি পাঠানো যেতে পারে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কের মাধ্যমে নিম্নলিখিত অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর আবেদন জানানো হয়েছে।
A/C নাম: wbcpim, অ্যাকাউন্ট নম্বর - 402420110000319 ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , কলকাতা
IFSC: BKID0004024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.