ETV Bharat / state

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্নের অপশনে ভুল, নম্বর দিতে নির্দেশ আদালতের - kolkata high court

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের অপশনে ভুল । ওই দুই প্রশ্নের প্রাপ্ত নম্বর চাকরি প্রার্থীদের দিতে বলল কলকাতা হাইকোর্ট ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 5, 2019, 3:14 PM IST

কলকাতা, 5 জুন : ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । তাই প্রার্থীদের নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দুটি প্রশ্নের অপশেন ভুল রয়েছে এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থী সায়ন রাউল ও ঋদ্ধি চৌধুরি।

মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন, "১০ এপ্রিল ৩৪টি শূন্যপদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হয়। মোট ২০০ নম্বরের পরীক্ষা হয় । প্রশ্নপত্রে দেখা যায় ২টো প্রশ্নের অপশন ভুল রয়েছে । সেটা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে আমার মক্কেল জানিয়েছিল । কিন্ত কর্তৃপক্ষ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি । ১০ মে এই পরীক্ষার ফল বেরিয়েছে। আগামী ১০ জুন দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে । এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমার মক্কেলরা।" গতকাল বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চ বলেন, ওই প্রশ্নের নম্বর দিতে প্রার্থীদের । আগামী ৭ জুনের মধ্যে নম্বর দিয়ে যদি পরীক্ষার্থী পরবর্তী ধাপে সুযোগ পান সেটাও তাঁদের দিতে হবে।

আবেদনকারী সায়ন রাউল বলেন, "পরীক্ষার দিনই আমি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম একটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । কিন্তু, তারা বিষয়টিতে গুরুত্ব দেয়নি । এরপর পরীক্ষা চলার সময় ফের অন্য একটি প্রশ্নের অপশনেও ভুল বের হয় । কিন্ত, এক ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ সেটি সংশোধন করে দেয় । তখন আমি ওই প্রশ্নটির উত্তর করে ফেলেছি । পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ আমাকে জানায় যেটা লেখা হয়ে গেছে সেটা কেটে দিয়ে অন্যটায় দাগ দিতে । কিন্ত, ফলাফল বেরোনোর পর দেখি দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়ার তালিকায় আমার নাম নেই । আমার ধারণা ওই দুই প্রশ্নের নম্বর আমাকে দেওয়া হয়নি । তাই আমি হাইকোর্টের দ্বারস্থ হই।"

কলকাতা, 5 জুন : ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । তাই প্রার্থীদের নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দুটি প্রশ্নের অপশেন ভুল রয়েছে এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থী সায়ন রাউল ও ঋদ্ধি চৌধুরি।

মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেন, "১০ এপ্রিল ৩৪টি শূন্যপদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা হয়। মোট ২০০ নম্বরের পরীক্ষা হয় । প্রশ্নপত্রে দেখা যায় ২টো প্রশ্নের অপশন ভুল রয়েছে । সেটা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে আমার মক্কেল জানিয়েছিল । কিন্ত কর্তৃপক্ষ এবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি । ১০ মে এই পরীক্ষার ফল বেরিয়েছে। আগামী ১০ জুন দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে । এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমার মক্কেলরা।" গতকাল বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চ বলেন, ওই প্রশ্নের নম্বর দিতে প্রার্থীদের । আগামী ৭ জুনের মধ্যে নম্বর দিয়ে যদি পরীক্ষার্থী পরবর্তী ধাপে সুযোগ পান সেটাও তাঁদের দিতে হবে।

আবেদনকারী সায়ন রাউল বলেন, "পরীক্ষার দিনই আমি পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম একটি প্রশ্নের অপশনে ভুল রয়েছে । কিন্তু, তারা বিষয়টিতে গুরুত্ব দেয়নি । এরপর পরীক্ষা চলার সময় ফের অন্য একটি প্রশ্নের অপশনেও ভুল বের হয় । কিন্ত, এক ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ সেটি সংশোধন করে দেয় । তখন আমি ওই প্রশ্নটির উত্তর করে ফেলেছি । পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ আমাকে জানায় যেটা লেখা হয়ে গেছে সেটা কেটে দিয়ে অন্যটায় দাগ দিতে । কিন্ত, ফলাফল বেরোনোর পর দেখি দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়ার তালিকায় আমার নাম নেই । আমার ধারণা ওই দুই প্রশ্নের নম্বর আমাকে দেওয়া হয়নি । তাই আমি হাইকোর্টের দ্বারস্থ হই।"

Intro:ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের উত্তরে ভুল Body:
মানস নস্কর---

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের উত্তরে ভুল রয়েছে, নম্বর দিতে বললো হাইকোর্ট

কলকাতা ৪জুনঃ

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার দুটি প্রশ্নের উত্তরে ভুল রয়েছে।তাই প্রার্থীদের নম্বর দিতে বললো হাইকোর্ট।
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দুটি প্রশ্নের উত্তরে ভুল রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থী সায়ন রাউল ও ঋদ্ধি চৌধুরী।


মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানালেন,"ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস গত ১০ এপ্রিল ৩৪ টা শুন্যপদের জন্য পরীক্ষা নেয়।মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়।প্রশ্ন পত্রে দেখা যাচ্ছে ২টো প্রশ্নের উত্তরে ভুল রয়েছে। সেটা পাবলিক সার্ভিস কমিশন কতৃপক্ষকে জানিয়েছিল আমার মক্কেল কিন্ত কতৃপক্ষ কোন সাড়া দেয়নি।গত ১০ মে এই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। আগামী ১০ জুন দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে।এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমার মক্কেল রা। আজ বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চ জানিয়ে নম্বর দিতে প্রার্থীদের।আগামী ৭ জুনের মধ্যে নম্বর দিয়ে যদি পরীক্ষার্থী পরবর্তী ধাপে সুজোগ পান সেটা দিতে হবে।

আবেদনকারী সায়ন রাউল জানিয়েছিলেন,"পরীক্ষার দিনই আমি পাবলিক সার্ভিস কমিশন কতৃপক্ষকে জানিয়েছিলা প্রশ্নের উত্তরে ভুলের বিষয়টা। কিন্ত তারা গুরুত্বই দেয়নি।পরীক্ষাতে দেখা যায় আরো একটি প্রশ্নের উত্তরে ভুল ছিল। কিন্ত সেটা কতৃপক্ষ এক ঘন্টার মধ্যে সংশোধন করে দেয়।এদিকে তখন আমি ঐ প্রশ্নটির উত্তর করে ফেলেছি।পাবলিক সার্ভিস কমিশন কতৃপক্ষ আমাকে জানায় যেটা লেখা হয়েগেছে সেটা কেটে দিয়ে অন্যটায় দাগ দিতে।কিন্ত রেজাল্ট বেরলে দেখছি আমি নম্বর পাইনি।আমার হিসাব মতো অন্তত ৯০নম্বর পাওয়ার কথা আমার কিন্ত ৭৬ নম্বর জারা পেয়েছে তাদের ডাকা হয়েছে। আমি ডাক পাইনি।তাই আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় গন্ডগোল আছে। সেই জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম।"

গত ২৮ মে মামলাটি বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিংগল বেঞ্চে উঠলে তিনি ৩০ তারিখ পাবলিক সার্ভিস কমিশনকে হাজির হতে বলেছিলেন কোর্টে।কিন্ত ৩০ তারিখ মামলাটি হয়নি।এরপর আজ বিচারপতি শম্পা সরকারের সিংগল বেঞ্চে শুনানি হয়।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.