কলকাতা, 12 এপ্রিল : করোনা ভাইরাসের ভ্যাকসিনের সংকট চলছে । যার জেরে এ রাজ্যে তলানিতে এসে ঠেকেছে করোনা টিকাকরণ ৷ গতকাল রাজ্যে মাত্র 53 হাজারের মতো মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । এদিকে, গত 24 ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ রাজ্যে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছে গিয়েছে । মৃত্যু হয়েছে 10 জনের।
রাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ আর, তার মধ্যে করোনার ভ্যাকসিনেও সংকট দেখা দিয়েছে । এই সংকটের কারণে শনিবার অর্থাৎ 10 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন সেন্টারে টিকাকরণের কাজ বন্ধ রাখা হয়েছে । শুক্রবার অর্থাৎ 9 এপ্রিল যেখানে সাড়ে তিন লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছিল ৷ সেখানে শনিবার মোট 2 লাখ 14 হাজার 776 জনকে টিকা দেওয়া হয়েছে । গতকাল এই সংখ্যা আরও কমে গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত 53 হাজারের মতো মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । রবিবার পর্যন্ত রাজ্যের মোট 78 লাখ 54 হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন, বারাসতে পিছোলো মমতার সভা , সূচি মেনে আজ আসছেন মোদি
ভ্যাকসিনের এই সংকট যাতে দ্রুত দূর করা সম্ভব হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর । স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতির নিরিখে আজ ভ্যাকসিনের চার লাখ ডোজ রাজ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে । স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় এই চার লাখ ডোজ খুবই কম । তাই রাজ্যে যাতে আরও বেশি ভ্যাকসিন আসে, তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্বাস্থ্য দফতর কথা বলছে ।
এদিকে, করোনা টিকার এই সংকটের পাশাপাশি রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ক্রমে বেড়ে চলেছে । রবিবার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে 4 হাজার 398 । মৃত্যু হয়েছে 10 জনের । অন্যদিকে, 10 এপ্রিল দৈনিক আক্রান্ত হয়েছে 4 হাজার 43 জন । মৃত্যু হয়েছে 12 জনের ।