ETV Bharat / state

Deputy Mayor in Corporation: পাঁচ পৌরনিগমে জোড়া ডেপুটি মেয়র নিয়ে শীতকালীন অধিবেশনে আসছে বিল

এখনও পর্যন্ত জোড়া ডেপুটি মেয়র রাখার ব্যবস্থা একমাত্র রয়েছে আসানসোল পৌরনিগমে । এই বিল বিধানসভায় পাস হওয়ার পর একই সঙ্গে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং দুর্গাপুর পৌরনিগমেও অতিরিক্ত একজনকে ডেপুটি মেয়রের দায়িত্ব দেওয়া হবে (Couple of Deputy Mayor) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 9:46 PM IST

কলকাতা, 16 নভেম্বর: বিধাননগর-সহ 5 পৌরনিগমে এবার জোড়া ডেপুটি মেয়র । আইনি সংশোধনী করে এই ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে নবান্ন । বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আগামী শীতকালীন অধিবেশনে এই মর্মে আসছে সংশোধনী । 18 নভেম্বর থেকে বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন । এখনও পর্যন্ত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলার কথা 31 নভেম্বর পর্যন্ত । সেখানেই এই সংশোধনী পাস হওয়ার কথা ।

এখনও পর্যন্ত জোড়া ডেপুটি মেয়র রাখার ব্যবস্থা একমাত্র রয়েছে আসানসোল পৌরনিগমে । কিন্তু এই বিল বিধানসভায় পাস হওয়ার পর একই সঙ্গে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং দুর্গাপুর পৌরনিগমেও অতিরিক্ত একজনকে ডেপুটি মেয়রের দায়িত্ব দেওয়া হবে ।

প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কী এমন প্রয়োজন পড়ল যার কারণে এই ব্যবস্থা বা এই সংশোধনীর প্রয়োজন হচ্ছে ? বিরোধীদল বিজেপির কথায়, সবটাই দলের পুনর্বাসনের কথা ভেবে করা হচ্ছে । এই মুহূর্তে রাজ্যের শাসকদলে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব বাড়ছে, তাতে পদ পাইয়ে দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । যদিও শাসক শিবিরের ব্যাখ্যা, উন্নয়নকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন । যাতে এই উন্নয়নের কাজে গতি আনা যায় তাই এমন ব্যবস্থা করা হচ্ছে ।

ঠিক এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে হাওড়া বা কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে এই ব্যবস্থা কেন কার্যকর করা হল না ? সূত্রের খবর, কলকাতার ক্ষেত্রে একটা ঐতিহ্য রয়েছে । সেই ঐতিহ্য ভেঙে বড়সড় বদল এই মুহূর্তে করতে চাইছে না রাজ্য সরকার । হাওড়ার ক্ষেত্রে আগে ভোট ভাগ্য নির্ধারণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর ৷

প্রসঙ্গত, পৌরসভা নির্বাচনের পর থেকেই বিধাননগর পৌরনিগমে দুই ডেপুটি মেয়র নিয়ে জল্পনা চলছিল । এক্ষেত্রে অনিতা মণ্ডলের পাশাপাশি, রাজারহাট-গোপালপুর থেকেও একজনকে ডেপুটি মেয়র করা হতে পারে বলেই শাসকদল সূত্রে খবর । কিন্তু সবকিছুর জন্যই প্রয়োজন ছিল পৌর আইনের সংশোধনী । এবার সেই সংশোধনী এনে মোট পাঁচ পৌরসভায় দু'জন করে ডেপুটি মেয়রের নিয়োগ নিশ্চিত করতে চাইছে নবান্ন ।

কলকাতা, 16 নভেম্বর: বিধাননগর-সহ 5 পৌরনিগমে এবার জোড়া ডেপুটি মেয়র । আইনি সংশোধনী করে এই ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে নবান্ন । বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আগামী শীতকালীন অধিবেশনে এই মর্মে আসছে সংশোধনী । 18 নভেম্বর থেকে বিধানসভায় শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন । এখনও পর্যন্ত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলার কথা 31 নভেম্বর পর্যন্ত । সেখানেই এই সংশোধনী পাস হওয়ার কথা ।

এখনও পর্যন্ত জোড়া ডেপুটি মেয়র রাখার ব্যবস্থা একমাত্র রয়েছে আসানসোল পৌরনিগমে । কিন্তু এই বিল বিধানসভায় পাস হওয়ার পর একই সঙ্গে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং দুর্গাপুর পৌরনিগমেও অতিরিক্ত একজনকে ডেপুটি মেয়রের দায়িত্ব দেওয়া হবে ।

প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কী এমন প্রয়োজন পড়ল যার কারণে এই ব্যবস্থা বা এই সংশোধনীর প্রয়োজন হচ্ছে ? বিরোধীদল বিজেপির কথায়, সবটাই দলের পুনর্বাসনের কথা ভেবে করা হচ্ছে । এই মুহূর্তে রাজ্যের শাসকদলে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব বাড়ছে, তাতে পদ পাইয়ে দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । যদিও শাসক শিবিরের ব্যাখ্যা, উন্নয়নকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন । যাতে এই উন্নয়নের কাজে গতি আনা যায় তাই এমন ব্যবস্থা করা হচ্ছে ।

ঠিক এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে হাওড়া বা কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে এই ব্যবস্থা কেন কার্যকর করা হল না ? সূত্রের খবর, কলকাতার ক্ষেত্রে একটা ঐতিহ্য রয়েছে । সেই ঐতিহ্য ভেঙে বড়সড় বদল এই মুহূর্তে করতে চাইছে না রাজ্য সরকার । হাওড়ার ক্ষেত্রে আগে ভোট ভাগ্য নির্ধারণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর ৷

প্রসঙ্গত, পৌরসভা নির্বাচনের পর থেকেই বিধাননগর পৌরনিগমে দুই ডেপুটি মেয়র নিয়ে জল্পনা চলছিল । এক্ষেত্রে অনিতা মণ্ডলের পাশাপাশি, রাজারহাট-গোপালপুর থেকেও একজনকে ডেপুটি মেয়র করা হতে পারে বলেই শাসকদল সূত্রে খবর । কিন্তু সবকিছুর জন্যই প্রয়োজন ছিল পৌর আইনের সংশোধনী । এবার সেই সংশোধনী এনে মোট পাঁচ পৌরসভায় দু'জন করে ডেপুটি মেয়রের নিয়োগ নিশ্চিত করতে চাইছে নবান্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.